নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি বিশ্বকাপে ভালো অবদান রাখতে পারেনি বাংলাদেশের দলের টপ অর্ডার। ওপেনিং থেকে অন্তত ৫০ রানের জুটি এসেছিল মাত্র একটি। তবে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ দল। দুই ওপেনার—লিটন দাস ও তানজিদ হাসান তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ১০ ওভারে (পাওয়ার প্লেতে) ৬২ রান তুলেছে তারা।
তবে ১২তম ওভারে তানজিদ তামিমকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে ব্রেক থ্রু এনে দিয়েছেন পেসার শন অ্যাবট। ৭৬ রানে তাতে ভাঙে লিটন ও তামিমের ওপেনিং জুটি। ৩৪ বলে ৩৬ রান করেছেন তামিম। ৬টি চার মেরেছেন এই বাঁহাতি ব্যাটার।
৩১ রানে অপরাজিত আছেন লিটন। তাঁর সঙ্গে ৬ রানে ব্যাটিং করছেন নাজমুল হোসেন শান্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২ ওভারে ৮৩ রান। ওভারপ্রতি তাদের রান উঠেছে ৬.৯১ হারে।
চোটে পড়ায় বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের বিশ্বকাপ শেষ হয়ে গেছে আগেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে আজ বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন শান্ত। এই ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশে এনেছে তিন পরিবর্তন। সাকিব আগেই ছিটকে গেছেন। একই সঙ্গে দুই পেসার—তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলাম বাদ পড়েছেন গত ম্যাচের একাদশ থেকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও শেখ মেহেদি হাসান।
চলতি বিশ্বকাপে ভালো অবদান রাখতে পারেনি বাংলাদেশের দলের টপ অর্ডার। ওপেনিং থেকে অন্তত ৫০ রানের জুটি এসেছিল মাত্র একটি। তবে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ দল। দুই ওপেনার—লিটন দাস ও তানজিদ হাসান তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ১০ ওভারে (পাওয়ার প্লেতে) ৬২ রান তুলেছে তারা।
তবে ১২তম ওভারে তানজিদ তামিমকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে ব্রেক থ্রু এনে দিয়েছেন পেসার শন অ্যাবট। ৭৬ রানে তাতে ভাঙে লিটন ও তামিমের ওপেনিং জুটি। ৩৪ বলে ৩৬ রান করেছেন তামিম। ৬টি চার মেরেছেন এই বাঁহাতি ব্যাটার।
৩১ রানে অপরাজিত আছেন লিটন। তাঁর সঙ্গে ৬ রানে ব্যাটিং করছেন নাজমুল হোসেন শান্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২ ওভারে ৮৩ রান। ওভারপ্রতি তাদের রান উঠেছে ৬.৯১ হারে।
চোটে পড়ায় বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের বিশ্বকাপ শেষ হয়ে গেছে আগেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে আজ বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন শান্ত। এই ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশে এনেছে তিন পরিবর্তন। সাকিব আগেই ছিটকে গেছেন। একই সঙ্গে দুই পেসার—তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলাম বাদ পড়েছেন গত ম্যাচের একাদশ থেকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও শেখ মেহেদি হাসান।
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। ৬ ধাপ পিছিয়ে ১৫ নম্বরে অবস্থান সংযুক্ত আরব আমিরাতের। এই দলের বিপক্ষে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজে দুই লক্ষ্য বাংলাদেশের।
১১ ঘণ্টা আগেভারত-পাকিস্তান সামরিক সংঘাতের প্রভাব ক্রিকেটে কতটা পড়েছে, সেটা তো কারও অজানা নয়। আইপিএল, পিএসএল দুটি টুর্নামেন্টই বাধ্য হয়ে স্থগিত করা হয়েছিল। ভারত-পাকিস্তানের এই দুই ফ্র্যাঞ্চাইজি লিগ যখন মাঠে গড়াচ্ছে আবার, তখন ঘটছে নানা ঘটনা।
১২ ঘণ্টা আগেসাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেয়েছে বাংলাদেশ। আজ সেমিফাইনালে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে ভারত।
১২ ঘণ্টা আগেরেকর্ড গড়ার চেয়ে সহজ কাজ হয়তো ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে নেই। মাঠের ফুটবল তো বটেই। অন্যান্য ক্ষেত্রেও তিনি গড়ে চলেছেন রেকর্ড। টানা তিনবার সর্বোচ্চ উপার্জন করা ক্রীড়াবিদ হলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
১৩ ঘণ্টা আগে