ক্রীড়া ডেস্ক
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে নেই অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান, উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস ও তরুণ পেসার তানজিম হাসান সাকিব।
দলে একমাত্র চমক হিসেবে আছেন নাহিদ রানা। প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন এই তরুণ পেসার। আবারও দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার জাকির হাসান। গত বছর সেপ্টেম্বরে নিজের একমাত্র ওয়ানডে খেলেছেন তিনি।
বাংলাদেশ-আফগানিস্তানের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতের শারজায়। আগামীকাল ও পরশু দুই ভাগে আমিরাতের উদ্দেশ্যে উড়ান ধরবেন নাজমুল হোসেন শান্তরা।
৭ মাসেরও বেশি সময় পর ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। সবশেষ নিজেদের মাঠে এই বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ৫০ ওভারের ম্যাচ খেলেছে তারা। সাকিব সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছর ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে। জ্বরের কারণে ফিট না থাকায় রাখা হয়নি লিটন দাসকেও। বিসিবি জানিয়েছে, এখনো জ্বরে ভুগছেন তিনি।
জাতীয় ক্রিকেট লিগে কাঁধে চোট ছিটকে গেছেন তানজিম সাকিব। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি। সবচেয়ে সিনিয়রদের মধ্যে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।
আফগানিস্তান সিরিজের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে নেই অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান, উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস ও তরুণ পেসার তানজিম হাসান সাকিব।
দলে একমাত্র চমক হিসেবে আছেন নাহিদ রানা। প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন এই তরুণ পেসার। আবারও দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার জাকির হাসান। গত বছর সেপ্টেম্বরে নিজের একমাত্র ওয়ানডে খেলেছেন তিনি।
বাংলাদেশ-আফগানিস্তানের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতের শারজায়। আগামীকাল ও পরশু দুই ভাগে আমিরাতের উদ্দেশ্যে উড়ান ধরবেন নাজমুল হোসেন শান্তরা।
৭ মাসেরও বেশি সময় পর ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। সবশেষ নিজেদের মাঠে এই বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ৫০ ওভারের ম্যাচ খেলেছে তারা। সাকিব সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছর ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে। জ্বরের কারণে ফিট না থাকায় রাখা হয়নি লিটন দাসকেও। বিসিবি জানিয়েছে, এখনো জ্বরে ভুগছেন তিনি।
জাতীয় ক্রিকেট লিগে কাঁধে চোট ছিটকে গেছেন তানজিম সাকিব। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি। সবচেয়ে সিনিয়রদের মধ্যে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।
আফগানিস্তান সিরিজের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
বোলিংয়ে সৈয়দ খালেদ আহমেদ ঝরিয়েছেন আগুন। তাঁর তোপ দাগানো বোলিংয়ে সিলেটে চোখে সর্ষেফুল দেখেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। ব্যাটিংয়ে এরপর ঝোড়ো সেঞ্চুরি করেছেন নুরুল হাসান সোহান। তবে অধিনায়কের এমন বিস্ফোরক সেঞ্চুরির পরও দিনটা পুরোপুরি নিজের করতে পারল না বাংলাদেশ ‘এ’ দল।
১৬ মিনিট আগে২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ হতে বাকি ১ ম্যাচ। ১১ জুন লর্ডসে ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। ফাইনালে জয়ী দল পাবে ৪০ কোটি টাকার বেশি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ এক বিবৃতিতে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ফাইনালের অর্থ পুরস্কার ঘোষণা করেছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত সিরিজ হতে আর বেশি দিন বাকি নেই। সিরিজ শুরুর ঠিক দুই দিন আগে দল ঘোষণা করল আমিরাত। মুহাম্মদ ওয়াসিমকে অধিনায়ক করে আমিরাত আজ দল ঘোষণা করেছে। বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করার কথা আজ এক অফিশিয়াল বিজ্ঞপ্তিতে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার প্রভাব কাটিয়ে ফের সচল হতে চলেছে উপমহাদেশের ক্রিকেট। ১৭ মে থেকে আবার শুরু হচ্ছে দুই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ—আইপিএল ও পিএসএল। বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে দূর হয়েছে অনিশ্চয়তাও। পাকিস্তানে বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সময়মতোই হতে যাচ্ছে।
৩ ঘণ্টা আগে