ক্রীড়া ডেস্ক
পাকিস্তান-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হচ্ছে আগামীকাল। এই সিরিজ শেষের আগেই ওয়ানডে সিরিজের দল দিয়েছে নিউজিল্যান্ড। কিউইদের এই দলে রয়েছে বিশেষ চমক।
নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) গতকাল পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল দিয়েছে। ওয়ানডে সিরিজে কিউইদের নেতৃত্ব দেবেন টম লাথাম। ১৩ সদস্যের ওয়ানডে দলে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা দুই ক্রিকেটার নিক কেলি ও মুহাম্মদ আব্বাস। যাঁর মধ্যে আব্বাস পাকিস্তানি বংশোদ্ভূত। তিনি আজহার আব্বাস হারাজের ছেলে। আজহার পাকিস্তান, নিউজিল্যান্ড দুই দেশেই প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। বর্তমানে তিনি ওয়েলিংটন ফায়ারবার্ডসের সহকারী কোচ হিসেবে কাজ করছেন। তাঁর ছেলে আব্বাস ও কেলি দুজনেই ওয়েলিংটন ফায়ারবার্ডসে খেলেন।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড অবশ্য একগাদা তারকা ক্রিকেটারকে পাচ্ছে না। আইপিএলে ব্যস্ত থাকায় মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপসের মতো ক্রিকেটাররা নেই পাকিস্তান সিরিজের দলে। কেইন উইলিয়ামসনও থাকছেন না এই সিরিজে। এছাড়া ওয়ার্কলোডের চিন্তা মাথায় রেখে কাইল জেমিসনকে নেওয়া হয়নি। চোট থেকে পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে থাকা ম্যাট হেনরিও খেলছেন না ওয়ানডে দলে। জেমিসন সবশেষ ওয়ানডে খেলেছেন গত ৯ মার্চ দুবাইয়ে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। আর হেনরি আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ খেলেছেন লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ সিরিজ দিয়েই দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন আদিত্য অশোক। কদিন আগে শেষ হওয়া ২০২৪-২৫ মৌসুমের ফোর্ড ট্রফিতে অশোক ৭ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। নিউজিল্যান্ডের এই লিস্ট ‘এ’ ক্রিকেটে তিনি বোলিং করেছেন ৪.৯২ ইকোনমিতে। স্যান্টনার-রাচীনরা না থাকায় মাইকেল ব্রেসওয়েলের সঙ্গে অশোক থাকায় নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজে স্পিন আক্রমণটা একটু শক্তিশালী হয়েছে। ব্রেসওয়েল বর্তমানে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন। আর অশোক সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ২০২৩-এর ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে।
ব্যাটিং লাইনআপে অধিনায়ক ল্যাথামের সঙ্গে উইল ইয়ং, ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যানদের মতো ক্রিকেটাররা আছেন পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। মিচ হে হয়তো উইকেটরক্ষকের গ্লাভস পরবেন। পেস বোলিং আক্রমণে উইল ও’রুর্ক, জ্যাকব ডাফি, বেন সিয়ার্সের সঙ্গে আছেন পেস বোলিং অলরাউন্ডার নাথান স্মিথ।
২৯ মার্চ নেপিয়ারে শুরু হচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২ ও ৫ এপ্রিল হ্যামিলটন ও মাউন্ট মঙ্গানুইয়ে হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। তিনটি ওয়ানডেই শুরু হচ্ছে বাংলাদেশ সময় ভোর ৪টায়।
পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজের দল:
টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, মিচ হে, নিক কেলি, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, উইল ইয়ং
পাকিস্তান-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হচ্ছে আগামীকাল। এই সিরিজ শেষের আগেই ওয়ানডে সিরিজের দল দিয়েছে নিউজিল্যান্ড। কিউইদের এই দলে রয়েছে বিশেষ চমক।
নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) গতকাল পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল দিয়েছে। ওয়ানডে সিরিজে কিউইদের নেতৃত্ব দেবেন টম লাথাম। ১৩ সদস্যের ওয়ানডে দলে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা দুই ক্রিকেটার নিক কেলি ও মুহাম্মদ আব্বাস। যাঁর মধ্যে আব্বাস পাকিস্তানি বংশোদ্ভূত। তিনি আজহার আব্বাস হারাজের ছেলে। আজহার পাকিস্তান, নিউজিল্যান্ড দুই দেশেই প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। বর্তমানে তিনি ওয়েলিংটন ফায়ারবার্ডসের সহকারী কোচ হিসেবে কাজ করছেন। তাঁর ছেলে আব্বাস ও কেলি দুজনেই ওয়েলিংটন ফায়ারবার্ডসে খেলেন।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড অবশ্য একগাদা তারকা ক্রিকেটারকে পাচ্ছে না। আইপিএলে ব্যস্ত থাকায় মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপসের মতো ক্রিকেটাররা নেই পাকিস্তান সিরিজের দলে। কেইন উইলিয়ামসনও থাকছেন না এই সিরিজে। এছাড়া ওয়ার্কলোডের চিন্তা মাথায় রেখে কাইল জেমিসনকে নেওয়া হয়নি। চোট থেকে পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে থাকা ম্যাট হেনরিও খেলছেন না ওয়ানডে দলে। জেমিসন সবশেষ ওয়ানডে খেলেছেন গত ৯ মার্চ দুবাইয়ে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। আর হেনরি আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ খেলেছেন লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ সিরিজ দিয়েই দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন আদিত্য অশোক। কদিন আগে শেষ হওয়া ২০২৪-২৫ মৌসুমের ফোর্ড ট্রফিতে অশোক ৭ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। নিউজিল্যান্ডের এই লিস্ট ‘এ’ ক্রিকেটে তিনি বোলিং করেছেন ৪.৯২ ইকোনমিতে। স্যান্টনার-রাচীনরা না থাকায় মাইকেল ব্রেসওয়েলের সঙ্গে অশোক থাকায় নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজে স্পিন আক্রমণটা একটু শক্তিশালী হয়েছে। ব্রেসওয়েল বর্তমানে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন। আর অশোক সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ২০২৩-এর ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে।
ব্যাটিং লাইনআপে অধিনায়ক ল্যাথামের সঙ্গে উইল ইয়ং, ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যানদের মতো ক্রিকেটাররা আছেন পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। মিচ হে হয়তো উইকেটরক্ষকের গ্লাভস পরবেন। পেস বোলিং আক্রমণে উইল ও’রুর্ক, জ্যাকব ডাফি, বেন সিয়ার্সের সঙ্গে আছেন পেস বোলিং অলরাউন্ডার নাথান স্মিথ।
২৯ মার্চ নেপিয়ারে শুরু হচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২ ও ৫ এপ্রিল হ্যামিলটন ও মাউন্ট মঙ্গানুইয়ে হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। তিনটি ওয়ানডেই শুরু হচ্ছে বাংলাদেশ সময় ভোর ৪টায়।
পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজের দল:
টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, মিচ হে, নিক কেলি, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, উইল ইয়ং
জিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
৩ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৩ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
৫ ঘণ্টা আগেসেন্ট কিটসে গত বছর ডিসেম্বরে ‘একটি’ পয়েন্টের আক্ষেপে পুড়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জিতলেই উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ উঠে যেত পয়েন্ট টেবিলের ৬ নম্বরে। এক পয়েন্ট পেলেই ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত হয়ে যেত তাদের। সিরিজের
৬ ঘণ্টা আগে