নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একটু হলেও অনিশ্চয়তায় পড়ে গেল সাকিব আল হাসানের দক্ষিণ আফ্রিকা সফরের বাকি অংশে থাকা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন সাকিবের মা, শাশুড়ি, ছেলে, মেজো মেয়ে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
এ অবস্থায় সাকিব দক্ষিণ আফ্রিকা সফর চালিয়ে যাবেন কি না, সে শঙ্কা তৈরি হয়েছে। তবে সফরের বাকি অংশে সাকিবের থাকা না থাকা বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমন।
আজকের পত্রিকাকে সুমন বলেছেন, ‘সাকিব এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। ঢাকায় নিয়মিত খবর রাখছে। দেশে ফিরবে কি না সেটা নির্ভর করছে ঢাকার পরিস্থিতির ওপর। যদি ফেরা দরকার মনে করে নিশ্চয়ই যাবে।’
দলের সঙ্গে যোগ দিতে রাতে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। সাকিবের পরিবারের সদস্যদের অসুস্থতার ব্যাপারে বিসিবি নিয়মিত খোঁজখবর রাখছে জানিয়ে তিনি বলেছেন, ‘সাকিবের দুই বাচ্চা ও শাশুড়ির শরীর খারাপ। সিরিয়াস কিছু না হলে সেখানেই (দক্ষিণ আফ্রিকা) থাকবে সাকিব। সেরকম কিছু হলে তখন ভিন্ন কিছু চিন্তা করতে হবে।’ পরে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘সে (সাকিব) যদি মনে করে, এখানে আসা দরকার, তাহলে আমরা চাইব সে ফিরে আসুক।’ তবে জালাল নিশ্চিত করেছেন সিরিজের শেষ ওয়ানডে খেলবেন সাকিব। তবে টেস্ট সিরিজ খেলবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়।
এর আগে শারীরিক ও মানসিক ক্লান্তির কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে চাননি সাকিব। পরে অবশ্য সিদ্ধান্ত পাল্টান তিনি। সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডেতে দলের জয়ের নায়কও সাকিব।
সাকিব আল হাসান সম্পর্কিত পড়ুন:
একটু হলেও অনিশ্চয়তায় পড়ে গেল সাকিব আল হাসানের দক্ষিণ আফ্রিকা সফরের বাকি অংশে থাকা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন সাকিবের মা, শাশুড়ি, ছেলে, মেজো মেয়ে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
এ অবস্থায় সাকিব দক্ষিণ আফ্রিকা সফর চালিয়ে যাবেন কি না, সে শঙ্কা তৈরি হয়েছে। তবে সফরের বাকি অংশে সাকিবের থাকা না থাকা বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমন।
আজকের পত্রিকাকে সুমন বলেছেন, ‘সাকিব এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। ঢাকায় নিয়মিত খবর রাখছে। দেশে ফিরবে কি না সেটা নির্ভর করছে ঢাকার পরিস্থিতির ওপর। যদি ফেরা দরকার মনে করে নিশ্চয়ই যাবে।’
দলের সঙ্গে যোগ দিতে রাতে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। সাকিবের পরিবারের সদস্যদের অসুস্থতার ব্যাপারে বিসিবি নিয়মিত খোঁজখবর রাখছে জানিয়ে তিনি বলেছেন, ‘সাকিবের দুই বাচ্চা ও শাশুড়ির শরীর খারাপ। সিরিয়াস কিছু না হলে সেখানেই (দক্ষিণ আফ্রিকা) থাকবে সাকিব। সেরকম কিছু হলে তখন ভিন্ন কিছু চিন্তা করতে হবে।’ পরে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘সে (সাকিব) যদি মনে করে, এখানে আসা দরকার, তাহলে আমরা চাইব সে ফিরে আসুক।’ তবে জালাল নিশ্চিত করেছেন সিরিজের শেষ ওয়ানডে খেলবেন সাকিব। তবে টেস্ট সিরিজ খেলবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়।
এর আগে শারীরিক ও মানসিক ক্লান্তির কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে চাননি সাকিব। পরে অবশ্য সিদ্ধান্ত পাল্টান তিনি। সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডেতে দলের জয়ের নায়কও সাকিব।
সাকিব আল হাসান সম্পর্কিত পড়ুন:
যেকোনো টুর্নামেন্টে ভারত-পাকিস্তান থাকলে তাদের নিয়ে আলোচিত ঘটনা তো ঘটবেই। রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ ১২ বছর ধরে। বিভিন্ন টুর্নামেন্টে যা একটু মুখোমুখি হওয়ার সুযোগ পায় দলটি। তবে ভারতের আপত্তিতে এবার কিংবদন্তিদের একটি টুর্নামেন্টে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেখাদেখি বন্ধ।
১ ঘণ্টা আগেহোটেল সোনারগাঁয়ে গতকাল সকালে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসে লিটন দাস হাতের আঙুলগুলো এমনভাবে ফোটালেন, যেন প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে উঁচু শিরে নেমে পড়েছেন রিংয়ে! পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টির লড়াইয়ে বাংলাদেশের পরিসংখ্যান একেবারেই একপেশে।
১ ঘণ্টা আগেমেজর লিগ সকারে (এমএলএস) টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের পর এক ম্যাচে বিবর্ণ ছিলেন লিওনেল মেসি। তবে নাম যেহেতু মেসি, তাঁকে নিয়ে তো আগেভাগে উপসংহারে আসা যায় না। এক ম্যাচ বিরতি দিয়ে এবার করলেন জোড়া গোল। ভাঙলেন ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড।
২ ঘণ্টা আগেভারতীয় সংবাদমাধ্যমের খবরে আবারও আলোচনায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা। আগামী বৃহস্পতিবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে হওয়ার কথা এসিসির বার্ষিক সাধারণ সভা। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, রাজনৈতিক-কূটনৈতিক কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং এসিসির আরও কিছু সদস্য বোর্ড...
১৪ ঘণ্টা আগে