নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ পুনেতে অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে শেষ হচ্ছে বাংলাদেশ দলের ২০২৩ বিশ্বকাপ। ম্যাচটা তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেওয়ার তাড়া থাকায়। বাংলাদেশ দল চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারবে কি না, সেই উত্তর মিলবে আজই।
আজ দিনের ম্যাচ হওয়ায় বাংলাদেশ দল চাইছে খেলা শেষে রাতেই পুনে থেকে দেশে ফেরার উড়ান ধরতে। কিন্তু বাংলাদেশ চাইলেই হবে না। পুরো বিষয়টি ব্যবস্থা করবে আইসিসি। দলীয় সূত্র জানিয়েছে, বাংলাদেশের দেশের ফেরার ফ্লাইট ঠিক করতে আইসিসি দুটি উপায়ের কথা জানিয়েছে টিম ম্যানেজমেন্টকে।
প্রথমটি, আজ রাত ১টায় যদি চার্টার্ড ফ্লাইট (ভাড়া করা বিমান) নিশ্চিত করা যায়, তবে বাংলাদেশ দল ভোর ৪-৫টায় দেশে এসে পৌঁছাবে। আরেকটি উপায়, পুনেতে আজ শেষ ম্যাচ খেলে রাতেই তিন ঘণ্টার সড়কপথে মুম্বাইয়ে যেতে হবে বাংলাদেশ দলকে। মুম্বাই থেকে ফ্লাইটটি আগামীকাল সকাল ৭টায়। বাংলাদেশ দল চাইছে পুনে থেকে রাত ১টায় রওনা দিতে। সেটি হলে ম্যাচ শেষে রাত ১১টার মধ্যে পুনে বিমানবন্দরে চলে যাবে তারা। ম্যাচ শেষ হয়ে যাওয়ার কথা সন্ধ্যা ৬টার আগেই।
আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে পারলে চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা নিশ্চিত করেই ফিরবেন শান্ত-মিরাজরা। হারলেও সুযোগ আছে তাঁদের। তবে সে ক্ষেত্রে হারের ব্যবধান হতে হবে কম। বিশ্বকাপের রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট টেবিলের ওপরের ৮টি দল খেলবে চ্যাম্পিয়নস ট্রফিতে। ৮ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে আছে এখন বাংলাদেশ। ৯ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে আছে শ্রীলঙ্কা। লঙ্কানদের চেয়ে নেট রানরেটে এগিয়ে থাকলেই নিশ্চিত হবে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি খেলা।
বিসিবি সূত্র জানিয়েছে, আপাতত দেশে ফিরে বাংলাদেশ দলের ক্রিকেটাররা কিছুদিন বিশ্রামে থাকবেন। এরপর এ মাসের শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে প্রস্তুতি শুরু করবেন তাঁরা।
আজ পুনেতে অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে শেষ হচ্ছে বাংলাদেশ দলের ২০২৩ বিশ্বকাপ। ম্যাচটা তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেওয়ার তাড়া থাকায়। বাংলাদেশ দল চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারবে কি না, সেই উত্তর মিলবে আজই।
আজ দিনের ম্যাচ হওয়ায় বাংলাদেশ দল চাইছে খেলা শেষে রাতেই পুনে থেকে দেশে ফেরার উড়ান ধরতে। কিন্তু বাংলাদেশ চাইলেই হবে না। পুরো বিষয়টি ব্যবস্থা করবে আইসিসি। দলীয় সূত্র জানিয়েছে, বাংলাদেশের দেশের ফেরার ফ্লাইট ঠিক করতে আইসিসি দুটি উপায়ের কথা জানিয়েছে টিম ম্যানেজমেন্টকে।
প্রথমটি, আজ রাত ১টায় যদি চার্টার্ড ফ্লাইট (ভাড়া করা বিমান) নিশ্চিত করা যায়, তবে বাংলাদেশ দল ভোর ৪-৫টায় দেশে এসে পৌঁছাবে। আরেকটি উপায়, পুনেতে আজ শেষ ম্যাচ খেলে রাতেই তিন ঘণ্টার সড়কপথে মুম্বাইয়ে যেতে হবে বাংলাদেশ দলকে। মুম্বাই থেকে ফ্লাইটটি আগামীকাল সকাল ৭টায়। বাংলাদেশ দল চাইছে পুনে থেকে রাত ১টায় রওনা দিতে। সেটি হলে ম্যাচ শেষে রাত ১১টার মধ্যে পুনে বিমানবন্দরে চলে যাবে তারা। ম্যাচ শেষ হয়ে যাওয়ার কথা সন্ধ্যা ৬টার আগেই।
আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে পারলে চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা নিশ্চিত করেই ফিরবেন শান্ত-মিরাজরা। হারলেও সুযোগ আছে তাঁদের। তবে সে ক্ষেত্রে হারের ব্যবধান হতে হবে কম। বিশ্বকাপের রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট টেবিলের ওপরের ৮টি দল খেলবে চ্যাম্পিয়নস ট্রফিতে। ৮ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে আছে এখন বাংলাদেশ। ৯ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে আছে শ্রীলঙ্কা। লঙ্কানদের চেয়ে নেট রানরেটে এগিয়ে থাকলেই নিশ্চিত হবে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি খেলা।
বিসিবি সূত্র জানিয়েছে, আপাতত দেশে ফিরে বাংলাদেশ দলের ক্রিকেটাররা কিছুদিন বিশ্রামে থাকবেন। এরপর এ মাসের শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে প্রস্তুতি শুরু করবেন তাঁরা।
স্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।
১ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ভারত-পাকিস্তান ম্যাচটা আন্তর্জাতিক ক্রিকেটের না হলেও ভক্ত-সমর্থকদের আগ্রহ ছিল বেশি। কারণ, দুই চিরপ্রতিদ্বন্দ্বী যখন কালেভদ্রে মুখোমুখি হয়, তখন তাদের ম্যাচ মানেই ভিন্ন আবহ। কিন্তু এবার শেষ মুহূর্তে পানি ঢেলে দিয়েছে ভারত চ্যাম্পিয়নস।
১ ঘণ্টা আগেবিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাত্র ওড়া শুরু করেছিল। কিন্তু ওড়ার অল্প সময় পরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমান দুর্ঘটনার পর ঘটনাস্থলে মানুষের ভিড় দেখা যায়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনা নিয়ে পোস্ট করছেন।
২ ঘণ্টা আগেমিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জয়ের পর বাংলাদেশ দল এখন ফুরফুরে মেজাজে। লিটন দাস, পারভেজ হোসেন ইমনরা সিরিজ জয় থেকে কেবল এক ম্যাচ দূরে। ঠিক তার বিপরীত অবস্থা এখন পাকিস্তান দলের। বাংলাদেশের কাছে হারের পর কঠোর সমালোচনা করেছেন সাবেক পাকিস্তানিরা।
৩ ঘণ্টা আগে