Ajker Patrika

মাহমুদউল্লাহকে মুশফিকদের আবেগী বিদায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ জুলাই ২০২১, ২২: ১২
মাহমুদউল্লাহকে মুশফিকদের আবেগী বিদায়

টেস্ট ক্রিকেটকে হঠাৎ বিদায় জানিয়েছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। হারারে টেস্টের তৃতীয় দিন শেষেই গুঞ্জন ওঠে অবসর নিতে যাচ্ছেন মাহমুদউল্লাহ। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও টেস্টর শেষ দিনে মাঠে নামার আগে তাঁকে গার্ড অব অনার দিয়েছেন সতীর্থরা। ম্যাচের পর সতীর্থরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ধন্যবাদ ও শ্রদ্ধা জানিয়ে লিখেছেনও।

টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক, ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল, উইকেটকিপার মুশফিকুর রহিম, পেসার রুবেল হোসেন, অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজসহ অনেকেই তাদের ফেসবুক পেজে মাহমুদউল্লাহকে নিয়ে লিখেছেন।

তামিম ইকবাল লিখেছেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদ ভাই টেস্ট ক্রিকেটে আপনি বাংলাদেশকে যে সেবা দিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। এখন সীমিত ওভার ক্রিকেটে আপনার সঙ্গে ড্রেসিংরুমে ভালো কিছু সময় কাটানোর অপেক্ষা করছি।’

মুমিনুল হক লিখেছেন, ‘রিয়াদ ভাই, আপনার সঙ্গে খেলতে পারাটা ছিল সম্মানের বিষয়। আপনার অবদান এবং ভালোবাসার জন্য আপনাকে ধন্যবাদ।’

ওপেনার লিটন দাস লিখেছেন, ‘রিয়াদ ভাইয়ের সঙ্গে খেলতে পারাটা সৌভাগ্যের ব্যাপার। সাদা পোশাকে আপনাকে খুবই মিস করবো।’

পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘রিয়াদ ভাই সবসময় আমার কাছে বড় অনুপ্রেরণা। আমরা একসাথে টেস্ট অভিষেক করেছিলাম। ভবিষ্যতে আর একসাথে সাদা জার্সিতে খেলা হবে না ভেবে খারাপ লাগছে। তবে আশা করছি ওয়ানডে এবং টি২০ ক্রিকেটে আরও দীর্ঘ সময় তাকে পাব ইনশাআল্লাহ্।’

স্পিনার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘অসাধারণ চেতনার দারুণ একজন ক্রীড়াব্যক্তিত্ব। বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে যে আপনি টেস্ট ছেড়ে দিচ্ছেন। খেলোয়াড়, সমর্থক আর টেস্ট ক্রিকেট আপনাকে মিস করবে। আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং আরও অনেক কিছু শিখতে চাই। মাহমুদউল্লাহ রিয়াদ ভাই, যেখানেই নতুন চ্যালেঞ্জ নিন না কেন, সেটা উপভোগ করবেন।’

মাহমুদউল্লাহর অবসরের নিয়ে উইকেটকিপার মুশফিকুর রহিম অবশ্য কিছু লেখেননি। এই টেস্টে তাঁর পারফরম্যান্স নিয়ে লিখেছেন, ‘নিজের ৫০ তম টেস্টে ম্যাচ জেতানো পারফরম্যান্স আর ম্যাচসেরা হওয়ার জন্য আপনাকে অভিনন্দন জানাই রিয়াদ ভাই। মাশা আল্লাহ!’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত