Ajker Patrika

আমি আগামীকাল পাকিস্তানে যাচ্ছি, বললেন গেইল

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৬: ০৩
আমি আগামীকাল পাকিস্তানে যাচ্ছি, বললেন গেইল

১৮ বছর পর প্রথমবার পাকিস্তানে খেলতে গিয়েও ফিরে এসেছে নিউজিল্যান্ড। শুক্রবার রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডে সিরিজ শুরুর আগে নিরাপত্তা হুমকি মনে করে হঠাৎ করেই সফর বাতিল করে কিউইরা। সফর বাতিলের ঘটনা ‘ভালোভাবে’ নেননি ক্রিস গেইল।

কিউইদের খোঁচা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন গেইল। বিশ্বজুড়ে টি-টোয়েন্টির ফেরিওয়ালা খ্যাত ক্যারিবিয়ান তারকা সেখানে লিখেছেন, ‘আমি কালই পাকিস্তানে যাচ্ছি। আমার সঙ্গে কে যাবে?’ গেইল পোস্ট করার পর টুইটটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

টুইটটি এই মুহূর্তে পাকিস্তানের টুইটার ট্রেন্ডিংয়ে শীর্ষে আছে। বিভিন্ন ধরনের মন্তব্য আসছে গেইলের এই এক টুইটে। অনেকেই বলছেন, ছোট্ট এই টুইটে নিউজিল্যান্ডকে ‘উচিত শিক্ষা’ দিয়েছেন বয়স্ক ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা এই বাঁহাতি ওপেনার। 

গেইলের টুইটে মন্তব্য করেছেন পাকিস্তানের খেলোয়াড়েরা। অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ লিখেছেন, ‘তোমাকে স্বাগত গেইল। তুমি সত্যিকারের চ্যাম্পিয়ন। পাকিস্তানের পক্ষ থেকে তোমার প্রতি ভালোবাসা।’ সদ্য সাবেক দুই পাকিস্তান কোচ মিসবাহ-উল-হক ও ওয়াকার ইউনুসের প্রতি ক্ষোভ দেখিয়ে জাতীয় দল থেকে অবসর নেন মোহাম্মদ আমির। এই বাঁহাতি পেসার গেইলের টুইটে লিখেছেন, ‘দেখা হবে কিংবদন্তি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত