Ajker Patrika

অতি আত্মবিশ্বাসই কি ভোগাল বাংলাদেশকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৩: ৪৫
Thumbnail image

বড় হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ যুবারা। ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হার বড় ধাক্কাই বটে বর্তমান চ্যাম্পিয়নদের জন্য। আগের পাঁচ দেখায় যাদের বিপক্ষে মাত্র একটি ম্যাচ হেরেছিল বাংলাদেশ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে মাত্র ৯৭ রানে অলআউট হয় রকিবুল হাসানের দল। একটা সময় ৫১ রানে ৯ উইকেট হারানো বাংলাদেশের স্কোর ১০০ ছুঁই ছুঁই হয় রিপন মণ্ডলের সৌজন্যে।

বাংলাদেশের হয়ে অপরাজিত ৩৩ রান করেন ১১ নম্বরে ব্যাটিংয়ে নামা রিপন। তাতেও বড় পরাজয় ঠেকানো যায়নি। বাংলাদেশের ৯৮ রানের লক্ষ্য ২৫.১ ওভারে ৩ উইকেট হারিয়েই পেরিয়ে যায় ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। সংযুক্ত আরব আমিরাত থেকে এশিয়া কাপ খেলে বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে গেলেও মাঠে সেটার প্রতিফলন দেখাতে পারেননি বাংলাদেশ যুবারা। হতাশ করেছেন গতবার বিশ্বকাপজয়ী দলের সদস্য প্রান্তিক নওরোজ নাবিল-রকিবুলরা।

দলের গুরুত্বপূর্ণ ব্যাটিং পজিশন তিনে ব্যাট করছেন প্রান্তিক। ১২ বল খেলে এদিন রানের দেখা পাননি তিনি। উইকেটে নড়বড়ে ভাব ছিল স্পষ্ট। বাংলাদেশ ব্যাটিং লাইনআপের আরেক গুরুত্বপূর্ণ সদস্য আইচ মোল্লা। ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি তিনি। ৩৫ বলে এক চারে তাঁর ১৩ রানের সম্ভাবনাময়ী ইনিংসের সমাপ্তি ঘটান ইংলিশ অফ স্পিনার ফাতেহ সিং। স্বল্প পুঁজি নিয়েও লড়াই করেন বোলাররা।

গ্রুপ পর্ব পেরোতে অবশ্য বাংলাদেশ পাচ্ছে আরও দুটি ম্যাচ। যার প্রথমটি আগামী বৃহস্পতিবার সেন্ট কিটসের কোনারি স্পোর্টস ক্লাবে। প্রতিপক্ষ কানাডা অনূর্ধ্ব-১৯ দল। আর শেষটি আগামী ২২ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত