Ajker Patrika

বাবরদের ২০ শতাংশ বেতন বাড়ানোর দাবি

আপডেট : ১১ মে ২০২২, ১৯: ২৫
বাবরদের ২০ শতাংশ বেতন বাড়ানোর দাবি

রমিজ রাজা পাকিস্তান ক্রিকেট বোর্ডের( পিসিবি) দায়িত্ব নেওয়ার পর থেকে আমূল পরিবর্তন এসেছে পাকিস্তানের ক্রিকেটে। গত এপ্রিলে অস্ট্রেলিয়া সফর থেকেই ২০০ কোটি আয় করেছিল পিসিবি। শুধু মাঠের বাইরে নয় বাবর আজমরা মাঠের ক্রিকেটেও দারুণ সাফল্য এনে দিচ্ছে। 

এবার তাই  পিসিবির কেন্দ্রীয় চুক্তির বিষয়টি চূড়ান্ত করার বৈঠকে সামনে এসেছে ক্রিকেটারদের বেতন বাড়ানোর বিষয়টি। যেখানে অধিনায়ক বাবর আজম ও কোচ সাকলায়েন মুসতাক দুজনই কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন ২০ শতাংশ বাড়ানোর দাবি জানিয়েছে। 

অবশ্য চূড়ান্ত সিদ্ধান্তটি পিসিবির কর্তাদের উপর নির্ভর করছে। তবে যেহেতু তাদের বোর্ড ২০২২-২৩ বছরের জন্য বার্ষিক বাজেট বরাদ্দ শুরু করেছে তাই  খেলোয়াড়দের কাছ থেকে তাদের প্রত্যশার বিষয়টি জেনে নিচ্ছে। বৈঠকে বেতন বৃদ্ধির পাশাপাশি, চূড়ান্ত কেন্দ্রীয় চুক্তি, বেতনের জন্য সার্বিক বাজেট বরাদ্দসহ আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 

একইসঙ্গে পিসিবি ঘরোয়া কেন্দ্রীয় চুক্তিগুলোও সংশোধন করতে চাচ্ছে। বাজেট, শ্রেণীবিভাগ, মাসিক বৃদ্ধি এবং ঘরোয়া চুক্তিতে খেলোয়াড়ের সংখ্যা বোর্ড থেকে মূল্যায়ন করা হবে এবং সবশেষ  একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিড়াল মনিবকে কেন মৃত প্রাণী ‘উপহার’ দেয়

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

বৃষ্টি অপেক্ষায় রেখেছে বাংলাদেশ-জিম্বাবুয়েকে

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

শেখ হাসিনার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রত্যাহার করতে পারে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত