ধর্মশালায় গতকাল ভারত-নিউজিল্যান্ডের দৃশ্যপট একটা পর্যায়ে মিলে গিয়েছিল বাংলাদেশ-ভারত ম্যাচের সঙ্গে। দুটো ম্যাচই ভারতের নিয়ন্ত্রণে চলে আসার পর গ্যালারিতে ভক্ত-সমর্থকদের অপেক্ষা ছিল বিরাট কোহলির সেঞ্চুরির জন্য। পুনেতে ১৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে কোহলি পেরেছিলেন ঠিকই। তবে গতকাল ৫ রানের জন্য পাননি সেঞ্চুরির দেখা। তিন অঙ্ক ছুঁতে না পারলেও সাকিব আল হাসানের রেকর্ডে ভাগ বসিয়েছেন কোহলি। রেকর্ড গড়া কোহলি নতুন উপাধি পেয়েছেন স্ত্রী আনুশকা শর্মার থেকে।
২০২৩ বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচটি করে ম্যাচ খেলেছে ভারত ও নিউজিল্যান্ড, যার মধ্যে ভারত প্রতিটি ম্যাচই জিতেছে রান তাড়া করে। ৩ ফিফটি ও ১ সেঞ্চুরিতে ১১৮ গড়ে ৩৫৪ রান করে ২০২৩ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন কোহলি। গতকাল ৯৫ রান করে বিশ্বকাপে ১২টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে সাকিব ও কুমার সাঙ্গাকারার সঙ্গে যৌথভাবে দুইয়ে আছেন কোহলি। ওয়ানডে বিশ্বকাপে সাকিব ২ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ১০ ফিফটি। যেখানে ২০১৯ বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেন বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। সাঙ্গাকারা ৫ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৭ ফিফটি, যার মধ্যে ২০১৫ সালে বিশ্বকাপ ইতিহাসে একমাত্র ব্যাটার হিসেবে টানা চার ম্যাচে সেঞ্চুরির কীর্তি গড়েন সাবেক লঙ্কান বাঁহাতি ব্যাটার। আর ভারতীয় ব্যাটার বিশ্বকাপে করেন ৩ সেঞ্চুরি ও ৯ ফিফটি, যেখানে এবারের বিশ্বকাপে পাকিস্তান (১৬ রান) ছাড়া বাকি চার ম্যাচেই ৫০ ছাড়িয়েছে কোহলির ইনিংস। অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে খেলেছেন ৮৫, ৫৫ ও ১০৩ রানের তিনটি দুর্দান্ত ইনিংস। বাংলাদেশের বিপক্ষে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। ছন্দে থাকা কোহলির প্রশংসায় স্ত্রী আনুশকা ইনস্টাগ্রাম স্টোরিতে ক্যাপশন দিয়েছেন, ‘স্টর্ম চেজার।’
কোহলি ৯৫ রানের ইনিংস খেলার পর ধর্মশালার জায়ান্ট স্ক্রিনে লেখা ওঠে, ‘ম্যায় হু না ইন্ডিয়া’। এই ছবি দিল্লি ক্যাপিটালস তাদের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছে। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটি ক্যাপশন দিয়েছে, ’ ৯৫ রানের ইনিংসটি ভারত আজীবন মনে রাখবে।’ ৯৫ রানের ইনিংসে মুগ্ধ মোহাম্মদ কাইফ ‘সৈনিক’ নামে সম্বোধন করেছেন কোহলিকে। কাইফ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ‘বিরাট কোহলি কখনো হাল ছাড়ে না। সে দলের জন্য সব সময়ই খেলে। বিশ্ব ক্রিকেটে সেরা চেজ মাস্টার। এই সৈনিকে জাতির স্যালুট জানানো উচিত।’ নিউজিল্যান্ডের ধারাভাষ্যকার সাইমন ডুলের মতে, কোহলি বেঁচে থাকেন এর জন্যই।
ধর্মশালায় গতকাল ভারত-নিউজিল্যান্ডের দৃশ্যপট একটা পর্যায়ে মিলে গিয়েছিল বাংলাদেশ-ভারত ম্যাচের সঙ্গে। দুটো ম্যাচই ভারতের নিয়ন্ত্রণে চলে আসার পর গ্যালারিতে ভক্ত-সমর্থকদের অপেক্ষা ছিল বিরাট কোহলির সেঞ্চুরির জন্য। পুনেতে ১৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে কোহলি পেরেছিলেন ঠিকই। তবে গতকাল ৫ রানের জন্য পাননি সেঞ্চুরির দেখা। তিন অঙ্ক ছুঁতে না পারলেও সাকিব আল হাসানের রেকর্ডে ভাগ বসিয়েছেন কোহলি। রেকর্ড গড়া কোহলি নতুন উপাধি পেয়েছেন স্ত্রী আনুশকা শর্মার থেকে।
২০২৩ বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচটি করে ম্যাচ খেলেছে ভারত ও নিউজিল্যান্ড, যার মধ্যে ভারত প্রতিটি ম্যাচই জিতেছে রান তাড়া করে। ৩ ফিফটি ও ১ সেঞ্চুরিতে ১১৮ গড়ে ৩৫৪ রান করে ২০২৩ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন কোহলি। গতকাল ৯৫ রান করে বিশ্বকাপে ১২টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে সাকিব ও কুমার সাঙ্গাকারার সঙ্গে যৌথভাবে দুইয়ে আছেন কোহলি। ওয়ানডে বিশ্বকাপে সাকিব ২ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ১০ ফিফটি। যেখানে ২০১৯ বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেন বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। সাঙ্গাকারা ৫ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৭ ফিফটি, যার মধ্যে ২০১৫ সালে বিশ্বকাপ ইতিহাসে একমাত্র ব্যাটার হিসেবে টানা চার ম্যাচে সেঞ্চুরির কীর্তি গড়েন সাবেক লঙ্কান বাঁহাতি ব্যাটার। আর ভারতীয় ব্যাটার বিশ্বকাপে করেন ৩ সেঞ্চুরি ও ৯ ফিফটি, যেখানে এবারের বিশ্বকাপে পাকিস্তান (১৬ রান) ছাড়া বাকি চার ম্যাচেই ৫০ ছাড়িয়েছে কোহলির ইনিংস। অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে খেলেছেন ৮৫, ৫৫ ও ১০৩ রানের তিনটি দুর্দান্ত ইনিংস। বাংলাদেশের বিপক্ষে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। ছন্দে থাকা কোহলির প্রশংসায় স্ত্রী আনুশকা ইনস্টাগ্রাম স্টোরিতে ক্যাপশন দিয়েছেন, ‘স্টর্ম চেজার।’
কোহলি ৯৫ রানের ইনিংস খেলার পর ধর্মশালার জায়ান্ট স্ক্রিনে লেখা ওঠে, ‘ম্যায় হু না ইন্ডিয়া’। এই ছবি দিল্লি ক্যাপিটালস তাদের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছে। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটি ক্যাপশন দিয়েছে, ’ ৯৫ রানের ইনিংসটি ভারত আজীবন মনে রাখবে।’ ৯৫ রানের ইনিংসে মুগ্ধ মোহাম্মদ কাইফ ‘সৈনিক’ নামে সম্বোধন করেছেন কোহলিকে। কাইফ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ‘বিরাট কোহলি কখনো হাল ছাড়ে না। সে দলের জন্য সব সময়ই খেলে। বিশ্ব ক্রিকেটে সেরা চেজ মাস্টার। এই সৈনিকে জাতির স্যালুট জানানো উচিত।’ নিউজিল্যান্ডের ধারাভাষ্যকার সাইমন ডুলের মতে, কোহলি বেঁচে থাকেন এর জন্যই।
বিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
১ ঘণ্টা আগেচীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
২ ঘণ্টা আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৫ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৫ ঘণ্টা আগে