Ajker Patrika

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে রোহিত খুব খুশি 

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১৩: ০৮
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে রোহিত খুব খুশি 

ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ মানেই ভারতের জয়। গত ২১ বছরে তা এখন নিয়মিত চিত্র। রোহিত শর্মার নেতৃত্বে এবার টেস্ট সিরিজ জিতল ভারত। এই টেস্ট সিরিজ জয়ে খুব খুশি ভারতীয় অধিনায়ক। 

ডমিনিকায় প্রথম টেস্টে ইনিংস ও ১৪১ রানে জিতেছিল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে তিনদিনেই গুড়িয়ে দিয়েছিল রোহিতের ভারত। ত্রিনিদাদে দ্বিতীয় টেস্টেও জয়ের সুযোগ ছিল ভারতের। গতকাল শেষ দিনে উইন্ডিজের জয়ের জন্য দরকার ছিল ২৮৯ রান, ৮ উইকেট। তবে বৃষ্টির বাগড়ায় শেষ দিনে এক বলও মাঠে গড়ায়নি। দ্বিতীয় টেস্ট ড্র হলেও ১-০তে টেস্ট সিরিজ জিতেছে ভারত। এ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাঠে টানা পঞ্চম টেস্ট সিরিজ জিতল ভারতীয়রা। সিরিজ জয়ের পর ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেন, ‘প্রত্যেক জয়ই আলাদা। ওয়েস্ট ইন্ডিজে বা ভারতে, প্রত্যেক দেশেই খেলার আলাদা চ্যালেঞ্জ রয়েছে। যা হয়েছে, তাতে আমি খুব খুশি।’ 

ত্রিনিদাদ টেস্ট ছিল বিরাট কোহলির আন্তর্জাতিক ক্রিকেটের ৫০০ তম ম্যাচ। এই ম্যাচের প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি (২০৬ বলে ১২১ রান) করেছেন কোহলি। ইশান কিশান দুর্দান্ত খেলেছেন এই টেস্ট। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ৩৪ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংসে অপরাজিত ছিলেন। ৪টি চার ও ২ ছক্কা মেরেছেন এই বাঁহাতি ব্যাটার। প্রথম ইনিংসে ৭ নম্বরে ব্যাটিং করা ইশান দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেছেন ৪ নম্বরে। ভারত দ্বিতীয় ইনিংসে ২৪ ওভারে ২ উইকেটে ১৮১ রান করেছে। অধিনায়ক রোহিতও ৪৪ বলে ৫৭ রান করেছেন। 

শেষ দিনে খেলা না হওয়ার আক্ষেপ রোহিত প্রকাশ করেছেন ঠিকই। তবু দলের পারফরম্যান্সে মুগ্ধ রোহিত। সতীর্থদের পারফরম্যান্সের প্রশংসা করে ভারতীয় অধিনায়ক বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা আজ (গতকাল) একটুও খেলতে পারিনি। ফল পেতে গতকাল (গত পরশু) ইতিবাচক মনোভাব নিয়ে খেলেছি। আমরা বেশ আশাবাদী ছিলাম। জানতাম যে শেষ ইনিংসে ব্যাটিং করা কত কঠিন। আমরা তেমন স্কোরই করতে চেয়েছি, যা সাধারণত কোনো দল করে। আমরা সত্যিকার অর্থে দারুণ টেস্ট খেলেছি। আশা করি, এভাবে ধারাবাহিকভাবে খেলতে পারব। খেলোয়াড়দের থেকে এমন পারফরম্যান্স আসলেই অনেক বড় পাওয়া। ইশানকে ওপরে ব্যাটিং করিয়েছি এবং সে দ্রুত কিছু রান করেছে। কোহলি দুর্দান্ত ব্যাটিং করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত