Ajker Patrika

উগান্ডাকে বিধ্বস্ত করে বিশ্বকাপ শুরু আফগানদের 

আপডেট : ০৪ জুন ২০২৪, ১০: ৫০
উগান্ডাকে বিধ্বস্ত করে বিশ্বকাপ শুরু আফগানদের 

টি-টোয়েন্টি বিশ্বকাপ তো বটেই, আইসিসি ইভেন্টে এবার প্রথম খেলছে উগান্ডা। নবাগত উগান্ডাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল আফগানিস্তান। গায়ানায় ‘সি’ গ্রুপের ম্যাচে ১২৫ রানের বিশাল জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আফগানরা। 

উগান্ডার সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন রানে অলআউট হওয়া চোখ রাঙাচ্ছিল। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টে সর্বনিম্ন ৩৯ রানে অলআউট হয়েছে নেদারল্যান্ডস। ২০১৪ বিশ্বকাপে ডাচদের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। তবে উগান্ডা কোনো রকমে বিব্রতকর রেকর্ড এড়িয়েছে। আফ্রিকার দলটিকে আফগানিস্তান অলআউট করেছে ৫৮ রানে। 

১৮৪ রানের লক্ষ্যে নেমে ইনিংসের প্রথম বলে এক্সট্রা কাভার দিয়ে চার মেরে শুরু করেন উগান্ডার ওপেনার রোনাক প্যাটেল। দ্বিতীয় বলে ফজলহক ফারুকিকে ড্রাইভ করতে গেলে ইনসাইড এজে বোল্ড হয়ে যান প্যাটেল। ২ বলে ১ চারে ৪ রান করেন প্যাটেল। তৃতীয় বলে রজার মুকাসাকে এলবিডব্লু করেন ফারুকি। দলীয় ৪ রানে ২ উইকেট হারানোর পর উগান্ডা তৃতীয় উইকেট হারায় পরের ওভারেই। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে উগান্ডার আরেক ওপেনার সায়মন সেজাসিকে ফেরান মুজিব উর রহমান। সেজাসি করেন ৪ রান। 

সেজাসি ফিরলে উগান্ডার স্কোর হয়ে যায় ১.৪ ওভারে ৩ উইকেটে ৮ রান। দ্রুত ৩ উইকেট হারানোর পর দলটি ঢুকে যায় খোলসের মধ্যে। খোলসে ঢুকলেও তাদের উইকেট তুলে নিতে সময় লাগেনি আফগানিস্তানের। পঞ্চম ওভারে ২ উইকেট নেন নাভিন উল হক। ৪.৪ ওভারে ৫ উইকেটে ১৮ রান হয়ে যায় উগান্ডার। এমন পরিস্থিতিতে তাদের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড চোখ রাঙাচ্ছিল। 

 ১০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে অবশ্য উগান্ডাকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়নি। ষষ্ঠ উইকেটে রিয়াজাত আলি শাহ ও রবিনসন ওবুয়া গড়েন ৪৫ বলে ২৯ রানের জুটি। ১৩তম ওভারের প্রথম বলে রিয়াজাতকে বোল্ড করে জুটি ভাঙেন ফারুকি। পরের বলেই ফারুকির শিকার হয়েছেন উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা। এবার ক্যাচ ধরেন আফগানিস্তানের উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজ। একই ম্যাচে দুবার হ্যাটট্রিক করার সম্ভাবনা এলেও তা হয়নি ফারুকির। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে প্রথমবারের মতো ৫ উইকেট পেয়েছেন আফগান বাহাতি পেসার। সেই ওভারের শেষ বলে ওবুয়াকে ফিরিয়ে পঞ্চম উইকেট নেন ফারুকি। আফগান বাঁহাতি পেসার ৪ ওভারে ৯ রানে ৫ উইকেট নিয়ে নিজের বোলিং কোটা পূর্ণ করেছেন। 

ফারুকির পর আনুষ্ঠানিকতা সারেন রশিদ খান। ১৬তম ওভারের শেষ দুই বলে জোড়া ধাক্কা দিয়ে উগান্ডার কফিনে শেষ পেরেক ঠুকে দেন রশিদ। উগান্ডার ৫৮ রানের সর্বোচ্চ ১৪ রান করেন ওবুয়া। ২৫ বলের ইনিংসে ১টি ছক্কা মারেন তিনি। 

টস জিতে ফিল্ডিং নেন উগান্ডার অধিনায়ক মাসাবা। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে আফগানিস্তানের উদ্বোধনী জুটিতে হয়েছে ১৫৪ রান। ইবরাহিম জাদরান ও গুরবাজ—দুই আফগান ওপেনারের জুটির স্থায়িত্ব ছিল ৮৮ বল। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩ রান করে আফগানরা। ইবরাহিম ও গুরবাজ করেন ৭৬ ও ৭০ রান। ইবরাহিমের ৪৫ বলের ইনিংসে ছিল ৪টি করে চার ও ছক্কা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত