প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ আগেই হারিয়েছিল জিম্বাবুয়ে। আজ দলটি সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নেমেছিল ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে। সেই লক্ষ্য পূরণে সফল হয়েছে তারা। শুধু ধবলধোলাই এড়ানোই নয়, ৩ উইকেটের জয়ে ঐতিহাসিক এক মুহূর্ত পেয়েছে তারা। প্রথমবারে মতো অস্ট্রেলিয়ার মাটিতে জয় পেয়েছে সফরকারীরা।
১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছেন দুই ওপেনার তাকুদজোয়ানাশে কাইয়াতানো ও তাদিওয়ানাশে মারুমানি। শুরুটা ভালো হলেও দলীয় ৩৮ রানে কাইয়াতানো আউট হওয়ার পর নিয়মিত উইকেট হারাতে থাকে সফরকারীরা। একটা পর্যায় ৭৭ রানে ৫ উইকেট হারায় দলটি। সেখান থেকে অধিনায়ক রেজিস চাকাভা দুটি ছোট ছোট জুটি গড়েন টনি মুনিয়োঙ্গা ও রায়ান বার্লের সঙ্গে। পরে মুনিয়াঙ্গো ও বার্ল আউট হলেও তিনি অপরাজিত ৩৭ রান করে ম্যাচ জেতান জিম্বাবুয়েকে। এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয় পেল জিম্বাবুয়ে। স্বাগতিকদের মাটিতে ১৪ বারের চেষ্টায় এটি প্রথম জয়। আর সব মিলিয়ে ৩৩ ওয়ানডেতে এটি তৃতীয় জয়।
প্রথম দুই ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দেওয়া অস্ট্রেলিয়া টস হেরে ব্যাট করতে নেমে আজ নিজেরাই বিধ্বস্ত হয়েছে। বার্লের স্পিন ঘূর্ণিতে মাত্র ১৪১ রানে অলআউট হয়েছেন স্বাগতিকেরা। তাঁদের শুরুটাও একদম ভালো হয়নি। দলীয় ৯ রানে আউট হন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার এক প্রান্ত আগলে রেখে দেখেন সতীর্থদের আসা-যাওয়া। ৭২ রানে ৫ উইকেট পড়ার পর গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে ইনিংস মেরামতের কাজ করেন তিনি। তবে দলীয় ১২৯ রানে ম্যাক্সওয়েল আউট হলে ৫৭ রানের জুটি ভেঙে যায় তাঁদের। তাঁকে ব্যক্তিগত ১৯ রানে আউট করেন বার্ল। এরপর একে একে শেষ ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ১৪১ রানে অলআউট করেন বার্ল। তিনি ক্যারিয়ার-সেরা বোলিং করেন মাত্র ১০ রানে ৫ উইকেট নিয়ে। আর অস্ট্রেলিয়ার হয়ে একাই লড়ে যাওয়া ওয়ার্নার ৯৬ বলে করেন ৯৪ রান।
প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ আগেই হারিয়েছিল জিম্বাবুয়ে। আজ দলটি সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নেমেছিল ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে। সেই লক্ষ্য পূরণে সফল হয়েছে তারা। শুধু ধবলধোলাই এড়ানোই নয়, ৩ উইকেটের জয়ে ঐতিহাসিক এক মুহূর্ত পেয়েছে তারা। প্রথমবারে মতো অস্ট্রেলিয়ার মাটিতে জয় পেয়েছে সফরকারীরা।
১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছেন দুই ওপেনার তাকুদজোয়ানাশে কাইয়াতানো ও তাদিওয়ানাশে মারুমানি। শুরুটা ভালো হলেও দলীয় ৩৮ রানে কাইয়াতানো আউট হওয়ার পর নিয়মিত উইকেট হারাতে থাকে সফরকারীরা। একটা পর্যায় ৭৭ রানে ৫ উইকেট হারায় দলটি। সেখান থেকে অধিনায়ক রেজিস চাকাভা দুটি ছোট ছোট জুটি গড়েন টনি মুনিয়োঙ্গা ও রায়ান বার্লের সঙ্গে। পরে মুনিয়াঙ্গো ও বার্ল আউট হলেও তিনি অপরাজিত ৩৭ রান করে ম্যাচ জেতান জিম্বাবুয়েকে। এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয় পেল জিম্বাবুয়ে। স্বাগতিকদের মাটিতে ১৪ বারের চেষ্টায় এটি প্রথম জয়। আর সব মিলিয়ে ৩৩ ওয়ানডেতে এটি তৃতীয় জয়।
প্রথম দুই ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দেওয়া অস্ট্রেলিয়া টস হেরে ব্যাট করতে নেমে আজ নিজেরাই বিধ্বস্ত হয়েছে। বার্লের স্পিন ঘূর্ণিতে মাত্র ১৪১ রানে অলআউট হয়েছেন স্বাগতিকেরা। তাঁদের শুরুটাও একদম ভালো হয়নি। দলীয় ৯ রানে আউট হন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার এক প্রান্ত আগলে রেখে দেখেন সতীর্থদের আসা-যাওয়া। ৭২ রানে ৫ উইকেট পড়ার পর গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে ইনিংস মেরামতের কাজ করেন তিনি। তবে দলীয় ১২৯ রানে ম্যাক্সওয়েল আউট হলে ৫৭ রানের জুটি ভেঙে যায় তাঁদের। তাঁকে ব্যক্তিগত ১৯ রানে আউট করেন বার্ল। এরপর একে একে শেষ ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ১৪১ রানে অলআউট করেন বার্ল। তিনি ক্যারিয়ার-সেরা বোলিং করেন মাত্র ১০ রানে ৫ উইকেট নিয়ে। আর অস্ট্রেলিয়ার হয়ে একাই লড়ে যাওয়া ওয়ার্নার ৯৬ বলে করেন ৯৪ রান।
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
৩ ঘণ্টা আগেভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৫ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
৬ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
৮ ঘণ্টা আগে