Ajker Patrika

ঈদের শুভেচ্ছা জানালেন মাশরাফি-সাকিব-তামিম-মুশফিকরা

আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১১: ১২
ঈদের শুভেচ্ছা জানালেন মাশরাফি-সাকিব-তামিম-মুশফিকরা

আজ পবিত্র ঈদুল ফিতর। সারা দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা দিনটি পালন করছেন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায়। পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন করছেন দেশের ক্রীড়া ব্যক্তিত্বরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের নামাজ আদায়ের একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে আসসালামু আলাইকুম… ঈদ মোবারক… সর্বশক্তিমান আমাদের সকল নেক আমল দান করুন।’

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব আল হাসান। নিজের ফেসবুক পেজে বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক লিখেছেন, ‘আপনি যেখানেই থাকুন না কেন, আপনি এবং আপনার প্রিয়জনরা একসাথে প্রতিটি মুহূর্ত উপভোগ করুন এবং নতুন বছর সবার জন্য ভালোবাসা, সুখ এবং প্রশান্তি নিয়ে আসুক। ঈদ মোবারক!’

পরিবার নিয়ে সৌদি আরবেই ঈদ উদ্‌যাপন করছেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ফেসবুক পেজে স্ত্রী ও সন্তানদের নিয়ে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আনন্দ ও ভালোবাসা ছড়িয়ে দিন। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই। আপনার ঈদ উদ্‌যাপন সুখ এবং শান্তিতে পূর্ণ হোক!’

মাশরাফির মতো সৌদিতে আছেন জামাল ভূঁইয়াও। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মক্কার কাবা শরীফের সামনে দাঁড়ানো নিজের এক ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা।’

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তামিম ইকবালও। গত রাতে চাঁদ দেখার পর বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক ফেসবুক পেজে লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা…ঈদ মোবারক।’

এ ছাড়া সামাজিক মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ, তরুণ ক্রিকেটার তাওহীদ হৃদয়সহ দেশের অনেক ক্রীড়া ব্যক্তিত্ব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত