Ajker Patrika

ভারতের আবেদনে সিদ্ধান্ত বদলাল আইসিসি

আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৬: ০৬
ভারতের আবেদনে সিদ্ধান্ত বদলাল আইসিসি

ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট দ্রুত শেষ হওয়ায় আইসিসির থেকে বাজে রেটিং পেয়েছিল ইন্দোরের পিচ। এরপর আইসিসির বিরুদ্ধে আপিল করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআইয়ের আবেদনে সিদ্ধান্ত বদলাল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। 

আইসিসির মহাব্যবস্থাপক ওয়াসিম খান ও ক্রিকেট কমিটির সদস্য রজার হারপারের নেতৃত্বাধীন আপিল প্যানেল টেস্টের ফুটেজ পর্যালোচনা করে দেখেছে। বাজে রেটিং থেকে গড়পড়তা রেটিং দিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। তাতে ডিমেরিট পয়েন্ট ৩ থেকে কমে হয়েছে ১।

ইন্দোরে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে খেলা হয়েছিল ১৮৯.১ ওভার, উইকেট পড়েছে ৩১টি, যেখানে ২৬টিই পেয়েছেন স্পিনাররা। ম্যাচ রেফারি ক্রিস ব্রড এই পিচকে বাজে আখ্যা দিয়ে ৩ ডিমেরিট পয়েন্ট দিয়েছিলেন। ৩ ডিমেরিট পয়েন্ট দেওয়াকে বাড়াবাড়ি দাবি করেছিলেন সুনীল গাভাস্কার। ভারতীয় ক্রিকেট কিংবদন্তি বলেছিলেন, ‘একটা ব্যাপার আমার জানতে ইচ্ছে করে। ব্রিসবেনের গ্যাবায় নভেম্বরে যে টেস্ট ম্যাচ হয়েছে, তা তো দুই দিনে শেষ হয়ে গেছে। পিচকে কত ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল? তখন ম্যাচ রেফারি কে ছিলেন? আমার মতে, এই পিচে (ইন্দোর) ৩ ডিমেরিট পয়েন্ট একটু বাড়াবাড়ি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত