সদ্যসমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্বপ্নের মতো কাটিয়েছেন নাজমুল হোসেন শান্ত। টুর্নামেন্টজুড়ে তাঁর ব্যাটে ছিল রানের ফোয়ারা। যে ধারাবাহিকতায় গতকাল মিরপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফাইনালে ফিফটি করেছেন তিনি। এই ম্যাচে শান্তর আউট হওয়াকেই সিলেটের পরাজয়ের কারণ মনে করছেন মাশরাফি বিন মর্তুজা।
গতকাল কুমিল্লার থেকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় সিলেট। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন শান্ত। ৪৫ বলে ৯ চার ও ১ ছক্কায় ৬৪ রান করেছেন সিলেটের এই বাঁহাতি ওপেনার। তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ৫৬ বলে ৭৯ রানের জুটি গড়েন শান্ত। ১৩ তম ওভারের দ্বিতীয় বলে মইন আলির বলে বোল্ড হয়ে যান শান্ত। সিলেটের স্কোর দাঁড়ায় ১২.২ ওভারে ৩ উইকেটে ১০৫ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে সিলেট করে ৭ উইকেটে ১৭৫ রান। যেখানে শেষের দিকে রায়ান বার্ল, জর্জ লিন্ডে কেউই ভালো ব্যাটিং করতে পারেননি।
শান্ত আউট হয়ে যাওয়ায় শেষের দিকে সিলেটের রানের ঘাটতি হয়েছে বলে মনে করেন মাশরাফি। সংবাদ সম্মেলনে সিলেটের অধিনায়ক বলেন, ‘মিডলে শান্তর আউট হয়ে যাওয়াটা ক্ষতি হয়েছে। আরও ১০-১৫ রান বেশি হওয়ার সুযোগ ছিল। তাদের ডেথে নারাইন-মোস্তাফিজ বোলিং করেছে। জর্জ লিন্ডে আউট হয়ে গেছে। সেট ব্যাটার খেলতে পারলে রান আরও বেশি হতো।’
৪ ওভারে কুমিল্লার প্রয়োজন ছিল ৫২ রান। ১৭তম ওভার বোলিং করতে এসে ২৩ রান দেন রুবেল হোসেন। আর শেষের দিকে ৪ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয়ে শিরোপা জেতে কুমিল্লা। তার পরও রুবেলকে সিলেটের সেরা বোলার মনে করেন মাশরাফি। সিলেটের অধিনায়কের ভাষ্য, ‘সত্যি বলতে রুবেলই আমাদের ম্যাচে ফিরিয়েছিল। হ্যাঁ, ১৩ রান করে দরকার ছিল। সে সময় পরিকল্পনা বাস্তবায়ন করাটা গুরুত্বপূর্ণ। তা করতে না পারলে হতেই পারে। এক ওভার এদিক-ওদিক হয়েছে।’
সদ্যসমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্বপ্নের মতো কাটিয়েছেন নাজমুল হোসেন শান্ত। টুর্নামেন্টজুড়ে তাঁর ব্যাটে ছিল রানের ফোয়ারা। যে ধারাবাহিকতায় গতকাল মিরপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফাইনালে ফিফটি করেছেন তিনি। এই ম্যাচে শান্তর আউট হওয়াকেই সিলেটের পরাজয়ের কারণ মনে করছেন মাশরাফি বিন মর্তুজা।
গতকাল কুমিল্লার থেকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় সিলেট। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন শান্ত। ৪৫ বলে ৯ চার ও ১ ছক্কায় ৬৪ রান করেছেন সিলেটের এই বাঁহাতি ওপেনার। তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ৫৬ বলে ৭৯ রানের জুটি গড়েন শান্ত। ১৩ তম ওভারের দ্বিতীয় বলে মইন আলির বলে বোল্ড হয়ে যান শান্ত। সিলেটের স্কোর দাঁড়ায় ১২.২ ওভারে ৩ উইকেটে ১০৫ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে সিলেট করে ৭ উইকেটে ১৭৫ রান। যেখানে শেষের দিকে রায়ান বার্ল, জর্জ লিন্ডে কেউই ভালো ব্যাটিং করতে পারেননি।
শান্ত আউট হয়ে যাওয়ায় শেষের দিকে সিলেটের রানের ঘাটতি হয়েছে বলে মনে করেন মাশরাফি। সংবাদ সম্মেলনে সিলেটের অধিনায়ক বলেন, ‘মিডলে শান্তর আউট হয়ে যাওয়াটা ক্ষতি হয়েছে। আরও ১০-১৫ রান বেশি হওয়ার সুযোগ ছিল। তাদের ডেথে নারাইন-মোস্তাফিজ বোলিং করেছে। জর্জ লিন্ডে আউট হয়ে গেছে। সেট ব্যাটার খেলতে পারলে রান আরও বেশি হতো।’
৪ ওভারে কুমিল্লার প্রয়োজন ছিল ৫২ রান। ১৭তম ওভার বোলিং করতে এসে ২৩ রান দেন রুবেল হোসেন। আর শেষের দিকে ৪ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয়ে শিরোপা জেতে কুমিল্লা। তার পরও রুবেলকে সিলেটের সেরা বোলার মনে করেন মাশরাফি। সিলেটের অধিনায়কের ভাষ্য, ‘সত্যি বলতে রুবেলই আমাদের ম্যাচে ফিরিয়েছিল। হ্যাঁ, ১৩ রান করে দরকার ছিল। সে সময় পরিকল্পনা বাস্তবায়ন করাটা গুরুত্বপূর্ণ। তা করতে না পারলে হতেই পারে। এক ওভার এদিক-ওদিক হয়েছে।’
বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাত্র ওড়া শুরু করেছিল। কিন্তু ওড়ার অল্প সময় পরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমান দুর্ঘটনার পর ঘটনাস্থলে মানুষের ভিড় দেখা যাচ্ছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনা নিয়ে পোস্ট করছেন।
১১ মিনিট আগেমিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জয়ের পর বাংলাদেশ দল এখন ফুরফুরে মেজাজে। লিটন দাস, পারভেজ হোসেন ইমনরা সিরিজ জয় থেকে কেবল এক ম্যাচ দূরে। ঠিক তার বিপরীত অবস্থা এখন পাকিস্তান দলের। বাংলাদেশের কাছে হারের পর কঠোর সমালোচনা করেছেন সাবেক পাকিস্তানিরা।
১ ঘণ্টা আগেভুটানের জাতীয় নারী লিগে দল পেয়েছেন তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলতে আজ সকালে ঢাকা থেকে ভুটানের উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা। এবারই প্রথম বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা হতে যাচ্ছে তাঁদের।
২ ঘণ্টা আগেতিন বছর আগে এমন এক জুলাইয়ে আলোচিত হয়েছিল শেখ মোরসালিনের নাম। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের বিপক্ষে দূরপাল্লার শটে দৃষ্টিনন্দন এক গোলে নজর কাড়েন সবার। তখনো বসুন্ধরার খেলোয়াড় তিনি; তবে ধারে খেলছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে।
৩ ঘণ্টা আগে