Ajker Patrika

পান্ডিয়া নেট অনুশীলনে আসার সঙ্গে সঙ্গেই চলে যান রোহিত

পান্ডিয়া নেট অনুশীলনে আসার সঙ্গে সঙ্গেই চলে যান রোহিত

রোহিত শর্মার বদলে হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই মুম্বাই ইন্ডিয়ানসের দলের মধ্যে একটা অস্বস্তি ছিল। মুম্বাইয়ের সমর্থক-দর্শকেরা তো পান্ডিয়াকে মেনে নিতেই পারেননি। ম্যাচ শুরুর আগে তাই বহুবার দুয়ো শুনতে হয়েছে ভারতীয় অলরাউন্ডারকে। 

মাঠের খেলায় সেটার প্রভাবও পড়েছে। চেন্নাই সুপার কিংসের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়নরা ইতিমধ্যে এবারের আইপিএলের শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে। এমন কঠিন সময়ের মধ্যেই আবার জানা গেছে রোহিতের সঙ্গে নাকি পান্ডিয়ার স্পষ্ট বিভেদ তৈরি হয়েছে। 

ভারতের একটি দৈনিক সংবাদমাধ্যম ‘দৈনিক জাগরণ’ এমনটি একটি প্রতিবেদন করেছে। তারা প্রতিবেদনে জানিয়েছে, রোহিত-পান্ডিয়া নাকি একসঙ্গে অনুশীলন করছেন না নেটে। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ হারার আগে রোহিত যখন নেটে অনুশীলন করছিলেন তখন পান্ডিয়াকে আশপাশে দেখা যায়নি। 

সেদিন অনুশীলন শেষে পরে সাইডলাইনে সূর্যকুমার যাদব এবং তিলক ভার্মার সঙ্গে আলোচনা করছিলেন রোহিত। তাঁদের আলোচনার সময়ই যখন পান্ডিয়া ব্যাটিং অনুশীলনের জন্য নামছিলেন তখন তাঁকে দেখে তিনজনই মাঠের অন্য পাশে চলে যান। 

এর আগে রোহিত আর কলকাতার সহকারী কোচ অভিষেক নায়ারের একটি ভিডিও ফাঁস হয়েছিল। ভিডিওতে রোহিতকে বলতে শোনা যায়, এখানকার (মুম্বাই) প্রতিটি জিনিসেই বদলে গেছে। অবশ্য এটা তাদের ব্যাপার। এটাই আমার শেষ। ১৩ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে নয়ে থাকা মুম্বাইয়ের শেষ ম্যাচ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে আগামী ১৭ মে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত