Ajker Patrika

সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জুলাই ২০২৩, ১১: ০১
সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

মিরপুরে সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথম ওয়ানডে জিতে সিরিজে ভালো শুরু করেছিলেন বাংলাদেশের মেয়েরা। তবে দ্বিতীয় ওয়ানডেতে সেটি আর ধরে রাখতে পারেননি তাঁরা। ওই ম্যাচে ভারতের মেয়েদের বিপক্ষে একরকম অসহায় আত্মসমর্পণ করেছিল জ্যোতির দল। এতে সিরিজে সমতায় ফেরে ভারত। 

তাই শেষ ওয়ানডে হয়ে গেছে সিরিজ নির্ধারণী। আজ যে দল জিতবে, তাদেরই সিরিজ হবে। একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে ভারত। একাদশে ফিরেছেন শেফালি ভার্মা, বাদ পড়েছেন প্রিয়া পুনিয়া। একাদশে দুটি পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশও। মুরশিদা খাতুন ও শারমিন আক্তার বাদ পড়েছেন। একাদশে সুযোগ পেয়েছেন শামীমা সুলতানা ও সোবহানা মোস্তারি। 

বাংলাদেশের একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক পিংকি, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, রিতু মণি, লতা মণ্ডল, নাহিদা আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন ও মারুফা আক্তার। 

ভারতের একাদশ: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, জেমিমাহ রদ্রিগেজ, ইয়াসতিকা ভাটিয়া, দেবিকা বৈদ্য, দীপ্তি শর্মা, আমানজত কৌর, স্নেহ রানা, হারলিন দেওল ও মেঘনা সিং।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত