ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত ১০ বছরে কত কিছুই বদলে গেছে বদলায়নি শুধু মুম্বাই ইন্ডিয়ানসের প্রথম ম্যাচ ভাগ্য। আইপিএলে শেষ দশ বছরে প্রতি মৌসুমেই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে মুম্বাইয়ের দলটি। অবস্থা এমন পর্যায়ে গেছে যেন প্রথম ম্যাচ হার তাদের নিয়তি নির্ধারিত! এটাকে রীতিমতো শিল্পে রূপ দিয়েছে মুম্বাই।
আইপিএলের ১৫তম আসরের দ্বিতীয় দিনে গতকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নেমেছিল মুম্বাই। আগের নয় আসরের ধারাবাহিকতা ধরে রেখে এবারও তারা শুরুটা করেছে হার দিয়ে। দিল্লির কাছে রোহিত শর্মার দলের হার ৪ উইকেটে। এই হারে গত ১০ বছরে নিজেদের প্রথম ম্যাচে হারের বৃত্ত ভাঙতে পারল না মুম্বাই।
এর শুরুটা হয়েছিল ২০১৩ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হার দিয়ে। সে বছর শেষ পর্যন্ত অবশ্য তারাই শিরোপা জিতেছিল। যেটি ছিল তাদের প্রথম আইপিএল শিরোপা। এরপর আরও চারবার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই। অথচ এর আগের চার আসরে জয় দিয়ে মৌসুম শুরু করেও সুবিধা করতে পারেনি মুম্বাই। এরপর থেকে প্রতিবার হার দিয়ে মৌসুম শুরু করেছে মুম্বাই।
আর কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে কোনো দল নিজেদের প্রথম ম্যাচে টানা এত ম্যাচে হারেনি। হার দিয়ে আইপিএল শুরু করলেও সবচেয়ে বেশিবার বাজিমাত করেছে মুম্বাই। আইপিএলে সবচেয়ে সফল দল হিসেবে জিতেছে ৫ শিরোপা।
গত রাতে দিল্লির কাছে হারের সঙ্গে আরেকটি দুঃসংবাদ পেয়েছে মুম্বাই। মন্থর ওভার রেটের কারণে শাস্তির খড়্গ নেমে এসেছে অধিনায়ক রোহিত শর্মার ওপর। তাঁকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত ১০ বছরে কত কিছুই বদলে গেছে বদলায়নি শুধু মুম্বাই ইন্ডিয়ানসের প্রথম ম্যাচ ভাগ্য। আইপিএলে শেষ দশ বছরে প্রতি মৌসুমেই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে মুম্বাইয়ের দলটি। অবস্থা এমন পর্যায়ে গেছে যেন প্রথম ম্যাচ হার তাদের নিয়তি নির্ধারিত! এটাকে রীতিমতো শিল্পে রূপ দিয়েছে মুম্বাই।
আইপিএলের ১৫তম আসরের দ্বিতীয় দিনে গতকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নেমেছিল মুম্বাই। আগের নয় আসরের ধারাবাহিকতা ধরে রেখে এবারও তারা শুরুটা করেছে হার দিয়ে। দিল্লির কাছে রোহিত শর্মার দলের হার ৪ উইকেটে। এই হারে গত ১০ বছরে নিজেদের প্রথম ম্যাচে হারের বৃত্ত ভাঙতে পারল না মুম্বাই।
এর শুরুটা হয়েছিল ২০১৩ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হার দিয়ে। সে বছর শেষ পর্যন্ত অবশ্য তারাই শিরোপা জিতেছিল। যেটি ছিল তাদের প্রথম আইপিএল শিরোপা। এরপর আরও চারবার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই। অথচ এর আগের চার আসরে জয় দিয়ে মৌসুম শুরু করেও সুবিধা করতে পারেনি মুম্বাই। এরপর থেকে প্রতিবার হার দিয়ে মৌসুম শুরু করেছে মুম্বাই।
আর কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে কোনো দল নিজেদের প্রথম ম্যাচে টানা এত ম্যাচে হারেনি। হার দিয়ে আইপিএল শুরু করলেও সবচেয়ে বেশিবার বাজিমাত করেছে মুম্বাই। আইপিএলে সবচেয়ে সফল দল হিসেবে জিতেছে ৫ শিরোপা।
গত রাতে দিল্লির কাছে হারের সঙ্গে আরেকটি দুঃসংবাদ পেয়েছে মুম্বাই। মন্থর ওভার রেটের কারণে শাস্তির খড়্গ নেমে এসেছে অধিনায়ক রোহিত শর্মার ওপর। তাঁকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে