Ajker Patrika

চাপ সামলে যুক্তরাষ্ট্রের ওপর চড়াও বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৭: ৪৪
Thumbnail image

বড় হারে ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পথচলা শুরু হয় যুক্তরাষ্ট্রের। অন্যদিকে বাংলাদেশ দুই ম্যাচ খেলে একটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালে আজ যুক্তরাষ্ট্রকে হারালে সুপার সিক্স নিশ্চিত হবে বাংলাদেশের। সেখানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত বোলিংয়ে কিছুটা চাপে রয়েছে বাংলাদেশ। 

ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালে আজও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্র অধিনায়ক রিশি রমেশ। শুরু থেকেই বাংলাদেশের দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও আদিল বিন সিদ্দিকি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন। ওভারপ্রতি চারেরও কম রান থাকে বাংলাদেশের। এরই মধ্যে দলীয় ২৯ রানে বাংলাদেশ হারায় প্রথম উইকেট। নবম ওভারের চতুর্থ বলে আদিলকে ফেরান আর্য গর্গ। ২৮ বলে ২ চারে ১৩ রান করেন আদিল।

প্রথম উইকেট পড়ার পর ৩ নম্বরে ব্যাটিংয়ে নামেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। প্রথম ১০ ওভারে বাংলাদেশ করেছে ১ উইকেটে ৩৮ রান। এরপর ধীরে ধীরে রান তোলার গতি তুলনামূলক বেশি থাকে বাংলাদেশের। দ্বিতীয় উইকেটে ৪১ বলে ৩৮ রানের জুটি গড়েন রিজওয়ান ও শিবলি। ১৬তম ওভারের তৃতীয় বলে শিবলিকে ফিরিয়ে জুটি ভাঙেন আরিন নাদকার্নি। 

দুই ওপেনার আদিল ও শিবলি ফেরার পর বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৫.৩ ওভারে ২ উইকেটে ৬৭ রান। এরপর ৪ নম্বরে ব্যাটিংয়ে নামেন আরিফুল ইসলাম। তবে আরিফুলের সঙ্গে জুটিটা বেশিক্ষণ স্থায়ী হয়নি রিজওয়ানের। দলীয় ৯৪ রানে বাংলাদেশ হারায় তৃতীয় উইকেট। ২৩তম ওভারের পঞ্চম বলে রিজওয়ানকে ফেরান পার্থ প্যাটেল। তিন উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নামেন আহরার আমিন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৩৪ ওভারে ৩ উইকেটে ১৪৮ রান। ২৬ বলে ১৬ রানে ব্যাটিং করছেন আহরার। অন্যদিকে ৬৫ বলে ৩ চারে ৫০ রানে অপরাজিত আছেন আরিফুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত