Ajker Patrika

জন্মদিনে আইপিএলের ম্যাচ রোহিতের জন্য ‘কুফা’

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ২১: ১০
জন্মদিনে আইপিএলের ম্যাচ রোহিতের জন্য ‘কুফা’

আজ ৩৭ তম বসন্তে পা দিয়েছেন রোহিত শর্মা। জন্মদিন উপলক্ষে তাই সামাজিক মাধ্যমে সতীর্থ এবং ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন ভারতীয় অধিনায়ক। তাঁর নেতৃত্বেই আজ আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

নিজের জীবনের শ্রেষ্ঠতম দিনে তাই ব্যাটিংয়ে ভালো কিছু করার লক্ষ্য নিশ্চয়ই ছিল রোহিতের। এ ছাড়া পয়দা দিবসে ভালো করার একটা চাপও ছিল তাঁর। কিন্তু বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে ‘হিটম্যান’ উপাধি পাওয়া ব্যাটার চাপকে জয় করতে পারেননি। উল্টো অতীতের দুঃসহ স্মৃতিতেই ডুবেছিলেন তিনি। 

নিজের জন্মদিনে তাই ভাগ্যের পরিবর্তন করতে পারেননি রোহিত। আইপিএলে নিজের স্মরণীয়তম দিনে সর্বশেষ চার ম্যাচ খেলতে নেমে কোনোবারও ভালো ব্যাটিং করতে পারেননি তিনি। এমন দিনে এতটাই বাজে ব্যাটিং করেছেন যে আজকের আগে তিনবার ব্যাটিং করে কখনো দুই অঙ্কের রান করতে পারেননি। গত জন্মদিনে খেলতে নেমে সর্বোচ্চ ৩ রান করেছিলেন। ২০১৪ এবং ২০২২ আইপিএলে করেছিলেন ১ ও ২ রান। প্রতিবার নিজের পঞ্চম বলেই আউট হয়েছেন ভারতীয় অধিনায়ক।

আজও গুজরাট টাইটানসের বিপক্ষে খেলতে নেমে ৫ বল খেলেছেন রোহিত। এবার আউট হওয়ার আগে ৪ রান করেছেন। অর্থাৎ, আইপিএলে জন্মদিনের দিন ব্যাটিং করতে নেমে তাঁর চার ইনিংসের পরিসংখ্যান দাঁড়িয়েছে—১,২, ৩ ও ৪ রান। ম্যাচ শুরুর আগে আগামী ১ জুন ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার যে সুসংবাদ পেয়েছিলেন তা কয়েক ঘণ্টার ব্যবধানেই মলিন হয়ে যায়। আজকের এমন ইনিংসের পর ভবিষ্যতে নিশ্চিতভাবেই রোহিত চাইবেন জন্মদিনে যেন আইপিএলের ম্যাচ খেলতে না হয় তাঁকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত