সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলেই গেছেন লিটন দাস। এক অঙ্কের ঘর থেকে দুই অঙ্ক গতকাল পেরিয়েছেন তিনি। তবে শুরুতে যে আশা জাগিয়েছিলেন, সেই অনুযায়ী ইনিংস আর বড় করতে পারেননি। এবার ব্যর্থ হলেও লিটন পরের ম্যাচে দারুণ ইনিংস খেলবেন বলে আশা করছেন রিশাদ হোসেন।
চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ-জিম্বাবুয়ে। রান তাড়া করতে নেমে লিটন নিজের প্রথম ৭ বলে একটি করে চার ও ছক্কায় করেন ১৩ রান। ব্যক্তিগত ১৯ ও ২১ রানে জীবনও পান লিটন। বাংলাদেশের ব্যাটার দুইবারই জীবন পেয়েছেন সিকান্দার রাজার বলে। প্রথমবার আম্পায়ার্স কলে এলবিডব্লু থেকে বেঁচে যান লিটন। পরেরবার তাঁর (লিটন) ক্যাচ লংঅনে ছেড়েছেন লুক জংগুয়ে। তবু ২৫ বলে ২ চার ও ১ ছক্কায় ২৩ রান করেন লিটন। এ বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যে পাঁচ ইনিংস লিটন খেলেন, সেগুলোর মধ্যে গতকালের স্কোরটাই দ্বিতীয় সর্বোচ্চ।
ম্যাচ শেষে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সংবাদসম্মেলনে আসেন রিশাদ। লিটনের প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে রিশাদ বলেন, ‘দাদা (লিটন) সাধারণত যেরকম করে আসে, তেমনই ছিল। বাড়তি কোনো কিছু করেনি। সব ব্যাটারই চায় জীবন পেলে যেন সেটা (ইনিংস) একটু বড় করা যায়। দাদাও চেয়েছিল হয়তোবা। হয়নি। সামনে হবে ইনশাআল্লাহ।’
১৩৯ রানের লক্ষ্যে নামা বাংলাদেশ ম্যাচ জিতেছে ৬ উইকেটে। জয়টাও এসেছে ১৯ তম ওভারের তৃতীয় বলে। মাহমুদউল্লাহ রিয়াদ ও তাওহীদ হৃদয় পঞ্চম উইকেটে ২৯ বলে ৪৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে মাঠ ছেড়েছেন। মাহমুদউল্লাহ-হৃদয় দুজনের স্ট্রাইকরেট ছিল ১৪০ এর বেশি। তানজিদ হাসান তামিম, লিটন দাস—দুই ওপেনারেরই ১০০ এর কম স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন। ব্যাটিং করা কঠিন ছিল কি না, সেই প্রসঙ্গে রিশাদ বলেন, ‘না।
সবাই আলহামদুলিল্লাহ আত্মবিশ্বাসী ছিল। রান কম দেখে হয়ত মনে হচ্ছে এমন কিছু। নরমালি সব ঠিক ছিল। যেহেতু স্কোরবোর্ডে যথেষ্ট রান ছিল না। ১৪০ রানের মত ছিল। এখানে বেশি ঝুঁকি নেওয়ার কোনো দরকার হয় না আমার মনে হয়। সাধারণত ৭, সাড়ে ৭ করে রান নিলে হয়। একটা বাউন্ডারি বল আসে সাধারণত। এভাবে হিসেব করে রান নিলে সাধারণত বের হয়ে যায় আরকি।’
সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলেই গেছেন লিটন দাস। এক অঙ্কের ঘর থেকে দুই অঙ্ক গতকাল পেরিয়েছেন তিনি। তবে শুরুতে যে আশা জাগিয়েছিলেন, সেই অনুযায়ী ইনিংস আর বড় করতে পারেননি। এবার ব্যর্থ হলেও লিটন পরের ম্যাচে দারুণ ইনিংস খেলবেন বলে আশা করছেন রিশাদ হোসেন।
চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ-জিম্বাবুয়ে। রান তাড়া করতে নেমে লিটন নিজের প্রথম ৭ বলে একটি করে চার ও ছক্কায় করেন ১৩ রান। ব্যক্তিগত ১৯ ও ২১ রানে জীবনও পান লিটন। বাংলাদেশের ব্যাটার দুইবারই জীবন পেয়েছেন সিকান্দার রাজার বলে। প্রথমবার আম্পায়ার্স কলে এলবিডব্লু থেকে বেঁচে যান লিটন। পরেরবার তাঁর (লিটন) ক্যাচ লংঅনে ছেড়েছেন লুক জংগুয়ে। তবু ২৫ বলে ২ চার ও ১ ছক্কায় ২৩ রান করেন লিটন। এ বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যে পাঁচ ইনিংস লিটন খেলেন, সেগুলোর মধ্যে গতকালের স্কোরটাই দ্বিতীয় সর্বোচ্চ।
ম্যাচ শেষে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সংবাদসম্মেলনে আসেন রিশাদ। লিটনের প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে রিশাদ বলেন, ‘দাদা (লিটন) সাধারণত যেরকম করে আসে, তেমনই ছিল। বাড়তি কোনো কিছু করেনি। সব ব্যাটারই চায় জীবন পেলে যেন সেটা (ইনিংস) একটু বড় করা যায়। দাদাও চেয়েছিল হয়তোবা। হয়নি। সামনে হবে ইনশাআল্লাহ।’
১৩৯ রানের লক্ষ্যে নামা বাংলাদেশ ম্যাচ জিতেছে ৬ উইকেটে। জয়টাও এসেছে ১৯ তম ওভারের তৃতীয় বলে। মাহমুদউল্লাহ রিয়াদ ও তাওহীদ হৃদয় পঞ্চম উইকেটে ২৯ বলে ৪৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে মাঠ ছেড়েছেন। মাহমুদউল্লাহ-হৃদয় দুজনের স্ট্রাইকরেট ছিল ১৪০ এর বেশি। তানজিদ হাসান তামিম, লিটন দাস—দুই ওপেনারেরই ১০০ এর কম স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন। ব্যাটিং করা কঠিন ছিল কি না, সেই প্রসঙ্গে রিশাদ বলেন, ‘না।
সবাই আলহামদুলিল্লাহ আত্মবিশ্বাসী ছিল। রান কম দেখে হয়ত মনে হচ্ছে এমন কিছু। নরমালি সব ঠিক ছিল। যেহেতু স্কোরবোর্ডে যথেষ্ট রান ছিল না। ১৪০ রানের মত ছিল। এখানে বেশি ঝুঁকি নেওয়ার কোনো দরকার হয় না আমার মনে হয়। সাধারণত ৭, সাড়ে ৭ করে রান নিলে হয়। একটা বাউন্ডারি বল আসে সাধারণত। এভাবে হিসেব করে রান নিলে সাধারণত বের হয়ে যায় আরকি।’
খেলাধুলা তাঁর অস্থিমজ্জায়। বাবা একসময় ফুটবলার ছিলেন, এখন ফুটবল সংগঠক। ছোট বোন আফঈদা খন্দকার বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক। বাবা ও ছোট বোনকে দেখে ফুটবলার হওয়ার স্বপ্নই দেখেছিলেন আফরা খন্দকার। স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যায় দ্রুতই। তবে সেই আক্ষেপ পেছনে ফেলে আফরা এখন আলো ছড়াচ্ছেন বক্সিংয়ের রিং।
৪ মিনিট আগেটেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় ভক্ত-সমর্থকেরা আশা করেছিলেন, ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতে হয়তো দারুণ কিছু মুহূর্ত উপহার দেবে দলটি। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে এবার পুরো সিরিজেই ধোলাই খেয়ে গেল উইন্ডিজ।
২২ মিনিট আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে পাঁচটি স্পোর্টস মার্কেটিং পরামর্শক প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। আগ্রহী পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে চারটিই বিদেশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নিয়ে কত অস্বস্তিকর বিষয় যে আসছে আমিনুল ইসলাম বুলবুলের সামনে! এই যেমন এক তরুণ ক্রিকেটারের পোশাকের রুচি নিয়ে প্রশ্ন উঠছে। কাল এক সিনিয়র ক্রিকেটারের বিরুদ্ধে তো বন্ধুদের মারধরের অভিযোগ পর্যন্ত এসেছে।
১ ঘণ্টা আগে