Ajker Patrika

মাশরাফির দারুণ বোলিংয়ের দিনে রূপগঞ্জের জয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাশরাফির দারুণ বোলিংয়ের দিনে রূপগঞ্জের জয়

৪৮ তম ওভারে তিনটির সঙ্গে মোট ৪ উইকেট নিয়ে খেলাঘরকে ১৯৮ রানে গুটিয়ে দেন মাশরাফি বিন মুর্তজা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে ফেলে লিজেন্ডস অব রূপগঞ্জ। আউট হয়ে যান দুই ওপেনার ইরফান শুক্কুর (0) আর সাব্বির হোসেন (3)। তবে তৃতীয় উইকেটে দলকে লক্ষ্যচ্যুত হতে দেননি নাঈম ইসলাম ও চিরাগ জানি।

এবারের ডিপিএলে দুর্দান্ত ফর্মে আছেন নাঈম। তবে আজ প্রথমবার মিরপুরে খেলতে নেমে রানের জন্য রীতিমতো সংগ্রাম করেছেন রুপগঞ্জের এ অভিজ্ঞ ব্যাটার। চিরাগের সঙ্গে ৯০ রানের জুটিতে ২৪ রান করতে ৬১ বল খেলেছেন নাঈম। এবারের ডিপিএলে এটাই নাঈমের সর্বনিম্ন স্কোর। তাঁর সঙ্গী চিরাগ ৭৮ বলে ৭ চার আর ২ ছক্কায় ৭৭ বলে ৭২ রান করেন। 

এ দুজনের বিদায়ের পর দ্রুতই দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে রূপগঞ্জ। সপ্তম উইকেটে তানভীর হায়দারের সঙ্গে দলের হাল ধরেন মাশরাফি। দুজনের জুটিতে ম্যাচটা যখন শেষ হবে মনে হচ্ছিল, তখনই পেসার নূর আলম সাদ্দামের বলে আউট হয়ে ফেরেন মাশরাফি। ১৭ বলে এক চারে ১২ রান করেন সাবেক এ বাংলাদেশ অধিনায়ক। 

তবে রূপগঞ্জকে ম্যাচে রাখেন তানভীর। শেষ দুই ওভারে ৯ রানের দূরত্ব নাবিল সামাদকে নিয়ে ৩ বল আর ২ উইকেট হাতে রেখে মিটিয়ে দেন তানভীর। ৬১ বলে ২ চারে ৫১ রানে অপরাজিত থাকেন এ লেগ স্পিন অলরাউন্ডার। এর আগে রূপগঞ্জের বোলারদের তোপে দুই ওভার বাকি থাকতে ১৯৮ রানেই অলআউট হয়ে যায় খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন তিনে নামা অমিত মজুমদার। রূপগঞ্জের হয়ে ৮ ওভারে ৩৮ রান নিয়ে ৪ উইকেট নেন মাশরাফি। এবারের ডিপিএলে এটাই ৩৮ বছর বয়সী এ পেসারের সেরা বোলিং ফিগার। 

দিনের আরেক ম্যাচে সাভারে টানা দ্বিতীয় জয় পেয়েছে সিটি ক্লাব। শাইনপুকুরকে ৪ উইকেটে হারিয়েছে তারা। আগে ব্যাটিং করে ৪৭.২ ওভারে ১৭৫ রানে অলআউট হয় শাইনপুকুর। তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে লক্ষ্য পৌঁছে যায় সিটি ক্লাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত