Ajker Patrika

বিশ্বকাপে সাকিবদের বাংলাদেশের সম্মান বজায় রাখতে বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ০৬
বিশ্বকাপে সাকিবদের বাংলাদেশের সম্মান বজায় রাখতে বললেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে একরকম উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। মূল লড়াইয়ের আগে ইংল্যান্ডের বিপক্ষেও একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন সাকিব আল হাসানরা। এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলও বেশ গোছানো। তাই প্রত্যাশাও একটু বেশি। 

সাকিবের দলের কাছে একই রকম প্রত্যাশা যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনারও। ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ ভালো খেলা উপহার দেবে বলে বিশ্বাস তাঁর। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ‘ভয়েস অব আমেরিকা’কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সব সময় আশা করি, বিশ্বকাপে আমরা ভালো খেলা দেখাতে পারব।’ 

বাংলাদেশ দলকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেছেন, ‘আমি তাদের বলব, বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে। তারা সেভাবে সবটুকু ঢেলে দেবে এবং আন্তরিকতার সঙ্গে খেলবে সেটাই আমি চাই। আমার সঙ্গে সব সময় তাদের যোগাযোগ থাকে।’ 

প্রধানমন্ত্রী সরাসরি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যোগাযোগ রাখেন। বিভিন্ন সিরিজের সময় অনেকবারই তাঁকে দেখা গেছে ফোনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মাধ্যমে খেলার খোঁজ নিতে। শেখ হাসিনা বলেন, ‘আসার আগেও ওদের সঙ্গে কথা বললাম। খেলোয়াড়দের সঙ্গে, আয়োজকদের সঙ্গেও কথা বলি। আমি সব সময় খেয়াল রাখি। খেলাধুলায় যাতে সব সময় আমাদের ছেলে-মেয়েরা ভালো করে, সেদিকে আমার দৃষ্টি থাকে।’ 

ভালো খেললে ভালো ফলের ব্যাপারেও আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ‘বিশ্বকাপে আমরা সুযোগ পেয়েছি, এটা সবচেয়ে ভালো দিক। ভালোভাবে খেলতে পারলে ভালো ফল করতেও পারবে। আমি আশাবাদী সব সময়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত