Ajker Patrika

টানা ২ ফাইনাল হেরে ‘একাধিক সুযোগ’ চায় ভারত

ক্রীড়া ডেস্ক
টানা ২ ফাইনাল হেরে ‘একাধিক সুযোগ’ চায় ভারত

২০২১ সালে সাউদাম্পটনে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ফাইনালেও উঠেছিল ভারত। এবারও একই পরিণতি। প্রতিপক্ষ শুধু পরিবর্তন হয়েছে অস্ট্রেলিয়া। ওভালে আজ ২০৯ রানে হারের পর রোহিত শর্মা দাবি করেছেন, আইসিসির এই প্রতিযোগিতার ফাইনাল যেন তিন ম্যাচের হয়। তাতে এক ম্যাচ হারলেও যেন ঘুরে দাঁড়ানোর একাধিক সুযোগ থাকে।  

টানা ১০ বছর আইসিসি ট্রফি জিততে পারছে না ভারত। আরেকটা সুযোগ হাতছাড়া করে ভারতীয় অধিনায়ক রোহিত আজ ম্যাচের পর বলেছেন, ‘দুই দলের ক্ষেত্রে আপনাকে সমান সুযোগ দিতে হবে। যদি পরের চক্রে এটা সম্ভব হয়, তিন ম্যাচের ফাইনাল আসলে আদর্শ হবে। আমি এটা চাইব। কিন্তু এত সময় কি আছে? সেটা একটা প্রশ্ন। এখানে ফাঁকা সূচি দেখার বিষয় আছে, যেখানে এটা বাস্তবায়ন করা সম্ভব হবে।’ 
 
টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতাই এমন, দুই বছর ধরে দেশে ও দেশের বাইরে ধারাবাহিক ভালো খেলে সুযোগ মিলবে শিরোপার লড়াইয়ে। দুই বছরের সব পরিশ্রম, সাফল্য মিইয়ে যাচ্ছে একটি ম্যাচ হেরে। রোহিতের তাই যুক্তি, এক ম্যাচ হারলেও যেন ফিরে আসার সুযোগ পায় আরেকটি দল। ভারতীয় অধিনায়ক বলছেন, ‘এ ধরনের প্রতিযোগিতায় দুই বছর ধরে কঠোর পরিশ্রম করছেন। সেটির চূড়ান্ত ফল নির্ধারণে মাত্র একটাই সুযোগ। টেস্ট ক্রিকেটে ছন্দ, মোমেন্টাম খুঁজে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ।’ 

বিজয়ী অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স অবশ্য এক টেস্টের ফাইনালে সমস্যা দেখছেন না। কামিন্স বলেছেন, ‘এটা ঠিকই আছে, কোনো আপত্তি নেই। অলিম্পিকে এক দৌড়েই সোনার পদক পেতে হয়। (অস্ট্রেলিয়ান রুলস ফুটবল, রাগবি লিগ) এএফএল, এনআরএলের মৌসুমে ফাইনাল আছে। এটাই খেলা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত