Ajker Patrika

ওয়ানডের বাংলাদেশকে নিয়ে সতর্ক ওয়েস্ট ইন্ডিজ

আপডেট : ১০ জুলাই ২০২২, ১৩: ২৯
ওয়ানডের বাংলাদেশকে নিয়ে সতর্ক ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যর্থতার বৃত্তেই আটকে আছে বাংলাদেশ দল। টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজও হেরেছে তারা। তবে ওয়ানডেতে বাংলাদেশ দল বেশ ভালো ছন্দে আছে। নিজেদের পছন্দের সংস্করণ দিয়ে ঘুরে দাঁড়াতে চান বলে জানিয়েছেন অধিনায়ক তামিম ইকবালও। ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স ‘ভালো’ বলে স্বীকার করে নিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। তবে নিজেদের সেরাটা খেলেই সিরিজ নিশ্চিত করতে চায় উইন্ডিজ। 

সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে ইতিবাচক পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ দল। শেষ ১৮ ম্যাচের ১২টিতেই জিতেছে বাংলাদেশ। আইসিসি সুপার লিগে ২ নম্বরে আছে তামিমের দল। ওয়ানডে সিরিজের আগে তাই এই বাংলাদেশকে নিয়ে সতর্ক পুরান। তিনি বলেছেন, ‘ওয়ানডেতে বাংলাদেশ ভালো খেলছে এবং আমরা এটিকে সম্মান করি। তবে আমরা অবশ্যই সিরিজটা জিততে চাই।’ 

ওয়ানডে সিরিজে পার্থক্য গড়ে দিতে পারেন বাংলাদেশ অধিনায়ক তামিম। তাঁকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে পুরান বলেন, ‘তামিমকে নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই। আমরা শৃঙ্খলিত হয়ে খেলতে চাই এবং নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে চাই। আমাদের সঠিক উপায়ে ম্যাচটা খেলতে হবে। হ্যাঁ, তামিম আমাদের বোকা বানাতে পারে এবং তাদের ভালো খেলোয়াড় আছে। নিজেদের দিনে এটা যে কারও খেলা হতে পারে। তাই আমাদের লম্বা সময় ধরে সঠিক কাজগুলো করে যেতে হবে।’ 

পুরান আরও যোগ করে বলেন, ‘আমাদের দলে অনেক তরুণ খেলোয়াড় এবং আমাদের অবশ্যই আরও বেশি দলীয়ভাবে খেলতে হবে। আর সবাইকে ধৈর্য রাখতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত