Ajker Patrika

টি-টোয়েন্টিতে সবচেয়ে লম্বা ক্যারিয়ার এখন সাকিবেরই

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১৫: ০৪
Thumbnail image

ভ্রমণের ধকল কাটিয়ে উঠতে পারলে রেকর্ডটা ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই হতে পারত। পাকিস্তানের বিপক্ষে পরশু না খেলায় অপেক্ষা একটুখানি বেড়েছিল, এই যা। সেটা হয়ে গেল আজ। 

নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে টস করতে নামতেই সাকিব হয়ে গেলেন অনন্য রেকর্ডের মালিক। টি-টোয়েন্টিতে এখন দীর্ঘতম ক্যারিয়ার তাঁর। 

২০০৬ সালে বাংলাদেশের অভিষেক টি-টোয়েন্টি দিয়ে শুরু। আছেন আজকের ম্যাচেও। কুড়ি ওভারের ক্রিকেটে সাকিবের ক্যারিয়ারের বয়স এখন ১৫ বছর ৩১৬ দিন। বাংলাদেশ অধিনায়ক ছাড়িয়ে গেছেন ভারতের কিপার-ব্যাটার দিনেশ কার্তিক ও সতীর্থ মুশফিকুর রহিমকে। 

এ ম্যাচের আগে সাকিব সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ১ সেপ্টেম্বর এশিয়া কাপে। সে সময় তাঁর ও মুশফিকের ক্যারিয়ারের দৈর্ঘ্য ছিল ১৫ বছর ২৭৭ দিন। ওই ম্যাচের পর টি-টোয়েন্টিকে বিদায় বলে দিয়েছেন মুশফিক। সে কারণে তাঁর ক্যারিয়ার আর লম্বা হওয়ার সম্ভাবনা নেই। ১৫ বছর ৩০৭ দিনের ক্যারিয়ার নিয়ে তালিকার শীর্ষে ছিলেন কার্তিক। সাকিব আজ পেছনে ফেললেন তাঁকেও। 

দীর্ঘতম টি-টোয়েন্টি ক্যারিয়ারের পরের দুটি স্থান দুই ক্যারিবীয় তারকা ডোয়াইন ব্রাভো ও ক্রিস গেইলের। তাঁরা দুজন ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই এই সংস্করণ থেকে অবসরে গেছেন। 

 প্রায় সাড়ে ৩ বছর পর ভারতের টি-টোয়েন্টি দলে ফিরে অবিশ্বাস্য ছন্দে আছেন কার্তিক। লোয়ার মিডল অর্ডারে নেমে প্রায়ই বিস্ফোরক ইনিংস উপহার দিচ্ছেন তিনি। ফিটনেসেও করেছেন নজরকাড়া উন্নতি। ৩৭ পেরিয়েও তরতাজা তরুণ মনে হচ্ছে তাঁকে। 

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরে খেলেছেন সাকিব ও কার্তিক। আছেন ১৫ বছর পরের আসরেও। এবারের বিশ্বকাপে ভালো করতে পারলে দলে টিকে যাবেন কার্তিক। ক্যারিয়ার আরও লম্বা হবে তাঁর। আরও কয়েক মাস কিংবা কয়েক বছর দীর্ঘতম টি-টোয়েন্টি ক্যারিয়ারের লড়াইটা যে সাকিব-কার্তিকের মধ্যে চলবে, সেটা না বললেও চলছে। সাকিব ইদানীং বেছে বেছে ম্যাচ খেলায় রেকর্ডটা হারানোর সম্ভাবনাও আছে। 

এমন কীর্তির দিন সাকিব অবশ্য ব্যাটিংয়ে খুব একটা ভালো করতে পারেননি। টস তো আগেই হেরেছেন। এখন ম্যাচটাও হারার পথে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে সাধারণত তিনে ব্যাটিং করে থাকলেও আজ বাংলাদেশের ৫ উইকেট পড়ার পর নেমেছেন সাকিব। করেছেন ১৬ বলে ১৬ রান। পুরো ইনিংসেই সংগ্রাম করতে দেখা গেছে তাঁকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত