Ajker Patrika

দল পাননি তামিম-লিটন, পেয়েছেন সাকিব-তাসকিন

আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ১৮: ৪০
দল পাননি তামিম-লিটন, পেয়েছেন সাকিব-তাসকিন

২০২৩ বিশ্বকাপের বাংলাদেশ দলে ডাক পাননি তামিম ইকবাল। নাম দিয়েছিলেন আবুধাবি টি-টেন লিগের ড্রাফটে। সেখানেও কোনো দল তাঁকে কেনার আগ্রহ দেখায়নি। অন্যদিকে একই দলে আছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। 

তামিমের মতো ড্রাফটে নাম দিয়েও দল পাননি লিটন দাস। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট—সব জায়গাতেই এ বছর লিটনের সময়টা যাচ্ছে দুঃস্বপ্নের মতো। তামিম-লিটন দল না পেলেও ড্রাফট থেকে দল পেয়েছেন তাসকিন আহমেদ। তাসকিনকে দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স। এর আগেও তাঁর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। এ বছরের জুলাইয়ে জিম্বাবুয়েতে জিম আফ্রো টি-টেনে বাংলাদেশের এই পেসার খেলেছেন। ৭.৮৫ ইকোনমিতে নিয়েছেন ১১ উইকেট। টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এ বছর নিয়েছেন ৪২ উইকেট। বাংলাদেশের বোলারদের মধ্যে এখন পর্যন্ত এ বছর সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। 

অন্যদিকে আইকন ক্রিকেটার হিসেবে সাকিবকে রেখে দিয়েছে বাংলা টাইগার্স। এই মুহূর্তে ২০২৩ বিশ্বকাপে সাকিবের নেতৃত্বে ভারতে বিশ্বকাপ খেলছে বাংলাদেশ। এরই মধ্যে টুর্নামেন্টে ৪ উইকেট নিয়েছেন তিনি। বাংলা টাইগার্সে সাকিব-তাসকিনের সঙ্গে আছেন কুশল মেন্ডিস, ইফতিখার আহমেদ, রাসি ফন ডার ডুসেনের মতো তারকা ক্রিকেটাররা। সাকিব, তাসকিনের সঙ্গে দল পেয়েছেন আরও এক বাংলাদেশি ক্রিকেটার। জিয়াউর রহমানকে ড্রাফট থেকে দলে ভিড়িয়েছে জিয়াউর রহমান। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ২৮ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর হবে আবুধাবি টি-টেন লিগের সপ্তম মৌসুম। এবারের আসরে অংশ নেওয়া আট দল হলো বাংলা টাইগার্স, চেন্নাই ব্রেভস, ডেকান গ্লাডিয়েটরস, দিল্লি বুলস, মরিসভিলি স্যাম্প আর্মি, নিউইয়র্ক স্টাইকার্স, নর্দার্ন ওয়ারিয়র্স ও টিম আবুধাবি। এর আগের ছয় মৌসুমে দুবার করে শিরোপা জিতেছে নর্দার্ন ওয়ারিয়র্স ও ডেকান গ্লাডিয়েটরস। 

বাংলা টাইগার্সের দল:  সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, ইফতিখার আহমেদ, কার্লোস ব্রাথওয়েট, ড্যানিয়েল স্যামস, আজম খান, রোহান মুস্তাফা, কুশল মেন্ডিস, ডমিনিক ড্রেকস, রিস টপলি, সাইম আইয়ুব, মতিউল্লাহ খান, হায়দার আলি, আব্দুল গাফফার, অমর্ত্য কৌল, রাসি ফন ডার ডুসেন ও রবিন উথাপ্পা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত