নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খেলা শেষ হয়েছে সবে। প্রেসিডেন্ট বক্সের বাইরে দাঁড়ানো নাজমুল হাসান পাপনের উচ্ছ্বসিত মুখ ধরা পড়ল টিভির পর্দায়। কার সঙ্গে ফোনে যেন কথা বলছিলেন বিসিবি সভাপতি। ম্যাচ শেষে নাজমুল হাসান জানালেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেই কথা হচ্ছিল তখন।
আগে দেখা গেছে, বাংলাদেশের খেলা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুরে স্টেডিয়ামে চলে এসেছেন। তিনি অনেকবারই মাঠে এসে সাকিবদের উৎসাহ জুগিয়েছেন। তবে করোনার কারণে ছেদ পড়েছে সেই চেনা দৃশ্যে। প্রধানমন্ত্রী তাই বিসিবি সভাপতির মাধ্যমে খবরাখবর রাখছেন মাঠের, অভিনন্দন জানাচ্ছেন মাহমুদউল্লাহর দলকে।
কাল ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাজমুল হাসান বললেন, ‘খেলা শেষ হতেই প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। তাঁর সঙ্গেই কথা বলছিলেন। তিনি তো প্রতি খেলাতেই খবর নেন। প্রথম ম্যাচের দিন অনেকবারই করেছেন। সবাইকে অভিনন্দন জানান। দ্বিতীয় ম্যাচে জেতার পরও অনেকবার কথা বলেছেন। আজও (কাল) করেছেন।’
পাপন আরও যোগ করলেন, ‘আজ খেলার মাঝখানে যখন প্রধানমন্ত্রী ফোন করলেন, তখন আমি একটু জেতা নিয়ে সন্দিহান ছিলাম। আমি বললাম ১৩ রান কম হয়ে গেছে আপা। কমপক্ষে ১৪০ রান দরকার ছিল। তখন প্রধানমন্ত্রী বললেন, সব খেলাতেই জিততে হবে কথা নেই। তবে তিনি তখনো জেতার আশা ছাড়েননি। শেষে জেতার পর দলের সবাইকে অভিনন্দন জানিয়েছেন।’
কাল ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল মোস্তাফিজের করা ১৯তম ওভারটা। কী দুর্দান্ত বোলিংই না করেছেন এই বাঁহাতি। একটি উইকেটও পাননি, তবে তিনিই জয়ের নায়ক। বিসিবি সভাপতির বেশি প্রশংসা পেলেন তাই মোস্তাফিজ, ‘মোস্তাফিজের ওই শেষ ওভারটাই (১৯তম ওভার) টার্নিং পয়েন্ট ছিল। আমিও আশায় ছিলাম, সে দারুণ কিছু করবে।’
অস্ট্রেলিয়াকে এভাবেই যে হারাতে পারবে বাংলাদেশ, সেটি কল্পনাতেও ছিল না পাপনের। বিসিবির সভাপতি বললেন, ‘অস্ট্রেলিয়া শক্তিশালী ও পেশাদার দল। সিরিজ জিতব আশা করেছিলাম, কিন্তু এভাবে জেতার কথা কখনো চিন্তা করিনি।’
খেলা শেষ হয়েছে সবে। প্রেসিডেন্ট বক্সের বাইরে দাঁড়ানো নাজমুল হাসান পাপনের উচ্ছ্বসিত মুখ ধরা পড়ল টিভির পর্দায়। কার সঙ্গে ফোনে যেন কথা বলছিলেন বিসিবি সভাপতি। ম্যাচ শেষে নাজমুল হাসান জানালেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেই কথা হচ্ছিল তখন।
আগে দেখা গেছে, বাংলাদেশের খেলা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুরে স্টেডিয়ামে চলে এসেছেন। তিনি অনেকবারই মাঠে এসে সাকিবদের উৎসাহ জুগিয়েছেন। তবে করোনার কারণে ছেদ পড়েছে সেই চেনা দৃশ্যে। প্রধানমন্ত্রী তাই বিসিবি সভাপতির মাধ্যমে খবরাখবর রাখছেন মাঠের, অভিনন্দন জানাচ্ছেন মাহমুদউল্লাহর দলকে।
কাল ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাজমুল হাসান বললেন, ‘খেলা শেষ হতেই প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। তাঁর সঙ্গেই কথা বলছিলেন। তিনি তো প্রতি খেলাতেই খবর নেন। প্রথম ম্যাচের দিন অনেকবারই করেছেন। সবাইকে অভিনন্দন জানান। দ্বিতীয় ম্যাচে জেতার পরও অনেকবার কথা বলেছেন। আজও (কাল) করেছেন।’
পাপন আরও যোগ করলেন, ‘আজ খেলার মাঝখানে যখন প্রধানমন্ত্রী ফোন করলেন, তখন আমি একটু জেতা নিয়ে সন্দিহান ছিলাম। আমি বললাম ১৩ রান কম হয়ে গেছে আপা। কমপক্ষে ১৪০ রান দরকার ছিল। তখন প্রধানমন্ত্রী বললেন, সব খেলাতেই জিততে হবে কথা নেই। তবে তিনি তখনো জেতার আশা ছাড়েননি। শেষে জেতার পর দলের সবাইকে অভিনন্দন জানিয়েছেন।’
কাল ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল মোস্তাফিজের করা ১৯তম ওভারটা। কী দুর্দান্ত বোলিংই না করেছেন এই বাঁহাতি। একটি উইকেটও পাননি, তবে তিনিই জয়ের নায়ক। বিসিবি সভাপতির বেশি প্রশংসা পেলেন তাই মোস্তাফিজ, ‘মোস্তাফিজের ওই শেষ ওভারটাই (১৯তম ওভার) টার্নিং পয়েন্ট ছিল। আমিও আশায় ছিলাম, সে দারুণ কিছু করবে।’
অস্ট্রেলিয়াকে এভাবেই যে হারাতে পারবে বাংলাদেশ, সেটি কল্পনাতেও ছিল না পাপনের। বিসিবির সভাপতি বললেন, ‘অস্ট্রেলিয়া শক্তিশালী ও পেশাদার দল। সিরিজ জিতব আশা করেছিলাম, কিন্তু এভাবে জেতার কথা কখনো চিন্তা করিনি।’
মাত্র ৮ রানের লক্ষ্য। হাতে ১০ উইকেট। তার চেয়েও বড় কথা কখনো ম্যাচের আড়াই দিনের বেশি খেলা বাকি। অতি অস্বাভাবিক কোনো কিছু না ঘটলে কোনো দলের হারার কথা নয়। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ঘটেওনি আশ্চর্য হওয়ার মতো কিছু। তিন দিনের মধ্যেই জিম্বাবুয়েকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড।
৩৭ মিনিট আগেজিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকালের হারটা ‘দুর্ঘটনা’ হিসেবে ধরলে আজিজুল হাকিম তামিম-ইকবাল হোসেন ইমনদের টুর্নামেন্টটা কাটছে দুর্দান্ত। দুই ম্যাচ হাতে রেখেই ফাইনালের টিকিট কেটেছেন বাংলাদেশের যুবারা।
২ ঘণ্টা আগেইনগে সরেনসেনের নামটা এই প্রজন্মের সাঁতারপ্রেমীদের মনে থাকার কথা নয়। ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকে ডেনিশ এই সাঁতারু যখন ব্রোঞ্জ জিতেছিলেন, তাঁর বয়স ছিল মাত্র ১২ বছর। অলিম্পিক গেমসের সাঁতারের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে জেতা সে ব্রোঞ্জটাই খুদে এই সাঁতারুকে অনন্য উচ্চতায় তুলে দিয়েছিল। হয়েছিলেন অলিম্পিকের
৩ ঘণ্টা আগেদারুণ এক মৌসুম কাটানোর পর গালাতাসারাই এবার ভিক্টর ওসিমেনকে কিনেই নিল। নাপোলি থেকে গত মৌসুমে ধারে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ে এসেছিলেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। দলকে লিগ শিরোপা জেতানোর পথে ৩০ ম্যাচে ২৬ গোল করেন তিনি। সুফল পেয়ে এবার তাঁর সঙ্গে স্থায়ীভাবে চুক্তি করল তুর্কি চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে