ক্রীড়া ডেস্ক
শাদাব খান রেকর্ডটা গড়তে জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানকেই বেছে নিলেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শাদাব উইকেটের সেঞ্চুরি পূর্ণ করলেন। পাকিস্তানি লেগস্পিনারের রেকর্ড গড়ার দিনে রিশাদ হোসেন আরও পিছিয়ে পড়লেন।
এবারের পিএসএলে মুলতান সুলতানসের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে রিজওয়ানের নেতৃত্বাধীন সুলতানসের বিপক্ষে খেলেছে ইসলামাবাদ ইউনাইটেড। মুলতান সুলতানসের ইনিংসের ১৪তম ওভারের তৃতীয় বলে রিজওয়ান কী করবেন, সেটা ভেবেই ধন্ধে পড়ে যান। শাদাবের বল ডাউন দ্য উইকেটে এসে আলতো করে কাভারের ওপর তুলে দিয়েছেন রিজওয়ান। কাভারে সহজ ক্যাচ ধরেন সাদ মাসুদ। এই উইকেটেই পিএসএল ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন শাদাব। ১০০ উইকেট নিতে পাকিস্তানি লেগস্পিনারের লেগেছে ৮৮ ইনিংস। পিএসএলে তিনি খেলেছেন ৮৯ ম্যাচ।
শাদাবের রেকর্ড গড়ার রাতে ইসলামাবাদ ইউনাইটেড পেয়েছে ৭ উইকেটের সহজ জয়। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া রিজওয়ানের মুলতান সুলতানস ২০ ওভারে ৫ উইকেটে ১৬৮ রান করেছে। জয়ের লক্ষ্যে নেমে ইসলামাবাদ ১৭.১ ওভারে ৩ উইকেটে ১৭১ রান তুলে ফেলে। শাদাবের ইসলামাবাদ ইউনাইটেডের সতীর্থ জেসন হোল্ডারও পেয়েছেন ১ উইকেট। তাতে ২০২৫ পিএসএলে ১২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারীর জায়গাটা পাকা করলেন হোল্ডার। তাঁর সতীর্থ শাদাব এবারের টুর্নামেন্টে পেয়েছেন ৯ উইকেট। পাকিস্তানি লেগস্পিনার তাতে এককভাবে তিন নম্বরে অবস্থান করছেন। ৮ উইকেট নিয়ে রিশাদ, আব্বাস আফ্রিদি যৌথভাবে চারে অবস্থান করছেন। রিশাদ খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে। আর করাচি কিংসের জার্সিতে খেলছেন আফ্রিদি।
করাচি কিংসের হয়ে খেলা হাসান ১০ উইকেট নিয়ে এবারের পিএসএলে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারীও তিনি। পিএসএলের দশ আসর মিলিয়ে নিয়েছেন ১১৮ উইকেট। ১১৩ ও ১০৯ উইকেট নিয়ে দুই ও তিনে ওয়াহাব রিয়াজ ও শাহিন শাহ আফ্রিদি। শাহিন ২০১৮ থেকে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন তিনি। আর ইসলামাবাদে শাদাব খেলছেন ২০১৭ থেকে।
রিশাদের লাহোর কালান্দার্স আজ খেলবে পেশোয়ার জালমির বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে পেশোয়ার জালমি-লাহোর কালান্দার্স ম্যাচ। ৪ ম্যাচে ২ জয় ও ২ হারে ৪ পয়েন্ট নিয়ে লাহোর পয়েন্ট টেবিলের তিনে। চারে থাকা পেশোয়ারের পয়েন্ট ২। তারাও খেলেছে ৪ ম্যাচ।
পাকিস্তান সুপার লিগে সর্বোচ্চ উইকেটশিকারী পাঁচ বোলার
উইকেট ইকোনমি ইনিংস
হাসান আলী ১১৮ ৮.০৩ ৮৬
ওয়াহাব রিয়াজ ১১৩ ৭.৭৯ ৮৭
শাহিন শাহ আফ্রিদি ১০৯ ৮.০৩ ৭৫
শাদাব খান ১০০ ৭.৬২ ৮৮
ফাহিম আশরাফ ৭৯ ৮.৫৫ ৭৩
*২০২৫-এর ২৩ এপ্রিল মুলতান সুলতানস-ইসলামাবাদ ইউনাইটেড ম্যাচ পর্যন্ত
শাদাব খান রেকর্ডটা গড়তে জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানকেই বেছে নিলেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শাদাব উইকেটের সেঞ্চুরি পূর্ণ করলেন। পাকিস্তানি লেগস্পিনারের রেকর্ড গড়ার দিনে রিশাদ হোসেন আরও পিছিয়ে পড়লেন।
এবারের পিএসএলে মুলতান সুলতানসের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে রিজওয়ানের নেতৃত্বাধীন সুলতানসের বিপক্ষে খেলেছে ইসলামাবাদ ইউনাইটেড। মুলতান সুলতানসের ইনিংসের ১৪তম ওভারের তৃতীয় বলে রিজওয়ান কী করবেন, সেটা ভেবেই ধন্ধে পড়ে যান। শাদাবের বল ডাউন দ্য উইকেটে এসে আলতো করে কাভারের ওপর তুলে দিয়েছেন রিজওয়ান। কাভারে সহজ ক্যাচ ধরেন সাদ মাসুদ। এই উইকেটেই পিএসএল ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন শাদাব। ১০০ উইকেট নিতে পাকিস্তানি লেগস্পিনারের লেগেছে ৮৮ ইনিংস। পিএসএলে তিনি খেলেছেন ৮৯ ম্যাচ।
শাদাবের রেকর্ড গড়ার রাতে ইসলামাবাদ ইউনাইটেড পেয়েছে ৭ উইকেটের সহজ জয়। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া রিজওয়ানের মুলতান সুলতানস ২০ ওভারে ৫ উইকেটে ১৬৮ রান করেছে। জয়ের লক্ষ্যে নেমে ইসলামাবাদ ১৭.১ ওভারে ৩ উইকেটে ১৭১ রান তুলে ফেলে। শাদাবের ইসলামাবাদ ইউনাইটেডের সতীর্থ জেসন হোল্ডারও পেয়েছেন ১ উইকেট। তাতে ২০২৫ পিএসএলে ১২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারীর জায়গাটা পাকা করলেন হোল্ডার। তাঁর সতীর্থ শাদাব এবারের টুর্নামেন্টে পেয়েছেন ৯ উইকেট। পাকিস্তানি লেগস্পিনার তাতে এককভাবে তিন নম্বরে অবস্থান করছেন। ৮ উইকেট নিয়ে রিশাদ, আব্বাস আফ্রিদি যৌথভাবে চারে অবস্থান করছেন। রিশাদ খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে। আর করাচি কিংসের জার্সিতে খেলছেন আফ্রিদি।
করাচি কিংসের হয়ে খেলা হাসান ১০ উইকেট নিয়ে এবারের পিএসএলে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারীও তিনি। পিএসএলের দশ আসর মিলিয়ে নিয়েছেন ১১৮ উইকেট। ১১৩ ও ১০৯ উইকেট নিয়ে দুই ও তিনে ওয়াহাব রিয়াজ ও শাহিন শাহ আফ্রিদি। শাহিন ২০১৮ থেকে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন তিনি। আর ইসলামাবাদে শাদাব খেলছেন ২০১৭ থেকে।
রিশাদের লাহোর কালান্দার্স আজ খেলবে পেশোয়ার জালমির বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে পেশোয়ার জালমি-লাহোর কালান্দার্স ম্যাচ। ৪ ম্যাচে ২ জয় ও ২ হারে ৪ পয়েন্ট নিয়ে লাহোর পয়েন্ট টেবিলের তিনে। চারে থাকা পেশোয়ারের পয়েন্ট ২। তারাও খেলেছে ৪ ম্যাচ।
পাকিস্তান সুপার লিগে সর্বোচ্চ উইকেটশিকারী পাঁচ বোলার
উইকেট ইকোনমি ইনিংস
হাসান আলী ১১৮ ৮.০৩ ৮৬
ওয়াহাব রিয়াজ ১১৩ ৭.৭৯ ৮৭
শাহিন শাহ আফ্রিদি ১০৯ ৮.০৩ ৭৫
শাদাব খান ১০০ ৭.৬২ ৮৮
ফাহিম আশরাফ ৭৯ ৮.৫৫ ৭৩
*২০২৫-এর ২৩ এপ্রিল মুলতান সুলতানস-ইসলামাবাদ ইউনাইটেড ম্যাচ পর্যন্ত
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টের পরই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলার জন্য অনাপত্তিপত্র নাহিদ রানাকে আগেই দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সিলেটে সিরিজের প্রথম টেস্ট গতকাল চার দিনে শেষ হয়েছে। এবার জানা গেল রানার পাকিস্তানে উড়াল দেওয়ার সময়।
৮ মিনিট আগেএ বছরের জুন-জুলাইয়ে হওয়ার কথা ছিল সাফের ১৫তম আসর। তবে দক্ষিণ এশিয়ার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের সময় পিছিয়ে গেল। পিছিয়ে যাওয়া সাফ হবে আগামী বছরে।
১ ঘণ্টা আগেপাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথম দুই ম্যাচে রিশাদ হোসেনের শুরু হয়েছিল। লাহোর কালান্দার্সের জার্সিতে তিনটি করে উইকেট নিয়েছিলেন সেই দুই ম্যাচে। তবে পরশু মুলতান সুলতানসের বিপক্ষে বাজে পারফরম্যান্স করেছেন তিনি। ৪ ওভারে ৪৫ রানে নিয়েছেন ২ উইকেট। আজ রাতে লাহোর কালান্দার্স খেলবে পেশোয়ার জালমির বিপক্ষে।
২ ঘণ্টা আগেমাঠের পারফরম্যান্সে নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না ভিনিসিয়ুস জুনিয়র। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল—সব জায়গাতেই গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছেন না তিনি। ব্রাজিলের এই ফরোয়ার্ড কড়া শাস্তি পেতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
২ ঘণ্টা আগে