Ajker Patrika

বাংলাদেশের বিপক্ষে হারের সঙ্গে শাস্তিও পেলেন আফগানিস্তান কোচ 

বাংলাদেশের বিপক্ষে হারের সঙ্গে শাস্তিও পেলেন আফগানিস্তান কোচ 

প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে আফগানিস্তান। সেই হারের ক্ষত তরতাজা থাকতেই শাস্তি পেতে হচ্ছে আফগানদের প্রধান কোচ জোনাথন ট্রট ও অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে। 

আইসিসির কোড অব কনডাক্ট বা আচরণবিধি ভঙ্গের অভিযোগে ম্যাচ ফির ১৫ শতাংশ কাটা যাচ্ছে দুজনের। গতকাল সিলেটে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আইসিসি কোড অব কন্টাক্টের আচরণবিধি-১ ভঙ্গ করেন ট্রট ও ওমরজাই। 

আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধতা দেখানোয় এই শাস্তি পাচ্ছেন ট্রট। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আচরণবিধির আর্টিকেল ২.৮ ভঙ্গ করেন তিনি। এই ঘটনা বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ থাকার সময়, যখন অন-ফিল্ড আম্পায়ার পিচ জরিপ করছিলেন। বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে আরেকটু বিলম্ব হবে জানালে ট্রট আম্পায়ারের সেই সিদ্ধান্তে ভিন্নমত দেখান। 

ওমরজাই ভঙ্গ করেছেন আচরণবিধির ২.৫ আর্টিকেল। আন্তর্জাতিক ম্যাচে কারও প্রতি আক্রমণাত্মক ভাষা, অঙ্গভঙ্গি ও উসকানিমূলক উদ্‌যাপন এই নিয়মভঙ্গের মধ্যে পড়ে। গতকাল সেটিই করেছেন তিনি। বাংলাদেশের ইনিংসের ১৫তম ওভারে তাওহীদ হৃদয়কে আউটের পর তাঁর সামনে অযথাযথ আচরণ করেন ওমরজাই। 

ম্যাচ ফি কাটা যাওয়ার পাশাপাশি ট্রট ও ওমরজাইয়ে পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে। তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেছেন এবং আইসিসি ম্যাচ রেফারিদের এমিরেটস এলিট প্যানেলের নেয়ামুর রশিদের প্রস্তাবিত অনুমোদন গ্রহণ করেছেন। এর ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। 

ট্রট ও ওমরজাইয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন অন-ফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং তানভীর আহমেদ, থার্ড আম্পায়ার মাসুদুর রহমান ও চতুর্থ অফিশিয়াল গাজী সোহেল। 

আইসিসির আচরণবিধির-১ ভঙ্গ করলে কমপক্ষে ম্যাচ ফির ৫০ শতাংশ ও দুটি ডিমেরিট পয়েন্টও কাটা যায়। সে ক্ষেত্রে অল্পতেই পার পেলেন ট্রট ও ওমরজাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত