Ajker Patrika

আইপিএলে আমন্ত্রণ পেয়েও যাননি রমিজ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৬ জুন ২০২২, ১৪: ২৪
Thumbnail image

দীর্ঘদিন ধরেই ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ হয় না। দুই দেশের রাজনৈতিক উত্তেজনার কারণেই মূলত বন্ধ দ্বিপক্ষীয় সিরিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা ও ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি দুই দেশের সম্পর্ক উন্নয়নে অনেক দিন ধরেই কাজ করছেন। তারই ফলশ্রুতিতে সৌরভ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ দুই টুর্নামেন্টের ফাইনাল দেখার আমন্ত্রণ জানিয়েছিলেন রমিজকে। রমিজ বিনয়ের সঙ্গে তা ফিরিয়ে দেন। 

সৌরভের নিমন্ত্রণ ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন রমিজ নিজেই। তিনি বলেছেন, ‘সৌরভ আইপিএলের ফাইনাল দেখার আমন্ত্রণ জানিয়েছিল। ক্রিকেটীয় দৃষ্টিকোণে বিষয়টি অসাধারণ ছিল। পরিস্থিতির কারণে উপস্থিত থাকতে পারিনি। ফাইনালে গেলে পাকিস্তানি সমর্থকেরা আমাকে ক্ষমা করতেন না।’ 

আইপিএলের পরবর্তী টুর্নামেন্ট আড়াই মাসের করতে চায় বিসিসিআই। এ জন্য সৌরভরা ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার (আইসিসি) কাছে আবেদন করবেন। রমিজ এ বিষয়ে আইসিসির কাছে নালিশ করবেন। পাকিস্তানের সাবেক ব্যাটার বলেছেন, ‘আইপিএলের সময় বাড়ানোর ঘোষণা এখনো আসেনি। আইসিসির সম্মেলনে নিজের সুস্পষ্ট মতামত রাখব। বিশ্ব ক্রিকেটের ক্ষতি হতে পারে এমন কোনো ঘটনার বিরুদ্ধে জোরালো মতামত রাখব এবং সেই ঘটনাকে চ্যালেঞ্জ জানাব।’ 

দুই দেশের দূরত্ব কমানোর জন্য রমিজ চার জাতি টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করছেন। এই টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ছাড়াও অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড অংশগ্রহণ করতে পারে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত