ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ দলের সঙ্গে স্পিন পরামর্শক হিসেবে কাজ করেছিলেন ড্যানিয়েল ভেট্টোরি। তাই সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও শেখ মেহেদী হাসানদের ভালোভাবেই চেনেন তিনি। যাঁদের শিখিয়েছেন এবার সেই শিষ্যদের আটকাতেই পরিকল্পনা করতে হচ্ছে তাঁকে।
তবে আটকানোর আগে দুই মেহেদীকে প্রশংসায় ভাসিয়েছেন ভেট্টোরি। বিশেষ করে ‘ছোট’ শেখ মেহেদীকে। আগামীকাল বাংলাদেশের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। সেই ম্যাচকে সামনে রেখেই আজ পুনেতে অস্ট্রেলিয়া দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে সাবেক শিষ্যদের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার বোলিং কোচ।
ভেট্টোরি বলেছেন, ‘আমরা মনে করছি এই ম্যাচে দুই মেহেদীই খেলবেন। অন্যতম পছন্দের একজন খেলোয়াড় মেহেদী হাসান। তবে ‘বড়’ মেহেদী নয় ‘ছোট’ মেহেদী। এবং মনে করি সে অবিশ্বাস্য একজন বোলার। অবশ্য দুই মেহেদীই দুর্দান্ত বোলার।’
পুনেতে আগামীকাল সুযোগ পেলে দুই মেহেদীই কার্যকর হতে পারেন বলে জানিয়েছেন ভেট্টোরি। ৪৪ বছর বয়সী সাবেক বাঁহাতি স্পিনার বলেছেন, ‘তারা সুযোগ পেলে কতটা ভালো আমরা তা বুঝতে পারি এবং তারা কতটা কার্যকর হতে পারে। আর মনে করি ওয়ানডেতে টস খুব বড় ব্যাপার না। উইকেট মন্থর হতে পারে এবং আমাদের মনে হয় স্পিন এখানে আরও বেশি ভূমিকা পালন করতে যাচ্ছে।’
আর সাকিব না থাকাকে অস্ট্রেলিয়ার জন্য বড় ইতিবাচক দিক মনে করছেন ভেট্টোরি। নিউজিল্যান্ডের কিংবদন্তি বলেছেন, ‘সাকিব না থাকা অবশ্যই এ ম্যাচে বড় ফ্যাক্টর। তবে তাদের মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ আছেন। তারা খুবই অভিজ্ঞ খেলোয়াড় এবং এবারের বিশ্বকাপে অনেক রান করেছেন।’
বাংলাদেশ দলের সঙ্গে স্পিন পরামর্শক হিসেবে কাজ করেছিলেন ড্যানিয়েল ভেট্টোরি। তাই সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও শেখ মেহেদী হাসানদের ভালোভাবেই চেনেন তিনি। যাঁদের শিখিয়েছেন এবার সেই শিষ্যদের আটকাতেই পরিকল্পনা করতে হচ্ছে তাঁকে।
তবে আটকানোর আগে দুই মেহেদীকে প্রশংসায় ভাসিয়েছেন ভেট্টোরি। বিশেষ করে ‘ছোট’ শেখ মেহেদীকে। আগামীকাল বাংলাদেশের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। সেই ম্যাচকে সামনে রেখেই আজ পুনেতে অস্ট্রেলিয়া দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে সাবেক শিষ্যদের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার বোলিং কোচ।
ভেট্টোরি বলেছেন, ‘আমরা মনে করছি এই ম্যাচে দুই মেহেদীই খেলবেন। অন্যতম পছন্দের একজন খেলোয়াড় মেহেদী হাসান। তবে ‘বড়’ মেহেদী নয় ‘ছোট’ মেহেদী। এবং মনে করি সে অবিশ্বাস্য একজন বোলার। অবশ্য দুই মেহেদীই দুর্দান্ত বোলার।’
পুনেতে আগামীকাল সুযোগ পেলে দুই মেহেদীই কার্যকর হতে পারেন বলে জানিয়েছেন ভেট্টোরি। ৪৪ বছর বয়সী সাবেক বাঁহাতি স্পিনার বলেছেন, ‘তারা সুযোগ পেলে কতটা ভালো আমরা তা বুঝতে পারি এবং তারা কতটা কার্যকর হতে পারে। আর মনে করি ওয়ানডেতে টস খুব বড় ব্যাপার না। উইকেট মন্থর হতে পারে এবং আমাদের মনে হয় স্পিন এখানে আরও বেশি ভূমিকা পালন করতে যাচ্ছে।’
আর সাকিব না থাকাকে অস্ট্রেলিয়ার জন্য বড় ইতিবাচক দিক মনে করছেন ভেট্টোরি। নিউজিল্যান্ডের কিংবদন্তি বলেছেন, ‘সাকিব না থাকা অবশ্যই এ ম্যাচে বড় ফ্যাক্টর। তবে তাদের মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ আছেন। তারা খুবই অভিজ্ঞ খেলোয়াড় এবং এবারের বিশ্বকাপে অনেক রান করেছেন।’
টানা দ্বিতীয়বার সাফ জেতার পর ফিফা র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু এবার র্যাঙ্কিংয়ে অবনতি ঘটেছে তাদের। এমনটা অবশ্য অনুমিতই ছিল। কেননা সবশেষ ফিফা উইন্ডোতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি তারা। দুই ম্যাচেই হেরেছে ৩-১ গোলের ব্যবধানে।
৩৬ মিনিট আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আজ মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের ম্যাচের মধ্যমণি মুশফিকুর রহিম। সামাজিক মাধ্যমে গত রাতে আচমকা এক ঘোষণায় ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিক। আজ মোহামেডান-রূপগঞ্জ টাইগার্স ম্যাচের আগে দেওয়া হয় ‘গার্ড অব অনার’।
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তান ম্যাচের চেয়েও বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ গত কয়েক বছর দারুণ উত্তেজনা ছড়াচ্ছে। বিশেষ করে ২০১৮ নিদহাস ট্রফিতে মুশফিকুর রহিমের সেই ‘নাগিন ড্যান্স’-এর পর থেকেই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক উত্তপ্ত। এবার শত্রুতা ভুলে মুশফিককে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন শ্রীলঙ্কান এক ক্রিকেটার।
২ ঘণ্টা আগেমুশফিকুর রহিমের কাছে ক্রিকেট একটা ধ্যানের নাম। ক্রিকেট তাঁর কাছে ধর্ম পালনের মতো। ক্রিকেট তাঁর কাছে এতটাই পবিত্র, মুশফিকের স্ত্রী জান্নাতুল কিফায়েত মন্ডির সামাজিক মাধ্যমে এক পোস্টে আজ জানিয়েছেন, অজু ছাড়া ব্যাট-বল পর্যন্ত স্পর্শ করেন না ‘মি. ডিপেন্ডবল’।
৩ ঘণ্টা আগে