Ajker Patrika

ধর্ষণের অভিযুক্ত লামিচানেকে এবার নিল না নেপাল

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ৪৬
ধর্ষণের অভিযুক্ত লামিচানেকে এবার নিল না নেপাল

দুবাইয়ে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে নেপাল দল থেকে বাদ পড়েছেন ধর্ষণে অভিযুক্ত লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানে। সংযুক্ত আরব আমিরাত ও পাপুয়া নিউগিনির বিপক্ষে ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ ত্রিদেশীয় সিরিজে লামিচানেকে নেয়নি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)।

গত বছর সেপ্টেম্বরে কিশোরী ধর্ষণের অভিযোগে মামলা হয়েছিল লামিচানের বিরুদ্ধে এবং কারাগারেও যেতে হয়েছিল তাঁকে। সিএএন তাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়ে সাময়িকভাবে নিষিদ্ধ করে। চলতি বছরের জানুয়ারিতে শর্ত সাপেক্ষে লামিচানের জামিন মঞ্জুর করেন আদালত। জামিনে মুক্ত হয়ে স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলেছিলেন তিনি। আদালতের অনুমতি নিয়ে দেশ ছাড়ার সুযোগ থাকলেও ১৫ জনের স্কোয়াডে তাঁকে দলে রাখেনি সিএএন।

আগামীকাল দুবাইয়ে পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে নেপাল। গত সপ্তাহে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টুয়ের অন্তর্ভুক্ত স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল নেপাল। সিরিজে লামিচানে নিয়েছিলেন ১৩ উইকেট। চার ম্যাচের চারটিতেই জিতেছিল নেপাল। আর মাঠে তাঁর উপস্থিতিতেই দর্শক ও প্রতিপক্ষের ক্রিকেটাররাও প্রতিবাদ জানিয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত