টি-টোয়েন্টি বিশ্বকাপ তো বটেই, আইসিসি ইভেন্টে এবার প্রথম খেলছে উগান্ডা। নবাগত উগান্ডাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল আফগানিস্তান। গায়ানায় ‘সি’ গ্রুপের ম্যাচে ১২৫ রানের বিশাল জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আফগানরা।
উগান্ডার সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন রানে অলআউট হওয়া চোখ রাঙাচ্ছিল। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টে সর্বনিম্ন ৩৯ রানে অলআউট হয়েছে নেদারল্যান্ডস। ২০১৪ বিশ্বকাপে ডাচদের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। তবে উগান্ডা কোনো রকমে বিব্রতকর রেকর্ড এড়িয়েছে। আফ্রিকার দলটিকে আফগানিস্তান অলআউট করেছে ৫৮ রানে।
১৮৪ রানের লক্ষ্যে নেমে ইনিংসের প্রথম বলে এক্সট্রা কাভার দিয়ে চার মেরে শুরু করেন উগান্ডার ওপেনার রোনাক প্যাটেল। দ্বিতীয় বলে ফজলহক ফারুকিকে ড্রাইভ করতে গেলে ইনসাইড এজে বোল্ড হয়ে যান প্যাটেল। ২ বলে ১ চারে ৪ রান করেন প্যাটেল। তৃতীয় বলে রজার মুকাসাকে এলবিডব্লু করেন ফারুকি। দলীয় ৪ রানে ২ উইকেট হারানোর পর উগান্ডা তৃতীয় উইকেট হারায় পরের ওভারেই। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে উগান্ডার আরেক ওপেনার সায়মন সেজাসিকে ফেরান মুজিব উর রহমান। সেজাসি করেন ৪ রান।
সেজাসি ফিরলে উগান্ডার স্কোর হয়ে যায় ১.৪ ওভারে ৩ উইকেটে ৮ রান। দ্রুত ৩ উইকেট হারানোর পর দলটি ঢুকে যায় খোলসের মধ্যে। খোলসে ঢুকলেও তাদের উইকেট তুলে নিতে সময় লাগেনি আফগানিস্তানের। পঞ্চম ওভারে ২ উইকেট নেন নাভিন উল হক। ৪.৪ ওভারে ৫ উইকেটে ১৮ রান হয়ে যায় উগান্ডার। এমন পরিস্থিতিতে তাদের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড চোখ রাঙাচ্ছিল।
১০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে অবশ্য উগান্ডাকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়নি। ষষ্ঠ উইকেটে রিয়াজাত আলি শাহ ও রবিনসন ওবুয়া গড়েন ৪৫ বলে ২৯ রানের জুটি। ১৩তম ওভারের প্রথম বলে রিয়াজাতকে বোল্ড করে জুটি ভাঙেন ফারুকি। পরের বলেই ফারুকির শিকার হয়েছেন উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা। এবার ক্যাচ ধরেন আফগানিস্তানের উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজ। একই ম্যাচে দুবার হ্যাটট্রিক করার সম্ভাবনা এলেও তা হয়নি ফারুকির। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে প্রথমবারের মতো ৫ উইকেট পেয়েছেন আফগান বাহাতি পেসার। সেই ওভারের শেষ বলে ওবুয়াকে ফিরিয়ে পঞ্চম উইকেট নেন ফারুকি। আফগান বাঁহাতি পেসার ৪ ওভারে ৯ রানে ৫ উইকেট নিয়ে নিজের বোলিং কোটা পূর্ণ করেছেন।
ফারুকির পর আনুষ্ঠানিকতা সারেন রশিদ খান। ১৬তম ওভারের শেষ দুই বলে জোড়া ধাক্কা দিয়ে উগান্ডার কফিনে শেষ পেরেক ঠুকে দেন রশিদ। উগান্ডার ৫৮ রানের সর্বোচ্চ ১৪ রান করেন ওবুয়া। ২৫ বলের ইনিংসে ১টি ছক্কা মারেন তিনি।
টস জিতে ফিল্ডিং নেন উগান্ডার অধিনায়ক মাসাবা। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে আফগানিস্তানের উদ্বোধনী জুটিতে হয়েছে ১৫৪ রান। ইবরাহিম জাদরান ও গুরবাজ—দুই আফগান ওপেনারের জুটির স্থায়িত্ব ছিল ৮৮ বল। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩ রান করে আফগানরা। ইবরাহিম ও গুরবাজ করেন ৭৬ ও ৭০ রান। ইবরাহিমের ৪৫ বলের ইনিংসে ছিল ৪টি করে চার ও ছক্কা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ তো বটেই, আইসিসি ইভেন্টে এবার প্রথম খেলছে উগান্ডা। নবাগত উগান্ডাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল আফগানিস্তান। গায়ানায় ‘সি’ গ্রুপের ম্যাচে ১২৫ রানের বিশাল জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আফগানরা।
উগান্ডার সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন রানে অলআউট হওয়া চোখ রাঙাচ্ছিল। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টে সর্বনিম্ন ৩৯ রানে অলআউট হয়েছে নেদারল্যান্ডস। ২০১৪ বিশ্বকাপে ডাচদের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। তবে উগান্ডা কোনো রকমে বিব্রতকর রেকর্ড এড়িয়েছে। আফ্রিকার দলটিকে আফগানিস্তান অলআউট করেছে ৫৮ রানে।
১৮৪ রানের লক্ষ্যে নেমে ইনিংসের প্রথম বলে এক্সট্রা কাভার দিয়ে চার মেরে শুরু করেন উগান্ডার ওপেনার রোনাক প্যাটেল। দ্বিতীয় বলে ফজলহক ফারুকিকে ড্রাইভ করতে গেলে ইনসাইড এজে বোল্ড হয়ে যান প্যাটেল। ২ বলে ১ চারে ৪ রান করেন প্যাটেল। তৃতীয় বলে রজার মুকাসাকে এলবিডব্লু করেন ফারুকি। দলীয় ৪ রানে ২ উইকেট হারানোর পর উগান্ডা তৃতীয় উইকেট হারায় পরের ওভারেই। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে উগান্ডার আরেক ওপেনার সায়মন সেজাসিকে ফেরান মুজিব উর রহমান। সেজাসি করেন ৪ রান।
সেজাসি ফিরলে উগান্ডার স্কোর হয়ে যায় ১.৪ ওভারে ৩ উইকেটে ৮ রান। দ্রুত ৩ উইকেট হারানোর পর দলটি ঢুকে যায় খোলসের মধ্যে। খোলসে ঢুকলেও তাদের উইকেট তুলে নিতে সময় লাগেনি আফগানিস্তানের। পঞ্চম ওভারে ২ উইকেট নেন নাভিন উল হক। ৪.৪ ওভারে ৫ উইকেটে ১৮ রান হয়ে যায় উগান্ডার। এমন পরিস্থিতিতে তাদের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড চোখ রাঙাচ্ছিল।
১০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে অবশ্য উগান্ডাকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়নি। ষষ্ঠ উইকেটে রিয়াজাত আলি শাহ ও রবিনসন ওবুয়া গড়েন ৪৫ বলে ২৯ রানের জুটি। ১৩তম ওভারের প্রথম বলে রিয়াজাতকে বোল্ড করে জুটি ভাঙেন ফারুকি। পরের বলেই ফারুকির শিকার হয়েছেন উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা। এবার ক্যাচ ধরেন আফগানিস্তানের উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজ। একই ম্যাচে দুবার হ্যাটট্রিক করার সম্ভাবনা এলেও তা হয়নি ফারুকির। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে প্রথমবারের মতো ৫ উইকেট পেয়েছেন আফগান বাহাতি পেসার। সেই ওভারের শেষ বলে ওবুয়াকে ফিরিয়ে পঞ্চম উইকেট নেন ফারুকি। আফগান বাঁহাতি পেসার ৪ ওভারে ৯ রানে ৫ উইকেট নিয়ে নিজের বোলিং কোটা পূর্ণ করেছেন।
ফারুকির পর আনুষ্ঠানিকতা সারেন রশিদ খান। ১৬তম ওভারের শেষ দুই বলে জোড়া ধাক্কা দিয়ে উগান্ডার কফিনে শেষ পেরেক ঠুকে দেন রশিদ। উগান্ডার ৫৮ রানের সর্বোচ্চ ১৪ রান করেন ওবুয়া। ২৫ বলের ইনিংসে ১টি ছক্কা মারেন তিনি।
টস জিতে ফিল্ডিং নেন উগান্ডার অধিনায়ক মাসাবা। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে আফগানিস্তানের উদ্বোধনী জুটিতে হয়েছে ১৫৪ রান। ইবরাহিম জাদরান ও গুরবাজ—দুই আফগান ওপেনারের জুটির স্থায়িত্ব ছিল ৮৮ বল। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩ রান করে আফগানরা। ইবরাহিম ও গুরবাজ করেন ৭৬ ও ৭০ রান। ইবরাহিমের ৪৫ বলের ইনিংসে ছিল ৪টি করে চার ও ছক্কা।
কদিন আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল, লিভারপুল ছেড়ে নতুন ঠিকানায় যাচ্ছেন লুইস দিয়াজ। আনুষ্ঠানিক ঘোষণাটাও এসে গেল। অ্যানফিল্ড থেকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে পাড়ি জমাচ্ছেন তিনি। চার বছরের জন্য কলম্বিয়ান এই উইঙ্গারের সঙ্গে চুক্তি করেছে জার্মান লিগ চ্যাম্পিয়নরা।
৭ ঘণ্টা আগেসাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ফিরেছিলেন ব্রেন্ডন টেলর। তাই এই টেস্টে সবার নজর ছিল তাঁর দিকে। তবে তাঁকে বাইরে রেখে টেস্টের একাদশ গড়ে স্বাগতিক জিম্বাবুয়ে। তবু বুলাওয়ে টেস্টে শুরুটা তাদের মোটেও ভালো হয়নি। প্রথম ইনিংসে ১৪৯ ওভারে অলআউট হয়েছে তারা।
৮ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে রাউন্ড রবিন লিগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেনি ভারত। দারুণ ব্যাপার হলো, সেমিফাইনালেও প্রতিপক্ষে হিসেবে নিজেদের পেয়েছে তারা। আগামীকাল বার্মিংহামে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামার কথা ছিল ভারত-পাকিস্তানের। সে পর্যন্ত আর যেতে হয়নি, ভারত এবারও পাকিস্তানের বিপক্ষে খেল
৯ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বাঁ পায়ে ক্র্যাম্প এবং কাঁধে ব্যথায় ভুগছিলেন বেন স্টোকস। শেষ টেস্টে তাঁকে পাওয়া যাবে কি না, এমন সংশয় ছিলই। এর মধ্যে আজ ওভাল টেস্টের একাদশ ঘোষণা করেছে। কাল থেকে শুরু হতে যাওয়া টেস্টে নেই অধিনায়ক স্টোকস। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ওলি পোপ, এর আগেও ৪টি টেস্টে ইংল্যান্ডের
১০ ঘণ্টা আগে