ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যর্থতার বৃত্তেই আটকে আছে বাংলাদেশ দল। টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজও হেরেছে তারা। তবে ওয়ানডেতে বাংলাদেশ দল বেশ ভালো ছন্দে আছে। নিজেদের পছন্দের সংস্করণ দিয়ে ঘুরে দাঁড়াতে চান বলে জানিয়েছেন অধিনায়ক তামিম ইকবালও। ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স ‘ভালো’ বলে স্বীকার করে নিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। তবে নিজেদের সেরাটা খেলেই সিরিজ নিশ্চিত করতে চায় উইন্ডিজ।
সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে ইতিবাচক পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ দল। শেষ ১৮ ম্যাচের ১২টিতেই জিতেছে বাংলাদেশ। আইসিসি সুপার লিগে ২ নম্বরে আছে তামিমের দল। ওয়ানডে সিরিজের আগে তাই এই বাংলাদেশকে নিয়ে সতর্ক পুরান। তিনি বলেছেন, ‘ওয়ানডেতে বাংলাদেশ ভালো খেলছে এবং আমরা এটিকে সম্মান করি। তবে আমরা অবশ্যই সিরিজটা জিততে চাই।’
ওয়ানডে সিরিজে পার্থক্য গড়ে দিতে পারেন বাংলাদেশ অধিনায়ক তামিম। তাঁকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে পুরান বলেন, ‘তামিমকে নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই। আমরা শৃঙ্খলিত হয়ে খেলতে চাই এবং নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে চাই। আমাদের সঠিক উপায়ে ম্যাচটা খেলতে হবে। হ্যাঁ, তামিম আমাদের বোকা বানাতে পারে এবং তাদের ভালো খেলোয়াড় আছে। নিজেদের দিনে এটা যে কারও খেলা হতে পারে। তাই আমাদের লম্বা সময় ধরে সঠিক কাজগুলো করে যেতে হবে।’
পুরান আরও যোগ করে বলেন, ‘আমাদের দলে অনেক তরুণ খেলোয়াড় এবং আমাদের অবশ্যই আরও বেশি দলীয়ভাবে খেলতে হবে। আর সবাইকে ধৈর্য রাখতে হবে।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যর্থতার বৃত্তেই আটকে আছে বাংলাদেশ দল। টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজও হেরেছে তারা। তবে ওয়ানডেতে বাংলাদেশ দল বেশ ভালো ছন্দে আছে। নিজেদের পছন্দের সংস্করণ দিয়ে ঘুরে দাঁড়াতে চান বলে জানিয়েছেন অধিনায়ক তামিম ইকবালও। ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স ‘ভালো’ বলে স্বীকার করে নিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। তবে নিজেদের সেরাটা খেলেই সিরিজ নিশ্চিত করতে চায় উইন্ডিজ।
সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে ইতিবাচক পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ দল। শেষ ১৮ ম্যাচের ১২টিতেই জিতেছে বাংলাদেশ। আইসিসি সুপার লিগে ২ নম্বরে আছে তামিমের দল। ওয়ানডে সিরিজের আগে তাই এই বাংলাদেশকে নিয়ে সতর্ক পুরান। তিনি বলেছেন, ‘ওয়ানডেতে বাংলাদেশ ভালো খেলছে এবং আমরা এটিকে সম্মান করি। তবে আমরা অবশ্যই সিরিজটা জিততে চাই।’
ওয়ানডে সিরিজে পার্থক্য গড়ে দিতে পারেন বাংলাদেশ অধিনায়ক তামিম। তাঁকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে পুরান বলেন, ‘তামিমকে নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই। আমরা শৃঙ্খলিত হয়ে খেলতে চাই এবং নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে চাই। আমাদের সঠিক উপায়ে ম্যাচটা খেলতে হবে। হ্যাঁ, তামিম আমাদের বোকা বানাতে পারে এবং তাদের ভালো খেলোয়াড় আছে। নিজেদের দিনে এটা যে কারও খেলা হতে পারে। তাই আমাদের লম্বা সময় ধরে সঠিক কাজগুলো করে যেতে হবে।’
পুরান আরও যোগ করে বলেন, ‘আমাদের দলে অনেক তরুণ খেলোয়াড় এবং আমাদের অবশ্যই আরও বেশি দলীয়ভাবে খেলতে হবে। আর সবাইকে ধৈর্য রাখতে হবে।’
মিরপুরের ঘন কালো পিচে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। পিচের সেই ঘনকালো রঙই যেন আরও একবার স্বাগতিকদের ব্যাটিংয়ে ফুটে উঠেছে। টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে একটি দুঃস্বপ্নসময় সিরিজ শেষে চারদিনের মাথায় মাঠের খেলায় ফিরেছে বাংলাদেশ। এবার তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতেছেন সফরকারী দলের অধিনায়ক শাই হোপ। বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন তিনি। ফিল্ডিং করবে তাঁর দল।
২ ঘণ্টা আগেতিন ক্রিকেটার নিহত হওয়াকে কেন্দ্র করে পাকিস্তানের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন রশিদ খান। এই হামলাকে অনৈতিক ও বর্বরোচিত বলে উল্লেখ করেছেন তারকা লেগস্পিনার। এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) বয়কটের হুমকি দিয়ে রাখলেন রশিদ।
২ ঘণ্টা আগেবিমান হামলায় তিন ক্রিকেটার নিহতের ঘটনায় আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা নতুন মোড় নিয়েছে। এরই মধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন রশিদ খান, মোহাম্মদ নবির মতো তারকা ক্রিকেটাররা।
৩ ঘণ্টা আগে