ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে সেমিফাইনালে খেলার আশা নিয়ে ভারতে যাওয়া বাংলাদেশের। কিন্তু ৭ ম্যাচ খেলে টানা ৬ হারে সেই স্বপ্ন বিসর্জন দিয়েছেন সাকিব আল হাসানরা। বাংলাদেশ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সবার আগে।
এই ভরাডুবির পেছনে অনেকে মনে করেছেন, দেশ ছাড়ার আগে তামিম ইকবাল বিতর্কও প্রভাব রেখেছে। দেশসেরা এই ওপেনারকে বিশ্বকাপ স্কোয়াডে না রাখায় অধিনায়ক সাকিবের পাশাপাশি অনেকে কোচ চন্ডিকা হাথুরুসিংহের দায় দেখছেন। এই লঙ্কান কোচের অধীনে বাংলাদেশের এমন ব্যর্থতায় অনেকে ক্ষুব্ধ ও হতাশ। বিশ্বকাপের পর কোচ হাথুরু দলের দায়িত্ব থাকবেন কি না সেটি নিয়েও চলছে আলোচনা।
বাংলাদেশ বিশ্বকাপে পরের ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে, দিল্লিতে। সেই ম্যাচের আগে আজ সেখানে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সঙ্গে বেশ দীর্ঘ সময় কথাবার্তা হয় সাংবাদিকদের। তাঁর কাছে জানতে চাওয়া হয় দলের বর্তমান অবস্থা সম্পর্কে। সাংবাদিকেরা একপর্যায়ে জানতে চান, বাংলাদেশ দলে কোচ হাথুরুর ভবিষ্যৎ সম্পর্কে। এ প্রসঙ্গে সুজন বলেছেন, ‘এসব বলাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ বিশ্বকাপ এখনো শেষ হয়নি। আমি যদি কিছু বলি, তবে সেটা খারাপ বার্তাই যাবে সবার প্রতি। হাথুরু এখনো আমাদের হেড কোচ, তাঁর প্রতি আমাদের সেই বিশ্বাস থাকতে হবে বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত। বিশ্বকাপের পর নিঃসন্দেহে সবকিছু বিসিবি সিদ্ধান্ত নেবে। ব্যক্তিগতভাবে আমি কী বললাম, এটা গুরুত্বপূর্ণ না।’
বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থ নিয়ে টিম ডিরেক্টর আরও বলেছেন, ‘বিশ্বকাপের পর একটা পোস্টমর্টেম হওয়া উচিত, কেন আমরা ব্যর্থ হলাম সেটা নিয়ে। আমাদের নিয়ে এত আশা ছিল, আমরা সেমিফাইনাল খেলব, সেখানে বাংলাদেশ দল বলতে গেলে ইংল্যান্ডের আগে, ৯-১০ অবস্থা করছে। ইংল্যান্ড এক ম্যাচ কম খেলেছে, তারা জিতলে হয়তো আমরাই ১০ নম্বরে নেমে যাব।’
বিশ্বকাপে সেমিফাইনালে খেলার আশা নিয়ে ভারতে যাওয়া বাংলাদেশের। কিন্তু ৭ ম্যাচ খেলে টানা ৬ হারে সেই স্বপ্ন বিসর্জন দিয়েছেন সাকিব আল হাসানরা। বাংলাদেশ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সবার আগে।
এই ভরাডুবির পেছনে অনেকে মনে করেছেন, দেশ ছাড়ার আগে তামিম ইকবাল বিতর্কও প্রভাব রেখেছে। দেশসেরা এই ওপেনারকে বিশ্বকাপ স্কোয়াডে না রাখায় অধিনায়ক সাকিবের পাশাপাশি অনেকে কোচ চন্ডিকা হাথুরুসিংহের দায় দেখছেন। এই লঙ্কান কোচের অধীনে বাংলাদেশের এমন ব্যর্থতায় অনেকে ক্ষুব্ধ ও হতাশ। বিশ্বকাপের পর কোচ হাথুরু দলের দায়িত্ব থাকবেন কি না সেটি নিয়েও চলছে আলোচনা।
বাংলাদেশ বিশ্বকাপে পরের ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে, দিল্লিতে। সেই ম্যাচের আগে আজ সেখানে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সঙ্গে বেশ দীর্ঘ সময় কথাবার্তা হয় সাংবাদিকদের। তাঁর কাছে জানতে চাওয়া হয় দলের বর্তমান অবস্থা সম্পর্কে। সাংবাদিকেরা একপর্যায়ে জানতে চান, বাংলাদেশ দলে কোচ হাথুরুর ভবিষ্যৎ সম্পর্কে। এ প্রসঙ্গে সুজন বলেছেন, ‘এসব বলাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ বিশ্বকাপ এখনো শেষ হয়নি। আমি যদি কিছু বলি, তবে সেটা খারাপ বার্তাই যাবে সবার প্রতি। হাথুরু এখনো আমাদের হেড কোচ, তাঁর প্রতি আমাদের সেই বিশ্বাস থাকতে হবে বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত। বিশ্বকাপের পর নিঃসন্দেহে সবকিছু বিসিবি সিদ্ধান্ত নেবে। ব্যক্তিগতভাবে আমি কী বললাম, এটা গুরুত্বপূর্ণ না।’
বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থ নিয়ে টিম ডিরেক্টর আরও বলেছেন, ‘বিশ্বকাপের পর একটা পোস্টমর্টেম হওয়া উচিত, কেন আমরা ব্যর্থ হলাম সেটা নিয়ে। আমাদের নিয়ে এত আশা ছিল, আমরা সেমিফাইনাল খেলব, সেখানে বাংলাদেশ দল বলতে গেলে ইংল্যান্ডের আগে, ৯-১০ অবস্থা করছে। ইংল্যান্ড এক ম্যাচ কম খেলেছে, তারা জিতলে হয়তো আমরাই ১০ নম্বরে নেমে যাব।’
গতকাল বৃষ্টি অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে তুললেও ঝামেলায় ফেলে আফগানিস্তানকে। সেমিতে ওঠার জন্য ‘আকাশ-কুসুম’ সমীকরণের মুখেই পড়ে তারা, যেখানে সবকিছু নির্ভর করছিল ইংল্যান্ডের ওপর। কিন্তু দিনশেষে আসর থেকে ছিটকেই যেতে হলো আফগানিস্তানকে।
২ ঘণ্টা আগে৩ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে দেশের পুরোনো ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। লিগ শুরুর আগে আজ বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজিত হয় ডিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠান। তার আগে ডিপিএলে অংশগ্রহণকারী ১২ দলের অধিনায়ক, ক্লাব কর্মকর্তারা এবং আয়োজক সংস্থা সিসিডিএমের
২ ঘণ্টা আগেদ্রুত সময়ের মধ্যেই যেন বেশ বিকশিত আফগান ক্রিকেট। তাদের উন্নতিও বেশ চোখে পড়ার মতো। গত কয়েক বছরে আইসিসি ইভেন্টে তাদের পারফরম্যান্স আশা দেখাচ্ছে সামনে ভালো কিছুরই। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইন মনে করেন, আফগানিস্তান আগামী এক দশকের মধ্যেই আইসিসি ট্রফি জিততে সক্ষম হবে। তবে এ জন্য তাদের ব্যক্
৩ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ৫২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ৭ মার্চ তালিকার সংখ্যা কমিয়ে চূড়ান্ত দল ঘোষণা করবেন তিনি। ব্রাজিলের ভক্তদের জন্য সুখবর হলো প্রাথমিক দলে রাখা হয়েছে নেইমারকে। প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরলেন ৩৩ বছর বয়সী
৫ ঘণ্টা আগে