Ajker Patrika

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয় পেল জিম্বাবুয়ে

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১৭: ৩৭
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয় পেল জিম্বাবুয়ে

প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ আগেই হারিয়েছিল জিম্বাবুয়ে। আজ দলটি সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নেমেছিল ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে। সেই লক্ষ্য পূরণে সফল হয়েছে তারা। শুধু ধবলধোলাই এড়ানোই নয়, ৩ উইকেটের জয়ে ঐতিহাসিক এক মুহূর্ত পেয়েছে তারা। প্রথমবারে মতো অস্ট্রেলিয়ার মাটিতে জয় পেয়েছে সফরকারীরা।

১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছেন দুই ওপেনার তাকুদজোয়ানাশে কাইয়াতানো ও তাদিওয়ানাশে মারুমানি। শুরুটা ভালো হলেও দলীয় ৩৮ রানে কাইয়াতানো আউট হওয়ার পর নিয়মিত উইকেট হারাতে থাকে সফরকারীরা। একটা পর্যায় ৭৭ রানে ৫ উইকেট হারায় দলটি। সেখান থেকে অধিনায়ক রেজিস চাকাভা দুটি ছোট ছোট জুটি গড়েন টনি মুনিয়োঙ্গা ও রায়ান বার্লের সঙ্গে। পরে মুনিয়াঙ্গো ও বার্ল আউট হলেও তিনি অপরাজিত ৩৭ রান করে ম্যাচ জেতান জিম্বাবুয়েকে। এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয় পেল জিম্বাবুয়ে। স্বাগতিকদের মাটিতে ১৪ বারের চেষ্টায় এটি প্রথম জয়। আর সব মিলিয়ে ৩৩ ওয়ানডেতে এটি তৃতীয় জয়।

প্রথম দুই ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দেওয়া অস্ট্রেলিয়া টস হেরে ব্যাট করতে নেমে আজ নিজেরাই বিধ্বস্ত হয়েছে। বার্লের স্পিন ঘূর্ণিতে মাত্র ১৪১ রানে অলআউট হয়েছেন স্বাগতিকেরা। তাঁদের শুরুটাও একদম ভালো হয়নি। দলীয় ৯ রানে আউট হন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার এক প্রান্ত আগলে রেখে দেখেন সতীর্থদের আসা-যাওয়া। ৭২ রানে ৫ উইকেট পড়ার পর গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে ইনিংস মেরামতের কাজ করেন তিনি। তবে দলীয় ১২৯ রানে ম্যাক্সওয়েল আউট হলে ৫৭ রানের জুটি ভেঙে যায় তাঁদের। তাঁকে ব্যক্তিগত ১৯ রানে আউট করেন বার্ল। এরপর একে একে শেষ ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ১৪১ রানে অলআউট করেন বার্ল। তিনি ক্যারিয়ার-সেরা বোলিং করেন মাত্র ১০ রানে ৫ উইকেট নিয়ে। আর অস্ট্রেলিয়ার হয়ে একাই লড়ে যাওয়া ওয়ার্নার ৯৬ বলে করেন ৯৪ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত