ক্রীড়া ডেস্ক
শেষ ৫ বলে ৯ রান প্রয়োজন ছিল বার্মিংহাম ফিনিক্সের। মেয়েদের ক্রিকেটে রানটা কঠিন হলেও প্রথম ২ বলে ৫ রান নিয়ে জয়ের কাজটা সহজ করেছেন ফিনিক্সের দুই সেট ব্যাটার টেস ফ্লিনটফ ও অ্যামি জোন্স। কিন্তু এর পরই দ্য হানড্রেডের ম্যাচে নাটকীয়তার শুরু।
৩ বলে যখন ৪ রান লাগে, তখনই ফিনিক্সের হাতে ৯ উইকেট। কিন্তু শেষ সমীকরণটা আর মেলাতে পারলেন না ফ্লিনটফ ও জোন্স জুটি। আসলে তাঁদের মেলাতে দেননি ওয়েলশ ফায়ারের পেসার শবনিম ইসমাইল। শেষ ওভারটি করার আগে দক্ষিণ আফ্রিকার পেসার দলের অধিনায়ককে ম্যাচ জয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
ট্যামি বেমন্টকে দেওয়া সেই কথা রাখতেই শেষ ৩ বলে ফিনিক্সকে ছারখার করলেন ইসমাইল। টানা ৩ উইকেটে হ্যাটট্রিক পূর্ণ করে ওয়েলশকে ৩ রানের জয় এনে দিয়েছেন তিনি। এমন ম্যাচ জয়ের পর ওয়েলশ খেলোয়াড়েরা চাইলে কলকাতার বিখ্যাত ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলির’ জনপ্রিয় গান ‘এভাবেও ফিরে আসা যায়’ গাইতেই পারেন। বাংলা গান হওয়ায় তাঁরা ইংলিশে অনুবাদ করে গাইতে পারেন। সঙ্গে গানের লাইনটি পরিবর্তন করে ‘এভাবেও ম্যাচ জেতা যায়’ জুড়ে দিতে পারেন।
নারী-পুরুষ মিলিয়ে ইংল্যান্ডের ঘরোয়া এই টুর্নামেন্টে তৃতীয় খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করেছেন ইসমাইল। মেয়েদের হয়ে দ্বিতীয়। তাঁর আগে অস্ট্রেলিয়ার অ্যালেনা কিং প্রথম হ্যাটট্রিক করেন। আর পুরুষদের হয়ে ইসমাইলের স্বদেশি লেগ স্পিনার ইমরান তাহির। রেকর্ড গড়ার পথে প্রথম উইকেটটি পান ফ্লিনটফকে বোল্ড করে। পরের উইকেট নেন এরিন বার্নসকে শর্ট থার্ডম্যানে ক্যাচ বানিয়ে। আর হ্যাটট্রিক পূর্ণ করেন ইসি ওংকে বোল্ড করে।
এর আগে ১৩৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল ফিনিক্স। উদ্বোধনী জুটিতেই সোফি ডেভিনের সঙ্গে ৪১ রান তোলেন ফ্লিনটফ। ২৯ রানে ডেভিন আউট হলে দ্বিতীয় উইকেটে আরও বড় জুটি গড়ে ফিনিক্স। ৯৩ রানের জুটি গড়ে ম্যাচই শেষ করে দিয়েছিলেন ফ্লিনটফ-জোন্স জুটি। শেষ পর্যন্ত দুই ব্যাটারকে আর শেষ করতে দেননি ইসমাইল। প্রতিপক্ষের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ওয়েলশকে অবিশ্বাস্য জয় উপহার দিলেন তিনি।
ম্যাচ শেষে ওভার শুরুর আগে অধিনায়ক বেমন্টকে কী বলেছিলেন তা জানিয়েছেন ইসমাইল। ৩৪ বছর বয়সী পেসার বলেছেন, ‘আমাকে শান্ত থাকতে হতো, অধিনায়ককেও। তাই তাকে বললাম আমরাই ম্যাচটা জিততে যাচ্ছি, চিন্তা কোরো না। বিষয়টা দেখছি।’
শেষ ৫ বলে ৯ রান প্রয়োজন ছিল বার্মিংহাম ফিনিক্সের। মেয়েদের ক্রিকেটে রানটা কঠিন হলেও প্রথম ২ বলে ৫ রান নিয়ে জয়ের কাজটা সহজ করেছেন ফিনিক্সের দুই সেট ব্যাটার টেস ফ্লিনটফ ও অ্যামি জোন্স। কিন্তু এর পরই দ্য হানড্রেডের ম্যাচে নাটকীয়তার শুরু।
৩ বলে যখন ৪ রান লাগে, তখনই ফিনিক্সের হাতে ৯ উইকেট। কিন্তু শেষ সমীকরণটা আর মেলাতে পারলেন না ফ্লিনটফ ও জোন্স জুটি। আসলে তাঁদের মেলাতে দেননি ওয়েলশ ফায়ারের পেসার শবনিম ইসমাইল। শেষ ওভারটি করার আগে দক্ষিণ আফ্রিকার পেসার দলের অধিনায়ককে ম্যাচ জয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
ট্যামি বেমন্টকে দেওয়া সেই কথা রাখতেই শেষ ৩ বলে ফিনিক্সকে ছারখার করলেন ইসমাইল। টানা ৩ উইকেটে হ্যাটট্রিক পূর্ণ করে ওয়েলশকে ৩ রানের জয় এনে দিয়েছেন তিনি। এমন ম্যাচ জয়ের পর ওয়েলশ খেলোয়াড়েরা চাইলে কলকাতার বিখ্যাত ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলির’ জনপ্রিয় গান ‘এভাবেও ফিরে আসা যায়’ গাইতেই পারেন। বাংলা গান হওয়ায় তাঁরা ইংলিশে অনুবাদ করে গাইতে পারেন। সঙ্গে গানের লাইনটি পরিবর্তন করে ‘এভাবেও ম্যাচ জেতা যায়’ জুড়ে দিতে পারেন।
নারী-পুরুষ মিলিয়ে ইংল্যান্ডের ঘরোয়া এই টুর্নামেন্টে তৃতীয় খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করেছেন ইসমাইল। মেয়েদের হয়ে দ্বিতীয়। তাঁর আগে অস্ট্রেলিয়ার অ্যালেনা কিং প্রথম হ্যাটট্রিক করেন। আর পুরুষদের হয়ে ইসমাইলের স্বদেশি লেগ স্পিনার ইমরান তাহির। রেকর্ড গড়ার পথে প্রথম উইকেটটি পান ফ্লিনটফকে বোল্ড করে। পরের উইকেট নেন এরিন বার্নসকে শর্ট থার্ডম্যানে ক্যাচ বানিয়ে। আর হ্যাটট্রিক পূর্ণ করেন ইসি ওংকে বোল্ড করে।
এর আগে ১৩৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল ফিনিক্স। উদ্বোধনী জুটিতেই সোফি ডেভিনের সঙ্গে ৪১ রান তোলেন ফ্লিনটফ। ২৯ রানে ডেভিন আউট হলে দ্বিতীয় উইকেটে আরও বড় জুটি গড়ে ফিনিক্স। ৯৩ রানের জুটি গড়ে ম্যাচই শেষ করে দিয়েছিলেন ফ্লিনটফ-জোন্স জুটি। শেষ পর্যন্ত দুই ব্যাটারকে আর শেষ করতে দেননি ইসমাইল। প্রতিপক্ষের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ওয়েলশকে অবিশ্বাস্য জয় উপহার দিলেন তিনি।
ম্যাচ শেষে ওভার শুরুর আগে অধিনায়ক বেমন্টকে কী বলেছিলেন তা জানিয়েছেন ইসমাইল। ৩৪ বছর বয়সী পেসার বলেছেন, ‘আমাকে শান্ত থাকতে হতো, অধিনায়ককেও। তাই তাকে বললাম আমরাই ম্যাচটা জিততে যাচ্ছি, চিন্তা কোরো না। বিষয়টা দেখছি।’
এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে অম্ল-মধুর এক দিন পার করল বাংলদেশ নারী দল। প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে উড়িয়ে দিয়েছে মালয়েশিয়াকে। সেমিফাইনালের আশা টিকিয়ে রেখে ম্যাট ছাড়ে ৫২-১২ পয়েন্ট ব্যবধানের জয় নিয়ে।
৭ মিনিট আগেপাকিস্তান ক্রিকেটে অস্থিরতা নতুন কিছু নয়। এখনো অন্তর্বর্তী কোচ হিসেবেই দায়িত্ব পালন করে যাচ্ছেন আকিব জাভেদ। এবার তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন পাকিস্তানের সাবেক কোচ জেসন গিলেস্পি। শুধু তা-ই নয়, আকিব তাঁর কাছে ভাঁড়ের মতন।
১ ঘণ্টা আগেটানা দ্বিতীয়বার সাফ জেতার পর ফিফা র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু এবার র্যাঙ্কিংয়ে অবনতি ঘটেছে তাদের। এমনটা অবশ্য অনুমিতই ছিল। কেননা সবশেষ ফিফা উইন্ডোতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি তারা। দুই ম্যাচেই হেরেছে ৩-১ গোলের ব্যবধানে।
৩ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আজ মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের ম্যাচের মধ্যমণি মুশফিকুর রহিম। সামাজিক মাধ্যমে গত রাতে আচমকা এক ঘোষণায় ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিক। আজ মোহামেডান-রূপগঞ্জ টাইগার্স ম্যাচের আগে দেওয়া হয় ‘গার্ড অব অনার’।
৩ ঘণ্টা আগে