Ajker Patrika

পাঁচ মিনিটের এক ফোন কলে বাদ পড়ে ভেঙে পড়েছেন ব্রড

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৪১
পাঁচ মিনিটের এক ফোন কলে বাদ পড়ে ভেঙে পড়েছেন ব্রড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের দলে নেই অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রড। যদিও ইংল্যান্ডের অ্যাশেজ বিপর্যয়ের সিরিজেও ২৬.৩০ গড়ে ১৩ উইকেট নিয়ে ইংলিশ বোলারদের মধ্যে ব্রডই ছিলেন সবচেয়ে সফল। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে জায়গা না পেয়ে যারপরনাই হতাশ পেসারদের মধ্যে টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি এই বোলার। 

বাদ পড়ার বিষয়ে এখনো পরিষ্কার নন বলে জানিয়েছেন ব্রড। নির্বাচকদের পক্ষ থেকে বাদ পড়ার বিষয়টি নিয়ে যোগাযোগের ঘাটতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি। একটি সংবাদপত্রের কলামে ব্রড লিখেছেন, ‘আমি বিষয়টি মানিয়ে নিতে সংগ্রাম করছি। এটা আসলে করাটা কঠিন যখন কেবল পাঁচ মিনিটের ফোন কলে জানতে পারবেন।’ 

ভালো নেই জানিয়ে ব্রড আরও লিখেছেন, ‘আমি মোটেও এমন দাবি করতে পারি না যে খুব ভালো আছি। কারণ আমি মোটেও ভালো নেই। সবকিছু ঠিক আছে এমন অভিনয় করা ভুল হবে। আমি অ্যাশেজের শেষ দুটি ম্যাচে ১১ উইকেট নিয়েছিলাম। আমি দীর্ঘদিন ধরে টেস্ট ম্যাচের মানদণ্ড ধরে রেখেছি। গত আট বছরের মানদণ্ডকে আপনি বিশ্বমানের বলবেন।’ 

বাদ পড়ার কারণ ঠিকঠাক ব্যাখ্যা করা হয়নি জানিয়ে ব্রড বলেছেন, ‘তারা (নির্বাচকেরা) যখন বিদেশের মাটিতে জয়ের জন্য তাৎক্ষণিক পরিকল্পনার অংশে আমাকে রাখে না, সেটা আরও বেশি বিচলিত করে। বিষয়টার ব্যাখ্যা আমাকে খুব সংক্ষেপে দেওয়া হয়েছিল। ৮ মার্চ অ্যান্টিগায় ইংল্যান্ডের সেরা দলে জায়গা পাওয়ার যোগ্যতা আমার আছে বলে বিশ্বাস করি। এ জন্য বাদ পড়ার ব্যাপারটা নেওয়া কঠিন আমার জন্য।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত