ক্রীড়া ডেস্ক
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে নেই অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান, উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস ও তরুণ পেসার তানজিম হাসান সাকিব।
দলে একমাত্র চমক হিসেবে আছেন নাহিদ রানা। প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন এই তরুণ পেসার। আবারও দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার জাকির হাসান। গত বছর সেপ্টেম্বরে নিজের একমাত্র ওয়ানডে খেলেছেন তিনি।
বাংলাদেশ-আফগানিস্তানের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতের শারজায়। আগামীকাল ও পরশু দুই ভাগে আমিরাতের উদ্দেশ্যে উড়ান ধরবেন নাজমুল হোসেন শান্তরা।
৭ মাসেরও বেশি সময় পর ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। সবশেষ নিজেদের মাঠে এই বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ৫০ ওভারের ম্যাচ খেলেছে তারা। সাকিব সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছর ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে। জ্বরের কারণে ফিট না থাকায় রাখা হয়নি লিটন দাসকেও। বিসিবি জানিয়েছে, এখনো জ্বরে ভুগছেন তিনি।
জাতীয় ক্রিকেট লিগে কাঁধে চোট ছিটকে গেছেন তানজিম সাকিব। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি। সবচেয়ে সিনিয়রদের মধ্যে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।
আফগানিস্তান সিরিজের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে নেই অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান, উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস ও তরুণ পেসার তানজিম হাসান সাকিব।
দলে একমাত্র চমক হিসেবে আছেন নাহিদ রানা। প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন এই তরুণ পেসার। আবারও দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার জাকির হাসান। গত বছর সেপ্টেম্বরে নিজের একমাত্র ওয়ানডে খেলেছেন তিনি।
বাংলাদেশ-আফগানিস্তানের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতের শারজায়। আগামীকাল ও পরশু দুই ভাগে আমিরাতের উদ্দেশ্যে উড়ান ধরবেন নাজমুল হোসেন শান্তরা।
৭ মাসেরও বেশি সময় পর ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। সবশেষ নিজেদের মাঠে এই বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ৫০ ওভারের ম্যাচ খেলেছে তারা। সাকিব সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছর ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে। জ্বরের কারণে ফিট না থাকায় রাখা হয়নি লিটন দাসকেও। বিসিবি জানিয়েছে, এখনো জ্বরে ভুগছেন তিনি।
জাতীয় ক্রিকেট লিগে কাঁধে চোট ছিটকে গেছেন তানজিম সাকিব। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি। সবচেয়ে সিনিয়রদের মধ্যে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।
আফগানিস্তান সিরিজের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
ওল্ড ট্রাফোর্ডের রেকর্ডটা ভারতের জন্য মোটেও সুখকর নয়। এখানে ৯টি টেস্ট খেলেছে ভারত। জিততে পারেনি একটিতেও। ৪ টিতে হার। ৫টি টেস্ট হয়েছে ড্র। ৩ ম্যাচ শেষে পাঁচ টেস্টের সিরিজে ভারত যখন ১-২ ব্যবধানে পিছিয়ে, তখন চতুর্থ টেস্টটি তারা খেলতে যাচ্ছে ম্যানচেস্টারের এই ভেন্যুতেই।
৭ মিনিট আগেজ্যামাইকার পতাকায় মোড়ানো স্মারক ব্যাট-বল রাখা আন্দ্রে রাসেলের সামনে। ডাগআউট থেকে সিঁড়ি বেয়ে নেমে এসে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। এই তারকা অলরাউন্ডারের দুই পাশে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। উপলক্ষটা যে রাসেলের বিদায়, সেটা আর না বললেও চলছে।
৩৯ মিনিট আগেডিপ মিড উইকেটে শামীম হোসেন পাটোয়ারী ক্যাচটা ধরতেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শোনা যায় গর্জন। মিরপুরে দর্শকদের এই উচ্ছ্বাস যে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের উচ্ছ্বাস। সেই সিরিজ জয়টাও এল এক ম্যাচ হাতে রেখেই। তবে জাকের আলী অনিক এখানেই থামতে চান না।
১ ঘণ্টা আগেটি-টোয়েন্টি তো দূরে থাক। আন্তর্জাতিক ক্রিকেটেই এ বছরে বাংলাদেশের শুরুটা হয়েছিল বেশ বাজে। জিততেই যেন ভুলে গিয়েছিল দলটি। মাত্র এক মাসের মধ্যেই বদলে গেল দলটি। যে টি-টোয়েন্টিতেই বাংলাদেশ অনেক পিছিয়ে, সেই সংস্করণে এখন নিয়মিত ম্যাচ জিতছে তারা।
২ ঘণ্টা আগে