Ajker Patrika

কীসে সবচেয়ে বেশি ভয় পান, জানালেন কোহলি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১৪: ৫০
Thumbnail image

ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি, যাঁর ব্যাটের সামনে কোণঠাসা প্রতিপক্ষের বোলাররা। বোলারদের মনে ভীতি সঞ্চারে যিনি সিদ্ধহস্ত, সেই তিনি কীসে ভয় পান, তা জানিয়েছেন ‘রান মেশিন’ খ্যাত ব্যাটার। 

আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পোস্ট করা এক ভিডিওতে কোহলি জানিয়েছে, তাঁর সবচেয়ে বড় ভয় টারবুল্যান্সে। তিনি বলেছেন, ‘টারবুল্যান্সকে আমি খুবই ভয় পাই। ওহ মাই গড, আমি খুব বিমূঢ় এবং বোকা বনে যাই যখনই কোনো খারাপ টারবুল্যান্সের মুখোমুখি হই। সম্ভবত আমিই সিটের পাশ শক্ত করে ধরা প্রথম ব্যক্তি হব। এ সময় আমার মনে হয় আমি শেষ।’

বিরাটের এই টারবুল্যান্স ভীতি হচ্ছে এয়ারের। বায়ুপ্রবাহের চাপ এবং বিমানের গতিবেগের আকস্মিক পরিবর্তন হলে বিমানে একটা ধাক্কা লাগে, যাকে এয়ার টারবুল্যান্স বলা হয়। এই এয়ার টারবুল্যান্সকেই ভীষণ ভয় পান কোহলি। আইপিএলের ম্যাচ ভারতের বিভিন্ন শহরে হওয়ায় কোহলির ভয়টা যেন আরও বেড়েছে। 

এয়ার টারবুল্যান্সকে ভয় পাইলেও আইপিএলে দুর্দান্ত ছন্দে আছেন কোহলি। ৫ ম্যাচে ৩১৬ রান করে টুর্নামেন্টের শীর্ষ রান সংগ্রাহক তিনি। ২ ফিফটির বিপরীতে এক সেঞ্চুরিও হাঁকিয়েছেন ৩৫ বছর বয়সী ব্যাটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত