Ajker Patrika

বিশ্রাম নাও, রোহিতকে ভনের পরামর্শ

বিশ্রাম নাও, রোহিতকে ভনের পরামর্শ

রোহিত শর্মার বয়স এখন পঁয়ত্রিশ ছুঁই ছুঁই। বয়সের প্রভাব পড়ছে তাঁর পারফরম্যান্সে। এবারের আইপিএলে ৮ ম্যাচ খেললেও এখন পর্যন্ত পাননি কোনো ফিফটির দেখা। ফর্মহীনতা তো আছেই, প্রশ্ন উঠছে রোহিতের নেতৃত্ব গুণ নিয়েও। তাঁর অধীনে প্রতিযোগিতায় হেরেই চলছে মুম্বাই ইন্ডিয়ানস। প্রথম দল হিসেবে আইপিএলে টানা হারার বিব্রতকর রেকর্ডও গড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 

৮ ম্যাচে ব্যাট হাতে রোহিত করেছেন ১৫৩ রান। ব্যাটিং গড় নেমেছে কুড়ির নিচে। অধিনায়ক হিসেবে তাঁর কাছ থেকে এমন পারফরম্যান্স মোটেই প্রত্যাশিত নয়। রোহিত ঠিকঠাক নেতৃত্ব দিতে পারছেন না মুম্বাই ইন্ডিয়ানসকেও। কঠিন এই সময়ে রোহিতের করণীয় কী তাঁকে সেই পরামর্শই দিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তাঁর মতে এখনই বিশ্রামে যাওয়া উচিত রোহিতের। 

আজ ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভন বলেছেন, ‘এ বছর মুম্বাই ঠিকমতো খেলতে পারছে না। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, তরুণদের আরও সুযোগ দেওয়ার সময় এসে গেছে। শুধু দেখার জন্য আরও দু-একজন দুর্দান্ত খেলোয়াড় বের করা যায় কিনা। কাউকে যদি হারাতে হয় তবু এটা করা দরকার। সত্যি বলতে আমার কাছে মনে হয়, রোহিতের বিশ্রাম নেওয়ার সময় হয়েছে।’

আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক রোহিত। তাঁর নেতৃত্বে পাঁচবার শিরোপা জিতেছে মুম্বাই। অথচ সেই রোহিতের অধীনেই কিনা এই মৌসুমে ধুঁকছে ফ্র্যাঞ্চাইজিটি। পর্যাপ্ত বিশ্রামের অভাবেই নাকি এমনটা হয়েছে বলে মনে করছেন ভন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেছেন, ‘স্রেফ একটা বিশ্রাম নাও, সময় নাও। তুমি কখন বিশ্রাম নেবে সেটা নিজেই বেছে নাও। এমনকি যদি মুম্বাই প্লে-অফে যেতে নাও পারে। আমার মনে হয় তাদের প্লে-অফে যাওয়াটা অসম্ভব। সম্ভবত এখনই সব শেষ হয়ে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত