চেন্নাইতে অস্ট্রেলিয়ার দেওয়া ২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধুকছিল ভারত। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও আউট হয়েছেন শূন্য রানে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ ভারতকে আফগানিস্তান দিয়েছিল ২৭৩ রানের লক্ষ্য। রোহিতও হয়েছেন ভয়ঙ্কর। অধিনায়কের রেকর্ডময় ইনিংসে আফগানদের ৮ উইকেটে হারিয়েছে ভারত।
আফগানিস্তানের দেওয়া ২৭৩ রানের লক্ষ্যে ভারতের শুরুটা হয়েছিল রয়েসয়ে। ২ ওভারে কোনো উইকেট না হারিয়ে করে ৭ রান। ছিল না কোনো বাউন্ডারি। তৃতীয় ওভার থেকে শুরু হয় ‘রোহিত সাইক্লোন’। তৃতীয় ওভারের তৃতীয় বলে ফারুকিকে স্কয়ার লেগ দিয়ে ফ্লিক করে চার মারেন ভারতীয় অধিনায়ক। পরের ওভারে ভারতীয় অধিনায়ক বাউন্ডারি মেরেছেন মুজিব-উর-রহমানকে। এরপর পঞ্চম ওভারের দ্বিতীয় বলে লং অফের ওপর দিয়ে ছক্কা মেরে বিশ্বকাপে ১০০০ রান পূর্ণ করেন রোহিত। বিশ্বকাপে হাজার রান করতে ভারতীয় অধিনায়কের লেগেছে ১৯ ইনিংস। বিশ্বকাপে দ্রুততম হাজার রান করার রেকর্ডে ডেভিড ওয়ার্নারের সঙ্গে যৌথভাবে শীর্ষে রোহিত।
বিশ্বকাপে দ্রুততম ১০০০ রানের পর রোহিত হয়েছেন আরও ভয়ঙ্কর। পঞ্চম ওভারের শেষ দুই বলে ফারুকিকে আরও দুটি চার মারেন ভারতীয় অধিনায়ক। আফগান বাঁহাতি পেসারের ওপর দিয়ে রোহিত সাইক্লোন চালান সপ্তম ওভারে। ফারুকির ওভার থেকে একাই ১৭ রান নিয়েছেন ভারতীয় ওপেনার। যেখানে প্রথম দুই বলে টানা দুটি চার মারেন ও চতুর্থ বলে মেরেছেন ছক্কা। রোহিতের এমন ইনিংস যেন অন্যপ্রান্ত থেকে উপভোগ করছিলেন ইশান কিষান। ‘রোহিত সাইক্লোনের’ মাঝে ইশান যতটুকু খেলার সুযোগ পেয়েছেন, তা কাজে লাগিয়েছেন। বাউন্ডারি যেমন পেরেছেন, তেমনি স্ট্রাইক রোটেটও করেছেন ইশান।
ঝোড়ো ব্যাটিংয়ে রোহিত সেঞ্চুরি পেয়ে গেছেন ২০ ওভারের আগেই। ১৮তম ওভারের প্রথম বলে মুজিবকে চার মেরে পৌঁছে যান ৯৯ রানে। পরের বলে সিঙ্গেল নিয়ে রেকর্ড গড়েন ভারতীয় ওপেনার। ৭ সেঞ্চুরি করে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড এখন রোহিতের। ৬৩ বলে তিন অঙ্ক ছোঁয়ার পথে ১২ চার ও চারটি ছক্কা মেরেছেন ভারতীয় অধিনায়ক। বিশ্বকাপ ইতিহাসে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন রোহিত। ওপেনিংয়ে ইশানের সঙ্গে ১১২ বলে ১৫৬ রানের জুটি গড়তে অবদান রেখেছেন ভারতীয় অধিনায়ক। ইশানকে ফিরিয়ে জুটি ভাঙেন রশিদ খান। ১৮তম ওভারের প্রথম বলে কাভারের ওপর দিয়ে তুলে মারতে গেছেন তিনি। কাভারে সহজ ক্যাচ ধরেছেন ইব্রাহিম জাদরান। ৪৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৭ রান করেছেন ইশান।
ইশান আউট হওয়ার পরও তাণ্ডব চালাতে থাকেন রোহিত। দ্বিতীয় উইকেটে জুটি বেধে কোহলি-রোহিত যোগ করেছেন ৪২ বলে ৪৯ রান। ভারতীয় অধিনায়ককে ফিরিয়ে এই জুটিটাও ভেঙেছেন রশিদ। ২৬তম ওভারের চতুর্থ বলে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন রোহিত। ৮৪ বলে ১৬ চার ও ৫ ছক্কায় করেছেন ১৩১ রান। তাতে ৫৫৬ ছক্কা মেরে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ড নিজের করে নেন ভারতীয় ওপেনার। রোহিতের বিদায়ের পর উইকেটে আসেন শ্রেয়াস আয়ার। আয়ারকে নিয়ে হেসেখেলে এগোতে থাকেন কোহলি। তৃতীয় উইকেটে রোহিত-আয়ারের অবিচ্ছেদ্য ৫৬ বলে ৬৮ রানের জুটিতে ১৫ ওভার আগেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে স্বাগতিকেরা। যেখানে আজমতউল্লাহকে স্ট্রেইট চার মেরে ম্যাচ শেষ করেন কোহলি। এবারের বিশ্বকাপে টানা দুটি ফিফটি করেছেন তিনি। ৫৬ বলে ৬ চারে ৫৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ভারতীয় এই ব্যাটার। অন্যদিকে ২৩ বলে ১ চার ও ১ ছক্কায় ২৫ রান করে অপরাজিত থাকেন আয়ার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী। ৫০ ওভারে ৮ উইকেটে ২৭২ রান করে আফগানরা। অস্ট্রেলিয়ার ইনিংস সর্বোচ্চ ৮০ রান করেন শাহিদী। ৮৮ বলের ইনিংসে মেরেছেন ৮ চার ও ১ ছক্কা। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা। ২টি উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া। ১টি করে উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর ও কুলদীপ যাদব।
চেন্নাইতে অস্ট্রেলিয়ার দেওয়া ২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধুকছিল ভারত। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও আউট হয়েছেন শূন্য রানে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ ভারতকে আফগানিস্তান দিয়েছিল ২৭৩ রানের লক্ষ্য। রোহিতও হয়েছেন ভয়ঙ্কর। অধিনায়কের রেকর্ডময় ইনিংসে আফগানদের ৮ উইকেটে হারিয়েছে ভারত।
আফগানিস্তানের দেওয়া ২৭৩ রানের লক্ষ্যে ভারতের শুরুটা হয়েছিল রয়েসয়ে। ২ ওভারে কোনো উইকেট না হারিয়ে করে ৭ রান। ছিল না কোনো বাউন্ডারি। তৃতীয় ওভার থেকে শুরু হয় ‘রোহিত সাইক্লোন’। তৃতীয় ওভারের তৃতীয় বলে ফারুকিকে স্কয়ার লেগ দিয়ে ফ্লিক করে চার মারেন ভারতীয় অধিনায়ক। পরের ওভারে ভারতীয় অধিনায়ক বাউন্ডারি মেরেছেন মুজিব-উর-রহমানকে। এরপর পঞ্চম ওভারের দ্বিতীয় বলে লং অফের ওপর দিয়ে ছক্কা মেরে বিশ্বকাপে ১০০০ রান পূর্ণ করেন রোহিত। বিশ্বকাপে হাজার রান করতে ভারতীয় অধিনায়কের লেগেছে ১৯ ইনিংস। বিশ্বকাপে দ্রুততম হাজার রান করার রেকর্ডে ডেভিড ওয়ার্নারের সঙ্গে যৌথভাবে শীর্ষে রোহিত।
বিশ্বকাপে দ্রুততম ১০০০ রানের পর রোহিত হয়েছেন আরও ভয়ঙ্কর। পঞ্চম ওভারের শেষ দুই বলে ফারুকিকে আরও দুটি চার মারেন ভারতীয় অধিনায়ক। আফগান বাঁহাতি পেসারের ওপর দিয়ে রোহিত সাইক্লোন চালান সপ্তম ওভারে। ফারুকির ওভার থেকে একাই ১৭ রান নিয়েছেন ভারতীয় ওপেনার। যেখানে প্রথম দুই বলে টানা দুটি চার মারেন ও চতুর্থ বলে মেরেছেন ছক্কা। রোহিতের এমন ইনিংস যেন অন্যপ্রান্ত থেকে উপভোগ করছিলেন ইশান কিষান। ‘রোহিত সাইক্লোনের’ মাঝে ইশান যতটুকু খেলার সুযোগ পেয়েছেন, তা কাজে লাগিয়েছেন। বাউন্ডারি যেমন পেরেছেন, তেমনি স্ট্রাইক রোটেটও করেছেন ইশান।
ঝোড়ো ব্যাটিংয়ে রোহিত সেঞ্চুরি পেয়ে গেছেন ২০ ওভারের আগেই। ১৮তম ওভারের প্রথম বলে মুজিবকে চার মেরে পৌঁছে যান ৯৯ রানে। পরের বলে সিঙ্গেল নিয়ে রেকর্ড গড়েন ভারতীয় ওপেনার। ৭ সেঞ্চুরি করে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড এখন রোহিতের। ৬৩ বলে তিন অঙ্ক ছোঁয়ার পথে ১২ চার ও চারটি ছক্কা মেরেছেন ভারতীয় অধিনায়ক। বিশ্বকাপ ইতিহাসে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন রোহিত। ওপেনিংয়ে ইশানের সঙ্গে ১১২ বলে ১৫৬ রানের জুটি গড়তে অবদান রেখেছেন ভারতীয় অধিনায়ক। ইশানকে ফিরিয়ে জুটি ভাঙেন রশিদ খান। ১৮তম ওভারের প্রথম বলে কাভারের ওপর দিয়ে তুলে মারতে গেছেন তিনি। কাভারে সহজ ক্যাচ ধরেছেন ইব্রাহিম জাদরান। ৪৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৭ রান করেছেন ইশান।
ইশান আউট হওয়ার পরও তাণ্ডব চালাতে থাকেন রোহিত। দ্বিতীয় উইকেটে জুটি বেধে কোহলি-রোহিত যোগ করেছেন ৪২ বলে ৪৯ রান। ভারতীয় অধিনায়ককে ফিরিয়ে এই জুটিটাও ভেঙেছেন রশিদ। ২৬তম ওভারের চতুর্থ বলে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন রোহিত। ৮৪ বলে ১৬ চার ও ৫ ছক্কায় করেছেন ১৩১ রান। তাতে ৫৫৬ ছক্কা মেরে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ড নিজের করে নেন ভারতীয় ওপেনার। রোহিতের বিদায়ের পর উইকেটে আসেন শ্রেয়াস আয়ার। আয়ারকে নিয়ে হেসেখেলে এগোতে থাকেন কোহলি। তৃতীয় উইকেটে রোহিত-আয়ারের অবিচ্ছেদ্য ৫৬ বলে ৬৮ রানের জুটিতে ১৫ ওভার আগেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে স্বাগতিকেরা। যেখানে আজমতউল্লাহকে স্ট্রেইট চার মেরে ম্যাচ শেষ করেন কোহলি। এবারের বিশ্বকাপে টানা দুটি ফিফটি করেছেন তিনি। ৫৬ বলে ৬ চারে ৫৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ভারতীয় এই ব্যাটার। অন্যদিকে ২৩ বলে ১ চার ও ১ ছক্কায় ২৫ রান করে অপরাজিত থাকেন আয়ার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী। ৫০ ওভারে ৮ উইকেটে ২৭২ রান করে আফগানরা। অস্ট্রেলিয়ার ইনিংস সর্বোচ্চ ৮০ রান করেন শাহিদী। ৮৮ বলের ইনিংসে মেরেছেন ৮ চার ও ১ ছক্কা। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা। ২টি উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া। ১টি করে উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর ও কুলদীপ যাদব।
বাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১১ ঘণ্টা আগেসাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে। ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
১১ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদর দপ্তরে চুরির ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইপিএলের বেশ কিছু জার্সি চুরি হয়েছে বলে জানা গেছে।
১৩ ঘণ্টা আগেকলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কেকেআর। কলকাতা তাঁর অধীনে ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। সবশেষ মৌসুমে অবশ্য ভালো যায়নি দলটির। ৮ নম্বরে থেকে মৌসুম শেষ করে তারা।
১৪ ঘণ্টা আগে