Ajker Patrika

বিপর্যয় কাটিয়ে অস্ট্রেলিয়াকে লিডও এনে দিলেন স্মিথ ও ক্যারি

ক্রীড়া ডেস্ক    
রানের জন্য দৌড়াচ্ছেন স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারি। সেঞ্চুরি করে অপরাজিত আছেন দুজনেই। ছবি: এএফপি
রানের জন্য দৌড়াচ্ছেন স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারি। সেঞ্চুরি করে অপরাজিত আছেন দুজনেই। ছবি: এএফপি

শ্রীলঙ্কার ২৫৭ রানের জবাবে প্রথম ইনিংস শুরু করে ৯১ রানেই ট্রাভিস হেড (২১), মারনাস লাবুশেন (৪) ও উসমান খাজাকে (৩৬) হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। এই অবস্থায় দলীয় ব্যাটারদের কাছে প্রত্যাশা ছিল তার চেয়ে বেশিই ভূমিকা রেখেছেন দুই ব্যাটার স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারি। দুজনের জোড়া সেঞ্চুরিতে প্রথম দিনের মতো গল টেস্টের দ্বিতীয় দিনটিও অস্ট্রেলিয়ার। ওই ৩ উইকেটেই ৩৩০ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষে ৭৩ রানের লিড নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।

৯১ রানে ৩ উইকেট খুইয়ে ফেলার পর চতুর্থ উইকেটে ২৩৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন স্মিথ ও ক্যারি। তাঁদের এই জুটি শুধু দলের ব্যাটিং বিপর্যয়ই কাটিয়ে তোলেনি, দলের বড় স্কোরের ভিতও গড়ে দিয়েছে। ৯টি চার ও ১টি ছয়ে ২৩৯ বলে ১২০ রান করে অপরাজিত আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ।

চলতি সিরিজে এটি স্মিথের টানা সেঞ্চুরি, ক্যারিয়ারের ৩৬তম। আর ১৫৬ বলে ১৩৯ রান করে অপরাজিত আছেন ক্যারি। ১৩টি চার ও ২টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। আজ টেস্টের তৃতীয় দিনে যত আগে এই জুটি ভাঙতে পারবে শ্রীলঙ্কা, তাদের জন্য ততই মঙ্গল। অস্ট্রেলিয়ার পতন হওয়া ৩ উইকেটের ২টি নিয়েছেন নিশান পেইরিস।

এর আগে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে শেষ হয় ২৫৭ রানে। আগের দিনের ২২৯ রান নিয়ে দিন শুরু করে শ্রীলঙ্কা শেষ উইকেটে যোগ করতে পারে ২৮ রান। আগের দিন ৫৯ রানে অপরাজিত থাকা কুশল মেন্ডিস এদিনও অপরাজিত থাকেন। সঙ্গীর অভাবে ৮৫ রান করে ফিরে যেতে হয় তাঁকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত