ক্রীড়া ডেস্ক
মার্চে শুরু হচ্ছে ২০২৫ আইপিএল—এই খবর বহু পুরোনো। তবে মার্চের কয় তারিখ থেকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হবে, সূচি প্রকাশ না করায় তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সেকারণে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ নিয়ে একেক সময় একেক রকম কথা শোনা যাচ্ছে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) গতকাল এক অনুষ্ঠানে ২০২৫ আইপিএলের জন্য রজত পাতিদারকে অধিনায়ক নির্বাচিত করেছে। আইপিএলে বেঙ্গালুরুর অষ্টম ক্রিকেটার হিসেবে পাতিদার নেতৃত্ব দেবেন দলকে। ক্রিকবাজের গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে, ২২ মার্চ আরসিবি-কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে শুরু হচ্ছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতার ইডেন গার্ডেনসে হবে ম্যাচটি। পরের দিন হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দারাবাদ ও রাজস্থান রয়্যালস। এই দুই ম্যাচের তারিখ ছাড়া আর কিছুই জানা যায়নি।
ক্রিকবাজের গত রাতের প্রতিবেদন সত্য হলে ২২ মার্চকে আইপিএল শুরুর দিন ধরে নেওয়া যায়। কিন্তু আনুষ্ঠানিক সূচি প্রকাশ হলে সেটা যে পরিবর্তিত হবে না, সেটার কী নিশ্চয়তা আছে! এর আগে গত ১২ জানুয়ারি মুম্বাইয়ে বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভার (এসজিএম) পর আইপিএল শুরুর দিন সম্পর্কে একটি তথ্য পাওয়া গিয়েছিল। তখন ক্রিকইনফোতে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গিয়েছিল, ২১ মার্চ শুরু হবে ১৮তম আইপিএল। এখন ঘড়ির কাঁটা আরেকটু পিছিয়ে নেওয়া যাক। সৌদি আরবের জেদ্দায় গত বছর আইপিএলের মেগা নিলামের আগেই ২০২৫ থেকে ২০২৭ পর্যন্ত এই টুর্নামেন্টের সূচি ফাঁস হয়েছিল। তখন বলা হয়েছিল, ২০২৫ আইপিএল শুরু হচ্ছে ১৪ মার্চ।
২০২৫ আইপিএলের ফাইনালের দিন অবশ্য ২৫ মে শোনা যাচ্ছে এখন পর্যন্ত। ক্রিকবাজের গত রাতের প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ মে কলকাতায় হবে ফাইনাল।এই প্রতিবেদনেই জানা গেছে, আহমেদাবাদ, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, লক্ষ্ণৌ, মুল্যানপুর, দিল্লি, জয়পুর, কলকাতা, হায়দরাবাদ, গুয়াহাটি, ধর্মশালা—এই ১২ ভেন্যুতে হতে যাচ্ছে ১৮তম আইপিএল। গুয়াহাটিকে রাজস্থান রয়্যালস তাদের দ্বিতীয় ভেন্যু হিসেবে বেছে নিয়েছে। ২৬ মার্চ গুয়াহাটিতে মুখোমুখি হবে রাজস্থান-কলকাতা। এই ভেন্যুতে ৩০ মার্চ চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে রাজস্থান। ক্রিকবাজ আরও জানিয়েছে, ধর্মশালায় এবারের আইপিএলে তিনটি ম্যাচ হতে পারে। আগের ঘোষণা অনুযায়ী, প্লে- অফের প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর হবে হায়দরাবাদে। ফাইনালের মতো দ্বিতীয় কোয়ালিফায়ারও হবে কলকাতায়।
২০২৪-এর ২৪ নভেম্বর ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হয়েছে ২০২৫ আইপিএলের মেগা নিলাম। এই নিলাম থেকে ২৭ কোটি রুপিতে ঋষভ পন্তকে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। যা আইপিএল ইতিহাসেই সর্বোচ্চ। তাঁকেই অধিনায়ক করেছে লক্ষ্ণৌ। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ কোটি ৭৫ লাখ রুপি দাম উঠেছে শ্রেয়াস আইয়ারের। এই মেগা নিলামেই তাঁকে এমন দামে কিনেছে পাঞ্জাব কিংস। শ্রেয়াস এবারের আইপিএলে পাঞ্জাব কিংসের অধিনায়ক। ২০২৪ আইপিএলে তাঁর নেতৃত্বে কলকাতা চ্যাম্পিয়ন হয়েছিল।
মার্চে শুরু হচ্ছে ২০২৫ আইপিএল—এই খবর বহু পুরোনো। তবে মার্চের কয় তারিখ থেকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হবে, সূচি প্রকাশ না করায় তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সেকারণে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ নিয়ে একেক সময় একেক রকম কথা শোনা যাচ্ছে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) গতকাল এক অনুষ্ঠানে ২০২৫ আইপিএলের জন্য রজত পাতিদারকে অধিনায়ক নির্বাচিত করেছে। আইপিএলে বেঙ্গালুরুর অষ্টম ক্রিকেটার হিসেবে পাতিদার নেতৃত্ব দেবেন দলকে। ক্রিকবাজের গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে, ২২ মার্চ আরসিবি-কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে শুরু হচ্ছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতার ইডেন গার্ডেনসে হবে ম্যাচটি। পরের দিন হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দারাবাদ ও রাজস্থান রয়্যালস। এই দুই ম্যাচের তারিখ ছাড়া আর কিছুই জানা যায়নি।
ক্রিকবাজের গত রাতের প্রতিবেদন সত্য হলে ২২ মার্চকে আইপিএল শুরুর দিন ধরে নেওয়া যায়। কিন্তু আনুষ্ঠানিক সূচি প্রকাশ হলে সেটা যে পরিবর্তিত হবে না, সেটার কী নিশ্চয়তা আছে! এর আগে গত ১২ জানুয়ারি মুম্বাইয়ে বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভার (এসজিএম) পর আইপিএল শুরুর দিন সম্পর্কে একটি তথ্য পাওয়া গিয়েছিল। তখন ক্রিকইনফোতে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গিয়েছিল, ২১ মার্চ শুরু হবে ১৮তম আইপিএল। এখন ঘড়ির কাঁটা আরেকটু পিছিয়ে নেওয়া যাক। সৌদি আরবের জেদ্দায় গত বছর আইপিএলের মেগা নিলামের আগেই ২০২৫ থেকে ২০২৭ পর্যন্ত এই টুর্নামেন্টের সূচি ফাঁস হয়েছিল। তখন বলা হয়েছিল, ২০২৫ আইপিএল শুরু হচ্ছে ১৪ মার্চ।
২০২৫ আইপিএলের ফাইনালের দিন অবশ্য ২৫ মে শোনা যাচ্ছে এখন পর্যন্ত। ক্রিকবাজের গত রাতের প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ মে কলকাতায় হবে ফাইনাল।এই প্রতিবেদনেই জানা গেছে, আহমেদাবাদ, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, লক্ষ্ণৌ, মুল্যানপুর, দিল্লি, জয়পুর, কলকাতা, হায়দরাবাদ, গুয়াহাটি, ধর্মশালা—এই ১২ ভেন্যুতে হতে যাচ্ছে ১৮তম আইপিএল। গুয়াহাটিকে রাজস্থান রয়্যালস তাদের দ্বিতীয় ভেন্যু হিসেবে বেছে নিয়েছে। ২৬ মার্চ গুয়াহাটিতে মুখোমুখি হবে রাজস্থান-কলকাতা। এই ভেন্যুতে ৩০ মার্চ চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে রাজস্থান। ক্রিকবাজ আরও জানিয়েছে, ধর্মশালায় এবারের আইপিএলে তিনটি ম্যাচ হতে পারে। আগের ঘোষণা অনুযায়ী, প্লে- অফের প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর হবে হায়দরাবাদে। ফাইনালের মতো দ্বিতীয় কোয়ালিফায়ারও হবে কলকাতায়।
২০২৪-এর ২৪ নভেম্বর ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হয়েছে ২০২৫ আইপিএলের মেগা নিলাম। এই নিলাম থেকে ২৭ কোটি রুপিতে ঋষভ পন্তকে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। যা আইপিএল ইতিহাসেই সর্বোচ্চ। তাঁকেই অধিনায়ক করেছে লক্ষ্ণৌ। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ কোটি ৭৫ লাখ রুপি দাম উঠেছে শ্রেয়াস আইয়ারের। এই মেগা নিলামেই তাঁকে এমন দামে কিনেছে পাঞ্জাব কিংস। শ্রেয়াস এবারের আইপিএলে পাঞ্জাব কিংসের অধিনায়ক। ২০২৪ আইপিএলে তাঁর নেতৃত্বে কলকাতা চ্যাম্পিয়ন হয়েছিল।
মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা। ১৯.৩ ওভারে ১১০ রানেই গুটিয়ে গেছে সফরকারীরা। পাকিস্তানের তিন ব্যাটারই শুধু দুই অঙ্কের ঘরে পোঁছাতে পেরেছেন।
১ ঘণ্টা আগেমিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিংয়ে পাওয়ার-প্লেতে পাকিস্তানকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ। ৬ ওভার শেষে ৪ উইকেটে ৪১ রান পাকিস্তানের। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, শেখ মেহেদী, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
২ ঘণ্টা আগেশূন্যে কয়েন ছুড়লেন স্বাগতিক অধিনায়ক লিটন দাস। সফরকারী দল পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা ‘কল’ দিলেন। এবার ভাগ্য লিটনের পক্ষে কথা বলেছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে টসে জিতেছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টানা ৯ ম্যাচে টস হারের পর অবশেষে এবার জিতলেন লিটন। দলের একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলেছিলেন তিনি। সিরিজ জয়ের পরের দুই ম্যাচে ছিলেন না একাদশে।
৩ ঘণ্টা আগে