আলোচনায় রাখতেই যেন পছন্দ করেন রবীন্দ্র জাদেজা। কখনো মাঠের পারফরম্যান্সে, কখনোবা ভিন্ন কোনো ঘটনা ঘটিয়ে পাদপ্রতীপের আলোয় আসেন তিনি। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে আজ পাঁচ বছর পর ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ ফিরিয়ে এনেছেন আইপিএলে। আউটের সিদ্ধান্তে খুশি হতে পারেননি তিনি।
রাজস্থান রয়্যালসের বিপক্ষে আজ ১৪২ রান তাড়া করছিল চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের ইনিংসের ১৬ তম ওভারের পঞ্চম বলে আবেশ খানকে থার্ড ম্যানে ঠেলে দুই রান নিতে যান জাদেজা। তবে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের থেকে কোনো সাড়া পাননি। রাজস্থানের উইকেটরক্ষক সঞ্জু স্যামসন ননস্ট্রাইক প্রান্তে থ্রো করলে সেটা জাদেজার গায়ে লেগে সরে যায়। ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ডের’ আবেদন করে রাজস্থান। ইচ্ছে করে বল আটকেছেন কি না, সেটা নিয়ে তৃতীয় আম্পায়ার সবকিছু বিচার বিশ্লেষণ করে আউট ঘোষণা করেন। এমন আউটের পর খুশি হতে পারেননি জাদেজা। ৯ বলে ৫ রান করে আউট হয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার।
জাদেজা যখন আউট হন, তখন ২৫ বলে ২১ রান দরকার হয় চেন্নাইয়ের। রুতুরাজের দল আনুষ্ঠানিকতা সেরেছে তাড়াতাড়ি। ১০ বল হাতে রেখে ৫ উইকেটে জিতেছে তারা। প্লে অফের লড়াইটা আরও একবার জমিয়ে দিল চেন্নাই। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তারা এখনপয়েন্ট তালিকার তিনে। সমান ১৪ পয়েন্ট নিয়ে চারে সানরাইজার্স হায়দরাবাদ।
এখন পর্যন্ত আইপিএলে তিনবার ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের ঘটনা ঘটেছে। ২০১৩ আইপিএলে ইউসুফ পাঠান প্রথম ব্যাটার হিসেবে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট হয়েছেন। দ্বিতীয় ঘটনা ঘটেছে ২০১৯ সালে। অমিত মিশ্র এমন আউটের শিকার হয়েছেন।
আইপিএলে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ডের’ ঘটনা
দল প্রতিপক্ষ সাল
ইউসুফ পাঠান কলকাতা নাইট রাইডার্স পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া ২০১৩
অমিত মিশ্র দিল্লি ক্যাপিটালস সানরাইজার্স হায়দরাবাদ ২০১৯
রবীন্দ্র জাদেজা চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালস ২০২৪
আলোচনায় রাখতেই যেন পছন্দ করেন রবীন্দ্র জাদেজা। কখনো মাঠের পারফরম্যান্সে, কখনোবা ভিন্ন কোনো ঘটনা ঘটিয়ে পাদপ্রতীপের আলোয় আসেন তিনি। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে আজ পাঁচ বছর পর ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ ফিরিয়ে এনেছেন আইপিএলে। আউটের সিদ্ধান্তে খুশি হতে পারেননি তিনি।
রাজস্থান রয়্যালসের বিপক্ষে আজ ১৪২ রান তাড়া করছিল চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের ইনিংসের ১৬ তম ওভারের পঞ্চম বলে আবেশ খানকে থার্ড ম্যানে ঠেলে দুই রান নিতে যান জাদেজা। তবে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের থেকে কোনো সাড়া পাননি। রাজস্থানের উইকেটরক্ষক সঞ্জু স্যামসন ননস্ট্রাইক প্রান্তে থ্রো করলে সেটা জাদেজার গায়ে লেগে সরে যায়। ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ডের’ আবেদন করে রাজস্থান। ইচ্ছে করে বল আটকেছেন কি না, সেটা নিয়ে তৃতীয় আম্পায়ার সবকিছু বিচার বিশ্লেষণ করে আউট ঘোষণা করেন। এমন আউটের পর খুশি হতে পারেননি জাদেজা। ৯ বলে ৫ রান করে আউট হয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার।
জাদেজা যখন আউট হন, তখন ২৫ বলে ২১ রান দরকার হয় চেন্নাইয়ের। রুতুরাজের দল আনুষ্ঠানিকতা সেরেছে তাড়াতাড়ি। ১০ বল হাতে রেখে ৫ উইকেটে জিতেছে তারা। প্লে অফের লড়াইটা আরও একবার জমিয়ে দিল চেন্নাই। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তারা এখনপয়েন্ট তালিকার তিনে। সমান ১৪ পয়েন্ট নিয়ে চারে সানরাইজার্স হায়দরাবাদ।
এখন পর্যন্ত আইপিএলে তিনবার ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের ঘটনা ঘটেছে। ২০১৩ আইপিএলে ইউসুফ পাঠান প্রথম ব্যাটার হিসেবে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট হয়েছেন। দ্বিতীয় ঘটনা ঘটেছে ২০১৯ সালে। অমিত মিশ্র এমন আউটের শিকার হয়েছেন।
আইপিএলে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ডের’ ঘটনা
দল প্রতিপক্ষ সাল
ইউসুফ পাঠান কলকাতা নাইট রাইডার্স পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া ২০১৩
অমিত মিশ্র দিল্লি ক্যাপিটালস সানরাইজার্স হায়দরাবাদ ২০১৯
রবীন্দ্র জাদেজা চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালস ২০২৪
দারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার
২ মিনিট আগেরুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
৪৪ মিনিট আগেখেলা হবে ৯০ মিনিট। অতিরিক্ত সময়টুকু আমলে নিলে প্রায় ১০০ মিনিটই বলা যায়। তবে বাফুফে প্রস্তুতি নিচ্ছে আটঘাট বেঁধে। শুধু একটি ম্যাচকে ঘিরে দেশের ফুটবলে এমন আয়োজনের পরিকল্পনা শেষ কবে দেখা গেছে, তা বলা মুশকিল।
১ ঘণ্টা আগেজিতলেই শিরোপা জয়ের উদ্যাপন করার সুযোগ, এস্পানিওলের বিপক্ষে মাঠে নামার আগেই সমীকরণটা বুঝে নিয়েছে বার্সেলোনা। কিন্তু প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলই খেলেছে কাতালানরা। পায়নি কোনো গোলও। শিরোপার অপেক্ষা কি তাহলে বাড়ছে? সমর্থকদের মনে যখন মলিন ছায়া—তখনই ইয়ামালের চোখ ধাঁধানো গোল।
১ ঘণ্টা আগে