নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৪৮ তম ওভারে তিনটির সঙ্গে মোট ৪ উইকেট নিয়ে খেলাঘরকে ১৯৮ রানে গুটিয়ে দেন মাশরাফি বিন মুর্তজা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে ফেলে লিজেন্ডস অব রূপগঞ্জ। আউট হয়ে যান দুই ওপেনার ইরফান শুক্কুর (0) আর সাব্বির হোসেন (3)। তবে তৃতীয় উইকেটে দলকে লক্ষ্যচ্যুত হতে দেননি নাঈম ইসলাম ও চিরাগ জানি।
এবারের ডিপিএলে দুর্দান্ত ফর্মে আছেন নাঈম। তবে আজ প্রথমবার মিরপুরে খেলতে নেমে রানের জন্য রীতিমতো সংগ্রাম করেছেন রুপগঞ্জের এ অভিজ্ঞ ব্যাটার। চিরাগের সঙ্গে ৯০ রানের জুটিতে ২৪ রান করতে ৬১ বল খেলেছেন নাঈম। এবারের ডিপিএলে এটাই নাঈমের সর্বনিম্ন স্কোর। তাঁর সঙ্গী চিরাগ ৭৮ বলে ৭ চার আর ২ ছক্কায় ৭৭ বলে ৭২ রান করেন।
এ দুজনের বিদায়ের পর দ্রুতই দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে রূপগঞ্জ। সপ্তম উইকেটে তানভীর হায়দারের সঙ্গে দলের হাল ধরেন মাশরাফি। দুজনের জুটিতে ম্যাচটা যখন শেষ হবে মনে হচ্ছিল, তখনই পেসার নূর আলম সাদ্দামের বলে আউট হয়ে ফেরেন মাশরাফি। ১৭ বলে এক চারে ১২ রান করেন সাবেক এ বাংলাদেশ অধিনায়ক।
তবে রূপগঞ্জকে ম্যাচে রাখেন তানভীর। শেষ দুই ওভারে ৯ রানের দূরত্ব নাবিল সামাদকে নিয়ে ৩ বল আর ২ উইকেট হাতে রেখে মিটিয়ে দেন তানভীর। ৬১ বলে ২ চারে ৫১ রানে অপরাজিত থাকেন এ লেগ স্পিন অলরাউন্ডার। এর আগে রূপগঞ্জের বোলারদের তোপে দুই ওভার বাকি থাকতে ১৯৮ রানেই অলআউট হয়ে যায় খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন তিনে নামা অমিত মজুমদার। রূপগঞ্জের হয়ে ৮ ওভারে ৩৮ রান নিয়ে ৪ উইকেট নেন মাশরাফি। এবারের ডিপিএলে এটাই ৩৮ বছর বয়সী এ পেসারের সেরা বোলিং ফিগার।
দিনের আরেক ম্যাচে সাভারে টানা দ্বিতীয় জয় পেয়েছে সিটি ক্লাব। শাইনপুকুরকে ৪ উইকেটে হারিয়েছে তারা। আগে ব্যাটিং করে ৪৭.২ ওভারে ১৭৫ রানে অলআউট হয় শাইনপুকুর। তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে লক্ষ্য পৌঁছে যায় সিটি ক্লাব।
৪৮ তম ওভারে তিনটির সঙ্গে মোট ৪ উইকেট নিয়ে খেলাঘরকে ১৯৮ রানে গুটিয়ে দেন মাশরাফি বিন মুর্তজা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে ফেলে লিজেন্ডস অব রূপগঞ্জ। আউট হয়ে যান দুই ওপেনার ইরফান শুক্কুর (0) আর সাব্বির হোসেন (3)। তবে তৃতীয় উইকেটে দলকে লক্ষ্যচ্যুত হতে দেননি নাঈম ইসলাম ও চিরাগ জানি।
এবারের ডিপিএলে দুর্দান্ত ফর্মে আছেন নাঈম। তবে আজ প্রথমবার মিরপুরে খেলতে নেমে রানের জন্য রীতিমতো সংগ্রাম করেছেন রুপগঞ্জের এ অভিজ্ঞ ব্যাটার। চিরাগের সঙ্গে ৯০ রানের জুটিতে ২৪ রান করতে ৬১ বল খেলেছেন নাঈম। এবারের ডিপিএলে এটাই নাঈমের সর্বনিম্ন স্কোর। তাঁর সঙ্গী চিরাগ ৭৮ বলে ৭ চার আর ২ ছক্কায় ৭৭ বলে ৭২ রান করেন।
এ দুজনের বিদায়ের পর দ্রুতই দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে রূপগঞ্জ। সপ্তম উইকেটে তানভীর হায়দারের সঙ্গে দলের হাল ধরেন মাশরাফি। দুজনের জুটিতে ম্যাচটা যখন শেষ হবে মনে হচ্ছিল, তখনই পেসার নূর আলম সাদ্দামের বলে আউট হয়ে ফেরেন মাশরাফি। ১৭ বলে এক চারে ১২ রান করেন সাবেক এ বাংলাদেশ অধিনায়ক।
তবে রূপগঞ্জকে ম্যাচে রাখেন তানভীর। শেষ দুই ওভারে ৯ রানের দূরত্ব নাবিল সামাদকে নিয়ে ৩ বল আর ২ উইকেট হাতে রেখে মিটিয়ে দেন তানভীর। ৬১ বলে ২ চারে ৫১ রানে অপরাজিত থাকেন এ লেগ স্পিন অলরাউন্ডার। এর আগে রূপগঞ্জের বোলারদের তোপে দুই ওভার বাকি থাকতে ১৯৮ রানেই অলআউট হয়ে যায় খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন তিনে নামা অমিত মজুমদার। রূপগঞ্জের হয়ে ৮ ওভারে ৩৮ রান নিয়ে ৪ উইকেট নেন মাশরাফি। এবারের ডিপিএলে এটাই ৩৮ বছর বয়সী এ পেসারের সেরা বোলিং ফিগার।
দিনের আরেক ম্যাচে সাভারে টানা দ্বিতীয় জয় পেয়েছে সিটি ক্লাব। শাইনপুকুরকে ৪ উইকেটে হারিয়েছে তারা। আগে ব্যাটিং করে ৪৭.২ ওভারে ১৭৫ রানে অলআউট হয় শাইনপুকুর। তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে লক্ষ্য পৌঁছে যায় সিটি ক্লাব।
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে