গ্রুপ পর্বে নিজেদের প্রথম তিন ম্যাচে অনায়াসে জেতে ‘সি’ গ্রুপের ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। সেন্ট লুসিয়ায় নিজেদের মুখোমুখি লড়াইয়ে আজ জয়যাত্রা থামল আফগানদের। নিকোলাস পুরানের ব্যাটিং তাণ্ডবের ম্যাচে আফগানিস্তানকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে উইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে। দ্বিতীয় রাউন্ডের আগে ড্যারেন সামি আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল তারা। টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক রশিদ খান। পুরানের ঝোড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটে ২১৮ রান তোলে উইন্ডিজরা। লক্ষ্য তাড়ায় নেমে ওবেদ ম্যাককয়-আকিল হোসেনদের অসাধারণ বোলিংয়ে ১১৪ রানে থেমে যায় আফগানদের ইনিংস।
৬টি চার ও ৮টি ছক্কায় ৫৩ বলে ৯৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন পুরান। শুরু থেকেই আফগান বোলারদের ওপর সপাটে ব্যাট চালান ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। বেশিক্ষণ থিতু হতে পারেনি ওপেনিং জুটি। আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে দ্বিতীয় ওভারেই বোল্ড হয়েছেন ব্রেন্ডন কিং (৭)। জনসন চার্লসের সঙ্গে ভাঙে তাঁর ২২ রানের জুটি।
দ্বিতীয় ওভারে উইকেটে আসেন পুরান। চতুর্থ ওভারে ঝড় বইয়ে দেন আজমতউল্লাহর ওপর দিয়ে। ৩ ছক্কার সঙ্গে মারেন ২টি চার। ওই ওভারে একটি নো বল, লেগ বাই থেকে আরও একটি চার এবং ওয়াইডের সঙ্গে আরেকটি চার দেন এই আফগান পেসার। অতিরিক্ত ১০ রানসহ সেই ওভারে ৩৬ রান দেন আজমতউল্লাহ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে যৌথভাবে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড গড়লেন আজমতউল্লাহ। এর আগে স্টুয়ার্ট ব্রড, আকিলা ধনাঞ্জয়া, করিম জানাত, মঙ্গোলিয়ার কামরান খানের পর ওভারে আজমত দিলেন ৩৬ রান। তারপর আর ওভার করতেই এলেন না তিনি।
পুরানের ঝড়ে পাওয়ার প্লেতে ৯২ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে প্রথম ছয় ওভারে এটিই সর্বোচ্চ রান তোলা। ২০১৪ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে পাওয়ার প্লেতে ৯১ রান করেছিল নেদারল্যান্ডস। মজার ব্যাপার হলো, ইনিংসের শেষ ওভারে পুরানকে (৯৮) রানআউটে ফেরান আজমতউল্লাহ। ফিরেছেন সেঞ্চুরির আক্ষেপ নিয়ে।
এই ইনিংসে ৮টি ছক্কা মেরে ক্রিস গেইলকে ছাড়িয়ে যান পুরান। ওয়েন্ট ইন্ডিজের হয়ে এই সংস্করণে ৮৪ ইনিংসে পুরানের ছক্কা এখন ১২৮টি। ৭৫ ইনিংসে ১২৪টি ছক্কা মেরেছিলেন গেইল।
চার্লসের ব্যাট থেকে আসে ২৭ বলে ৪৩, শাই হোপ ২৫, রভম্যান পাওয়েল ২৫ বলে করেছেন ২৬ রান। ওয়েস্ট ইন্ডিজ জমা পেয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে পঞ্ম সর্বোচ্চ ২১৮ রানের স্কোর। আফগান বোলারদের মধ্যে ২ ওভারে ১৪ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন গুলবাদিন নাইব। একটি করে উইকেট নিয়েছেন আজমতউল্লাহ ও নাভিন উল হক।
২১৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে ২২ বল আগে ১১৪ রানে থেমে যায় আফগানিস্তানের ইনিংস। সর্বোচ্চ ২৮ বলে ৩৮ রান করেছেন ওপেনার ইব্রাহিম জাদরান। আজমতউল্লাহ ২৩ ও রশিদ খানের ব্যাট থেকে আসে ১৮ রান। ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন নিয়েছেন ম্যাককয়। দুই বাঁহাতি স্পিনার আকিল ও গুডাকেশ মোটি নিয়েছেন ২টি করে উইকেট।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম তিন ম্যাচে অনায়াসে জেতে ‘সি’ গ্রুপের ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। সেন্ট লুসিয়ায় নিজেদের মুখোমুখি লড়াইয়ে আজ জয়যাত্রা থামল আফগানদের। নিকোলাস পুরানের ব্যাটিং তাণ্ডবের ম্যাচে আফগানিস্তানকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে উইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে। দ্বিতীয় রাউন্ডের আগে ড্যারেন সামি আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল তারা। টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক রশিদ খান। পুরানের ঝোড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটে ২১৮ রান তোলে উইন্ডিজরা। লক্ষ্য তাড়ায় নেমে ওবেদ ম্যাককয়-আকিল হোসেনদের অসাধারণ বোলিংয়ে ১১৪ রানে থেমে যায় আফগানদের ইনিংস।
৬টি চার ও ৮টি ছক্কায় ৫৩ বলে ৯৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন পুরান। শুরু থেকেই আফগান বোলারদের ওপর সপাটে ব্যাট চালান ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। বেশিক্ষণ থিতু হতে পারেনি ওপেনিং জুটি। আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে দ্বিতীয় ওভারেই বোল্ড হয়েছেন ব্রেন্ডন কিং (৭)। জনসন চার্লসের সঙ্গে ভাঙে তাঁর ২২ রানের জুটি।
দ্বিতীয় ওভারে উইকেটে আসেন পুরান। চতুর্থ ওভারে ঝড় বইয়ে দেন আজমতউল্লাহর ওপর দিয়ে। ৩ ছক্কার সঙ্গে মারেন ২টি চার। ওই ওভারে একটি নো বল, লেগ বাই থেকে আরও একটি চার এবং ওয়াইডের সঙ্গে আরেকটি চার দেন এই আফগান পেসার। অতিরিক্ত ১০ রানসহ সেই ওভারে ৩৬ রান দেন আজমতউল্লাহ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে যৌথভাবে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড গড়লেন আজমতউল্লাহ। এর আগে স্টুয়ার্ট ব্রড, আকিলা ধনাঞ্জয়া, করিম জানাত, মঙ্গোলিয়ার কামরান খানের পর ওভারে আজমত দিলেন ৩৬ রান। তারপর আর ওভার করতেই এলেন না তিনি।
পুরানের ঝড়ে পাওয়ার প্লেতে ৯২ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে প্রথম ছয় ওভারে এটিই সর্বোচ্চ রান তোলা। ২০১৪ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে পাওয়ার প্লেতে ৯১ রান করেছিল নেদারল্যান্ডস। মজার ব্যাপার হলো, ইনিংসের শেষ ওভারে পুরানকে (৯৮) রানআউটে ফেরান আজমতউল্লাহ। ফিরেছেন সেঞ্চুরির আক্ষেপ নিয়ে।
এই ইনিংসে ৮টি ছক্কা মেরে ক্রিস গেইলকে ছাড়িয়ে যান পুরান। ওয়েন্ট ইন্ডিজের হয়ে এই সংস্করণে ৮৪ ইনিংসে পুরানের ছক্কা এখন ১২৮টি। ৭৫ ইনিংসে ১২৪টি ছক্কা মেরেছিলেন গেইল।
চার্লসের ব্যাট থেকে আসে ২৭ বলে ৪৩, শাই হোপ ২৫, রভম্যান পাওয়েল ২৫ বলে করেছেন ২৬ রান। ওয়েস্ট ইন্ডিজ জমা পেয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে পঞ্ম সর্বোচ্চ ২১৮ রানের স্কোর। আফগান বোলারদের মধ্যে ২ ওভারে ১৪ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন গুলবাদিন নাইব। একটি করে উইকেট নিয়েছেন আজমতউল্লাহ ও নাভিন উল হক।
২১৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে ২২ বল আগে ১১৪ রানে থেমে যায় আফগানিস্তানের ইনিংস। সর্বোচ্চ ২৮ বলে ৩৮ রান করেছেন ওপেনার ইব্রাহিম জাদরান। আজমতউল্লাহ ২৩ ও রশিদ খানের ব্যাট থেকে আসে ১৮ রান। ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন নিয়েছেন ম্যাককয়। দুই বাঁহাতি স্পিনার আকিল ও গুডাকেশ মোটি নিয়েছেন ২টি করে উইকেট।
ছেলেদের ফুটবলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। পরের ২৪ বছরে বলার মতো সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয়। ছেলেদের ফুটবলে ব্রাজিল যেখানে ধুঁকছে, সেখানে তাদের নারী ফুটবলাররা খেলছেন দাপট দেখিয়ে। উরুগুয়েকে বিধ্বস্ত করে ফের নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল
৩৪ মিনিট আগেবাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জাতীয় দলে গত ডিসেম্বরে যুক্ত হওয়ার পর গত আট মাসে মুদ্রার দুটি পিঠই দেখে ফেলেছেন। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় সালাহ উদ্দীন সমালোচিত হয়েছেন। অথচ ঘরোয়া ক্রিকেটের সাফল্যে তিনি এত দিন শুধু প্রশংসা পেয়ে অভ্যস্ত ছিলেন। এসব নিয়েই গতকাল মাস্কো...
১ ঘণ্টা আগেবাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১৩ ঘণ্টা আগেসাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে। ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
১৩ ঘণ্টা আগে