Ajker Patrika

রোমাঞ্চিত শরিফুলের অনুপ্রেরণা তাসকিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১৬: ৪০
রোমাঞ্চিত শরিফুলের অনুপ্রেরণা তাসকিন

বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশ ক্রিকেট দলের পরিচিত নাম ছিল সাকিব আল হাসান। কিন্তু সময়ের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের খেলোয়াড়দের সুযোগ পাওয়ার ক্ষেত্রেও যেন একটা বড় পরিবর্তন স্পষ্ট। 

সাকিবের পাশাপাশি মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, লিটন দাস, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, মোহাম্মদ মিঠুনদের মতো একঝাঁক ক্রিকেটার বিভিন্ন লিগে দল পেয়েছেন এবং খেলছেনও। 

এইতো আজ লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে একটি ফ্লাইটে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হয়েছেন শরিফুল। তবে প্রথমবার কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়ে রোমাঞ্চিত বাংলাদেশের ২২ বছর বয়সী পেসার। এলপিএলের চতুর্থ টুর্নামেন্টে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন শরিফুল। 

বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের উচ্ছ্বাস লুকোনোর চেষ্টা করলেও সেটি আটকে রাখতে পারলেন না শরিফুল, ‘সবার জন্যই প্রথমবার যেকোনো লিগ রোমাঞ্চকর হয়। আমিও ওরকম আর কী, একটু হলেও রোমাঞ্চিত আছি। প্রথমে ওরাই (কলম্বো স্ট্রাইকার্স) আমাকে বার্তা পাঠিয়েছিল। ওখান থেকেই (ডাক পাওয়ার খবর) জেনেছি।’ 

তবে ডাক পেয়ে একটুও অবাক হননি শরিফুল। তাঁর বিশ্বাস ছিল কখনো সুযোগ পাবেন, ‘অবাক হইনি… আশা ছিল, এক দিন না এক দিন খেলব।’ 

শরিফুলের মতোই বাংলাদেশের আরেক পেসার তাসকিন আহমেদের সামনেও ছিল এলপিএল খেলার সুযোগ। তবে তিন সংস্করণে বাংলাদেশের হয়ে খেলা এবং সামনে বড় টুর্নামেন্ট থাকায় ওয়ার্ক লোড বিবেচনা করে তাসকিনকে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। 

এলপিএলে না খেললেও জিম আফ্রো টি-১০ লিগে অসাধারণ পারফরম্যান্স করেছেন তাসকিন। ৭.৮৫ রান ইকোনমি রেটে সাত ম্যাচে শিকার করেছেন ১১ উইকেট। শরিফুল জানিয়েছেন, তাসকিনের উজ্জ্বল পারফরম্যান্স অনুপ্রাণিত করবে তাঁকে। তিনি বললেন, ‘অবশ্যই! যখন নিজের দেশের ক্রিকেটার বাইরের লিগে গিয়ে ভালো খেলে, সবার কাছেই ভালো লাগে। আমার কাছে যেমন, আপনাদের কাছেও ভালো লাগারই কথা।’ 

এলপিএল শেষ করে বাংলাদেশের হয়ে এশিয়া কাপের চ্যালেঞ্জ শরিফুলদের। শ্রীলঙ্কা ও পাকিস্তানে মিলে হবে এবারের টুর্নামেন্ট। কিন্তু বাংলাদেশের প্রথম ম্যাচই হবে শ্রীলঙ্কার পাল্লেকেলে। তাই এলপিএলের অভিজ্ঞতা এশিয়া কাপেও কাজে লাগতে পারে মনে করেন শরিফুল, ‘অবশ্যই সাহায্য করবে। কারণ উইকেট ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিলে হয়তো (এশিয়া কাপের জন্য) ভালো একটা ধারণা পাওয়া যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত