ক্রীড়া ডেস্ক
টেস্টে ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে জয় ওয়েস্ট ইন্ডিজের। সেন্ট জোনসে ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রান তাড়া করে জিতেছিল ক্যারিবীয়রা। চেন্নাই টেস্টে বাংলাদেশের সামনে লক্ষ্য—৫১৫ রান। এই বিশাল রানের পাহাড় ডিঙিয়ে জয়ের আশা যেন ‘আকাশকুসুম’ কল্পনা। তার মধ্যে সফরকারীরা তৃতীয় দিন পার করেছে ৪ উইকেট হারিয়ে।
আজ সেঞ্চুরি পাওয়া ভারতীয় ব্যাটার শুবমান গিলের মতে এম. চিদাম্বরম স্টেডিয়ামের উইকেট ব্যাটিং বান্ধব হয়ে উঠলেও বাকি ৬ উইকেট নিয়ে টানা দুই দিন ব্যাট করা অবিশ্বাস্য ব্যাপার বাংলাদেশের জন্য। ৫১ রান নিয়ে আগামীকাল চতুর্থ দিন শুরু করবেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে প্রথম ইনিংসে ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে উইকেট দিয়ে আসা—শিষ্যদের নিয়ে হতাশ বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হেম্প। তবে তিনি মনে করেন উইকেটে যে আসুক, ইনিংসটা বড় করা উচিত।
দিন শেষে নিয়ে আজ সংবাদ সম্মেলনে হেম্প বলেন, ‘কেউ ৩০-৪০ রান করলে তার ইনিংসটা বড় করা উচিত, কঠিন কাজটা করে ফেলার পর এখন সুযোগটা কাজে লাগানো তার দরকার। পাকিস্তানের বিপক্ষে খণ্ড-খণ্ডভাবে এই বিষয়টা দেখা গেছে। এই ব্যাপারটি নিয়ে আমরা কাজ করছি, এটা নিয়ে আমাদের নজরে আছে। তবে আমার কাছে এই মুহূর্তে লক্ষ্য হচ্ছে ব্যাটিং অ্যাপ্রোচটা ঠিক করা। একবার শুরুটা পেয়ে গেলে, ২০-৩০টা বল (ডেলিভারি) কেউ খেলে ফেললে তার একটা ধারণা হয়ে যায়, কি হচ্ছে মাঠে। তখন তার লম্বা ইনিংস খেলাটা জরুরি। কিন্তু এটা আমাদের খুব একটা ভালো হচ্ছে না। কেউ যদি ৪০-৫০-৬০ বল খেলে ফেলে তাহলে তার উচিত ১২০ বল অন্তত খেলা, তার অবদানটাকে অর্থবহ করে তোলা।’
ব্যাটিংয়ে নেমে দুই ইনিংসে শুরুতে চাপে পড়লেও বাংলাদেশকে ভুগিয়েছে ভারতীয় ব্যাটাররা। বোলাররাও কম যাননি। আজ রবিচন্দ্রন অশ্বিন ঘূর্ণিতে কাবু করেছেন সফরকারী ব্যাটারদের। ভারতীয়দের বোলিং দক্ষতা নিয়ে হেম্প বলেন, ‘ভারতীয় বোলাররা বেশ দক্ষ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সঙ্গে তাদের লড়াই চলে সমানে সমানে। আমাদের তাদের মতো হওয়া দরকার। আমাদের ব্যাটিংটাকে গুরুত্ব দিয়ে ম্যাচের চাহিদা অনুযায়ী খেলতে হবে। না হয় এই সমস্যা থেকে বের হওয়া যাবে না সহজে।’
বাংলাদেশ দলে ইনিংসের শুরুতে চারজন টানা বাঁহাতি ব্যাটার। প্রতিপক্ষও সেটি মাথায় রেখে বোলিং কৌশল সাজিয়েছে। চেন্নাই টেস্টে ভারত বোলিং ফাঁদ ফেলে উইকেট তুলে নিয়েছে নিয়মিত বিরতিতে। কখনো বাংলাদেশের ব্যাটাররা নিজেরাই উইকেট বিলিয়ে দিয়েছে। সেই প্রসঙ্গটা টেনে হেম্প বলেন, ‘আসলে আমাদের হাতে এখন এর থেকে বেশি বিকল্প নেই। বাঁহাতি একাধিক হলেও একজনের শক্তির জায়গা একেক রকম। এটা খুব বেশি গুরুত্ববহ করে না ম্যাচে। তবে সম্পদের সেরা ব্যবহারটা ভালোভাবে জানা থাকলে অনেক সময় দারুণ ভূমিকা রাখা যায় ম্যাচে।’
দুই ইনিংসে বাংলাদেশের তিন টপ অর্ডার জাকির-সাদমান-মুমিনুল ইনিংস বড় করতে পারেননি। তাঁদের আউটের ধরনগুলোও ম্যাচ পরিস্থিতিতে প্রশ্নবিদ্ধ। আক্রমণের সময় আক্রমণ, রক্ষণাত্মক সময় রক্ষণাত্মক—এই মানসিকতা দেখা যায়নি তাঁদের মধ্যে। এই জায়গায় বাংলাদেশের ব্যাটারদের ঘাটতি রয়েছে মনে করেন হেম্প, ‘হ্যা এটা নিয়ে আমরা কথা বলছি। কোচ এই ব্যাপারে সচেতন। আমরা অনুশীলনে দলীয় আলোচনায় এগুলো তুলছি। বলছি ম্যাচে মানসিক শক্তিটা বেশ শক্ত থাকতে হয়। পরিস্থিতিতে থিতু হওয়া জরুরি, যেখানে আমরা ব্যর্থ। এই ব্যর্থতাগুলোকে আমরা ঝেড়ে ফেলতে চাই। আমরা সামনে তাকাতে চাই। উন্নতির বিকল্প নেই।’
টেস্টে ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে জয় ওয়েস্ট ইন্ডিজের। সেন্ট জোনসে ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রান তাড়া করে জিতেছিল ক্যারিবীয়রা। চেন্নাই টেস্টে বাংলাদেশের সামনে লক্ষ্য—৫১৫ রান। এই বিশাল রানের পাহাড় ডিঙিয়ে জয়ের আশা যেন ‘আকাশকুসুম’ কল্পনা। তার মধ্যে সফরকারীরা তৃতীয় দিন পার করেছে ৪ উইকেট হারিয়ে।
আজ সেঞ্চুরি পাওয়া ভারতীয় ব্যাটার শুবমান গিলের মতে এম. চিদাম্বরম স্টেডিয়ামের উইকেট ব্যাটিং বান্ধব হয়ে উঠলেও বাকি ৬ উইকেট নিয়ে টানা দুই দিন ব্যাট করা অবিশ্বাস্য ব্যাপার বাংলাদেশের জন্য। ৫১ রান নিয়ে আগামীকাল চতুর্থ দিন শুরু করবেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে প্রথম ইনিংসে ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে উইকেট দিয়ে আসা—শিষ্যদের নিয়ে হতাশ বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হেম্প। তবে তিনি মনে করেন উইকেটে যে আসুক, ইনিংসটা বড় করা উচিত।
দিন শেষে নিয়ে আজ সংবাদ সম্মেলনে হেম্প বলেন, ‘কেউ ৩০-৪০ রান করলে তার ইনিংসটা বড় করা উচিত, কঠিন কাজটা করে ফেলার পর এখন সুযোগটা কাজে লাগানো তার দরকার। পাকিস্তানের বিপক্ষে খণ্ড-খণ্ডভাবে এই বিষয়টা দেখা গেছে। এই ব্যাপারটি নিয়ে আমরা কাজ করছি, এটা নিয়ে আমাদের নজরে আছে। তবে আমার কাছে এই মুহূর্তে লক্ষ্য হচ্ছে ব্যাটিং অ্যাপ্রোচটা ঠিক করা। একবার শুরুটা পেয়ে গেলে, ২০-৩০টা বল (ডেলিভারি) কেউ খেলে ফেললে তার একটা ধারণা হয়ে যায়, কি হচ্ছে মাঠে। তখন তার লম্বা ইনিংস খেলাটা জরুরি। কিন্তু এটা আমাদের খুব একটা ভালো হচ্ছে না। কেউ যদি ৪০-৫০-৬০ বল খেলে ফেলে তাহলে তার উচিত ১২০ বল অন্তত খেলা, তার অবদানটাকে অর্থবহ করে তোলা।’
ব্যাটিংয়ে নেমে দুই ইনিংসে শুরুতে চাপে পড়লেও বাংলাদেশকে ভুগিয়েছে ভারতীয় ব্যাটাররা। বোলাররাও কম যাননি। আজ রবিচন্দ্রন অশ্বিন ঘূর্ণিতে কাবু করেছেন সফরকারী ব্যাটারদের। ভারতীয়দের বোলিং দক্ষতা নিয়ে হেম্প বলেন, ‘ভারতীয় বোলাররা বেশ দক্ষ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সঙ্গে তাদের লড়াই চলে সমানে সমানে। আমাদের তাদের মতো হওয়া দরকার। আমাদের ব্যাটিংটাকে গুরুত্ব দিয়ে ম্যাচের চাহিদা অনুযায়ী খেলতে হবে। না হয় এই সমস্যা থেকে বের হওয়া যাবে না সহজে।’
বাংলাদেশ দলে ইনিংসের শুরুতে চারজন টানা বাঁহাতি ব্যাটার। প্রতিপক্ষও সেটি মাথায় রেখে বোলিং কৌশল সাজিয়েছে। চেন্নাই টেস্টে ভারত বোলিং ফাঁদ ফেলে উইকেট তুলে নিয়েছে নিয়মিত বিরতিতে। কখনো বাংলাদেশের ব্যাটাররা নিজেরাই উইকেট বিলিয়ে দিয়েছে। সেই প্রসঙ্গটা টেনে হেম্প বলেন, ‘আসলে আমাদের হাতে এখন এর থেকে বেশি বিকল্প নেই। বাঁহাতি একাধিক হলেও একজনের শক্তির জায়গা একেক রকম। এটা খুব বেশি গুরুত্ববহ করে না ম্যাচে। তবে সম্পদের সেরা ব্যবহারটা ভালোভাবে জানা থাকলে অনেক সময় দারুণ ভূমিকা রাখা যায় ম্যাচে।’
দুই ইনিংসে বাংলাদেশের তিন টপ অর্ডার জাকির-সাদমান-মুমিনুল ইনিংস বড় করতে পারেননি। তাঁদের আউটের ধরনগুলোও ম্যাচ পরিস্থিতিতে প্রশ্নবিদ্ধ। আক্রমণের সময় আক্রমণ, রক্ষণাত্মক সময় রক্ষণাত্মক—এই মানসিকতা দেখা যায়নি তাঁদের মধ্যে। এই জায়গায় বাংলাদেশের ব্যাটারদের ঘাটতি রয়েছে মনে করেন হেম্প, ‘হ্যা এটা নিয়ে আমরা কথা বলছি। কোচ এই ব্যাপারে সচেতন। আমরা অনুশীলনে দলীয় আলোচনায় এগুলো তুলছি। বলছি ম্যাচে মানসিক শক্তিটা বেশ শক্ত থাকতে হয়। পরিস্থিতিতে থিতু হওয়া জরুরি, যেখানে আমরা ব্যর্থ। এই ব্যর্থতাগুলোকে আমরা ঝেড়ে ফেলতে চাই। আমরা সামনে তাকাতে চাই। উন্নতির বিকল্প নেই।’
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
২ ঘণ্টা আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
৩ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
৩ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
৪ ঘণ্টা আগে