২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাদ্যি যেন বেজে গেছে ৫ জানুয়ারি। সেদিনই তো ঘোষণা করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপের সূচি। এরপর থেকে সময় যত গড়াচ্ছে, বিশ্বকাপ ঘিরে যেন রোমাঞ্চ, উত্তেজনা বাড়ছে। ক্ষণগণনা শুরু করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি এখন ১০০ দিন। ১০০ দিনের ক্ষণগণনার প্রচারণামূলক ভিডিও আজ আনুষ্ঠানিকভাবে নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে আইসিসি। ১ মিনিট ২৪ সেকেন্ডের প্রচারণামূলক ভিডিওর নাম দেওয়া হয়েছে, ‘আউট অব দিস ওয়ার্ল্ড।’ ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে, সমুদ্র সৈকতে ক্রিকেট চলছে এবং সেই ম্যাচ উপভোগ করছেন সৈকতে ঘুরতে আসা পর্যটকেরা। এর মধ্যে খেলা থেমে যায়। কুইন্টন ডি ককসহ তখন সবাই আকাশের দিকে তাকিয়ে দেখছেন, এক ঝাঁক উল্কাপিন্ড ভেসে আসছে। এরই মধ্যে কেউ দাবা খেলতে খেলতে, কেউবা সুইমিং পুলে বসে মোবাইলে দেখছেন, সামাজিকমাধ্যমে শুবমান গিল, শাহিন শাহ আফ্রিদির মতো তারকা ক্রিকেটাররা কথা বলছেন। হঠাৎ করে দেখা যায়, ট্যাক্সির ওপরে এসে পড়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বল। ট্যাক্সি চালকসহ আরও অনেকেই বড় পর্দায় খেলা দেখছেন। সেখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের ক্রিকেটারদের বড় বড় শট খেলার ভিডিও রয়েছে। বাংলাদেশের সেই ক্রিকেটার হচ্ছেন নাজমুল হোসেন শান্ত। গ্যালারিতে পাঠানো বল মহাকাশে চলে গিয়ে আবার ফেরত আসছে। এরপর তারকা ক্রিকেটারদের উচ্ছ্বাসের পাশাপাশি বাংলাদেশ, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার ভক্ত-সমর্থকেরা গ্যালারিতে বসে উল্লাস করছেন।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে ২০ দল। ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত টুর্নামেন্টে হবে ৫৫ ম্যাচ। ভক্ত-সমর্থকেরা যেন বিশ্বকাপের টিকিট সুন্দরমত কাটতে পারেন, তার জন্য দারুণ ব্যবস্থা গ্রহণ করে আইসিসি। ‘পাবলিক টিকিট ব্যালটের’ মাধ্যমে কাটা যাবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট। ‘আগে এলে আগে পাবেন’—টিকিট ব্যালটের সিস্টেমটা এমন নয়। প্রতি ম্যাচের জন্য ছয়টি করে টিকিট কাটতে পারবেন ভক্ত-সমর্থকেরা। সেটা যেকোনো ম্যাচের জন্যই হতে পারে। এ সুযোগ থাকছে আজ থেকে শুরু করে ২০২৪ এর ৭ ফেব্রুয়ারি অ্যান্টিগার স্থানীয় সময় ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। টিকিটের সর্বনিম্ন ৬ ডলারে শুরু হবে টিকিট বিক্রি, বাংলাদেশি মুদ্রায় তা ৬৫৮ টাকা। সর্বোচ্চ দাম ২৫ ডলার (বাংলাদেশি ২৭৪২ টাকা)।
ব্যালটের কাজ শেষ হলে বাকি থাকা টিকিটগুলো আজ থেকে ‘জেনারেল সেল’ এর মাধ্যমে বিক্রি করা হবে। ব্যালটে ১৬১ দেশ থেকে টিকিটের আবেদন এসেছে ৩০ লাখেরও বেশি। এতেই যেন অনেক আশাবাদী আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। অ্যালারডাইস বলেন, ‘২০২৪ বিশ্বকাপ শুরুর ১০০ দিন আগে ধারণা করা হচ্ছে যে আইসিসির সবচেয়ে বড় টুর্নামেন্টে অনেক ভক্ত-সমর্থক ম্যাচ দেখবেন। ৯ শহরে এই টুর্নামেন্টে খেলবে ২০ দল। টিকিটের জন্য ৩০ লাখেরও বেশি আবেদন আসায় বোঝা গেছে শুধু এটা বিশ্বব্যাপী ভক্তদেরই আনন্দ দেবে না, বরং আমেরিকা জুড়ে ক্রিকেটের উন্নয়নে সহায়তা করবে। আনুষ্ঠানিকভাবে যে প্রচারণামূলক ভিডিও ছেড়েছি, সেখানে দেখানো হয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটের শক্তি। ক্রিকেটের অন্যতম সেরা তারকারাও রয়েছে। বৈশ্বিক ক্রিকেট সম্প্রদায়ের মধ্যে যেভাবে রোমাঞ্চ ছড়িয়েছে, তাতে এটা একটা ঐতিহাসিক ইভেন্ট হতে যাচ্ছে।’
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয়েছে আটবার। দুই বার করে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। একবার করে জিতেছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাদ্যি যেন বেজে গেছে ৫ জানুয়ারি। সেদিনই তো ঘোষণা করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপের সূচি। এরপর থেকে সময় যত গড়াচ্ছে, বিশ্বকাপ ঘিরে যেন রোমাঞ্চ, উত্তেজনা বাড়ছে। ক্ষণগণনা শুরু করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি এখন ১০০ দিন। ১০০ দিনের ক্ষণগণনার প্রচারণামূলক ভিডিও আজ আনুষ্ঠানিকভাবে নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে আইসিসি। ১ মিনিট ২৪ সেকেন্ডের প্রচারণামূলক ভিডিওর নাম দেওয়া হয়েছে, ‘আউট অব দিস ওয়ার্ল্ড।’ ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে, সমুদ্র সৈকতে ক্রিকেট চলছে এবং সেই ম্যাচ উপভোগ করছেন সৈকতে ঘুরতে আসা পর্যটকেরা। এর মধ্যে খেলা থেমে যায়। কুইন্টন ডি ককসহ তখন সবাই আকাশের দিকে তাকিয়ে দেখছেন, এক ঝাঁক উল্কাপিন্ড ভেসে আসছে। এরই মধ্যে কেউ দাবা খেলতে খেলতে, কেউবা সুইমিং পুলে বসে মোবাইলে দেখছেন, সামাজিকমাধ্যমে শুবমান গিল, শাহিন শাহ আফ্রিদির মতো তারকা ক্রিকেটাররা কথা বলছেন। হঠাৎ করে দেখা যায়, ট্যাক্সির ওপরে এসে পড়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বল। ট্যাক্সি চালকসহ আরও অনেকেই বড় পর্দায় খেলা দেখছেন। সেখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের ক্রিকেটারদের বড় বড় শট খেলার ভিডিও রয়েছে। বাংলাদেশের সেই ক্রিকেটার হচ্ছেন নাজমুল হোসেন শান্ত। গ্যালারিতে পাঠানো বল মহাকাশে চলে গিয়ে আবার ফেরত আসছে। এরপর তারকা ক্রিকেটারদের উচ্ছ্বাসের পাশাপাশি বাংলাদেশ, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার ভক্ত-সমর্থকেরা গ্যালারিতে বসে উল্লাস করছেন।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে ২০ দল। ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত টুর্নামেন্টে হবে ৫৫ ম্যাচ। ভক্ত-সমর্থকেরা যেন বিশ্বকাপের টিকিট সুন্দরমত কাটতে পারেন, তার জন্য দারুণ ব্যবস্থা গ্রহণ করে আইসিসি। ‘পাবলিক টিকিট ব্যালটের’ মাধ্যমে কাটা যাবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট। ‘আগে এলে আগে পাবেন’—টিকিট ব্যালটের সিস্টেমটা এমন নয়। প্রতি ম্যাচের জন্য ছয়টি করে টিকিট কাটতে পারবেন ভক্ত-সমর্থকেরা। সেটা যেকোনো ম্যাচের জন্যই হতে পারে। এ সুযোগ থাকছে আজ থেকে শুরু করে ২০২৪ এর ৭ ফেব্রুয়ারি অ্যান্টিগার স্থানীয় সময় ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। টিকিটের সর্বনিম্ন ৬ ডলারে শুরু হবে টিকিট বিক্রি, বাংলাদেশি মুদ্রায় তা ৬৫৮ টাকা। সর্বোচ্চ দাম ২৫ ডলার (বাংলাদেশি ২৭৪২ টাকা)।
ব্যালটের কাজ শেষ হলে বাকি থাকা টিকিটগুলো আজ থেকে ‘জেনারেল সেল’ এর মাধ্যমে বিক্রি করা হবে। ব্যালটে ১৬১ দেশ থেকে টিকিটের আবেদন এসেছে ৩০ লাখেরও বেশি। এতেই যেন অনেক আশাবাদী আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। অ্যালারডাইস বলেন, ‘২০২৪ বিশ্বকাপ শুরুর ১০০ দিন আগে ধারণা করা হচ্ছে যে আইসিসির সবচেয়ে বড় টুর্নামেন্টে অনেক ভক্ত-সমর্থক ম্যাচ দেখবেন। ৯ শহরে এই টুর্নামেন্টে খেলবে ২০ দল। টিকিটের জন্য ৩০ লাখেরও বেশি আবেদন আসায় বোঝা গেছে শুধু এটা বিশ্বব্যাপী ভক্তদেরই আনন্দ দেবে না, বরং আমেরিকা জুড়ে ক্রিকেটের উন্নয়নে সহায়তা করবে। আনুষ্ঠানিকভাবে যে প্রচারণামূলক ভিডিও ছেড়েছি, সেখানে দেখানো হয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটের শক্তি। ক্রিকেটের অন্যতম সেরা তারকারাও রয়েছে। বৈশ্বিক ক্রিকেট সম্প্রদায়ের মধ্যে যেভাবে রোমাঞ্চ ছড়িয়েছে, তাতে এটা একটা ঐতিহাসিক ইভেন্ট হতে যাচ্ছে।’
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয়েছে আটবার। দুই বার করে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। একবার করে জিতেছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দিনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। গতকাল দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্ট গত এক বছরে ১৮ ইনিংসের ৯ বারই ২০০ রানের নিচে অলআউট...
৩ মিনিট আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
২ ঘণ্টা আগেডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
২ ঘণ্টা আগে