Ajker Patrika

জাতীয় দলে লবিংয়ের সুযোগ নেই, বললেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় দলে লবিংয়ের সুযোগ নেই, বললেন মাশরাফি

গত কিছুদিন ধরে বিস্ফোরক কথাবার্তা বলেছেন জাতীয় দলের বাইরে থাকা কয়েকজন ক্রিকেটার। তাতে বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোহাম্মদ সাইফউদ্দিনের পর বিসিবি তলব করেছে আবু জায়েদ রাহিকে। দ্বিতীয়জন তো হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন। রাহির দাবি, লবিং ছাড়া জাতীয় দলে খেলা যায় না। 

এ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। আজ তাঁর কথার সুর ধরেই জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানালেন, জাতীয় দলে লবিংয়ে কোনো সুযোগ নেই। দলে খেলার জন্য মাঠে পারফর্ম করার তাগিদ দিলেন ‘নড়াইল এক্সপ্রেস’। 

আজ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ঢাকা ক্রিকেট লিগ শেষ সংবাদমাধ্যমকে মাশরাফি বলেছেন, ‘জাতীয় দলে লবিংয়ের কোনো সুযোগ নেই। এখানে পারফর্ম করলে খেলবেন, করতে না পারলে খেলবেন না। আপনাকে এখানে শতভাগ পেশাদার হতে হবে। আপনাকে পারফর্ম করতে হবে। সবার জীবনেই খারাপ সময় আসে। যেটা রাহির যাচ্ছে। আমি আশাবাদী, সে (ফেরার) উপায় খুঁজে বের করবে।’ 

জাতীয় দলে ভালো পারফর্ম করছেন তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলামরা। এ কারণেই রাহির সুযোগ মিলছে না বলে মনে করছেন মাশরাফি। জাতীয় দলে জায়গা নিয়ে এই প্রতিদ্বন্দ্বিতাকে ইতিবাচকভাবে দেখছেন তিনি। মাশরাফি বলেছেন, ‘সে (রাহি) ভালো বোলার। তার একটা বিষয় ভালো লাগে, সে কখনো হাল ছাড়েনি। এখন তাসকিন, ইবাদত ভালো বোলিং করছে। রুবেল (হোসেন) নিউজিল্যান্ডে (২০২১ সালে, ৩৬ /৩) খুব ভালো বোলিং করে বাদ পড়েছে। কারণ ওর চেয়ে অন্যরা ভালো বোলিং করেছে।’ 

কিছুদিন আগে আজকের পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে আফাসোস করেই রুবেল বলেছিলেন, ‘ভালো খেলেও বাদ পড়েছি।’ একজন খেলোয়াড়ের জন্য এটা অবশ্যই হতাশার। তাঁদের মানসিক অবস্থাটা বুঝতে পারছেন মাশরাফি। বলেছেন, ‘এটা (ভালো খেলে বাদ পড়া) একটা খেলোয়াড়ের জন্য হতাশার। বাংলাদেশ দলে এখন পেস বোলিংয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। বিশেষ করে সংক্ষিপ্ততম সংস্করণে। টেস্টে তাসকিন, ইবাদত ভালো খেলছে। শরীফুল সব সংস্করণে ভালো বোলিং করছে। এখন বাইরে নিজেকে উন্মোচন না করে মাঠে উন্মোচন করা উচিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত