নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুনেতে গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে হেরে ২০২৩ বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ দল। গত কয়েক ওয়ানডে বিশ্বকাপ বিবেচনায় এবার একদমই ভালো কাটেনি তাদের। রাউন্ড রবিন লিগে ৯ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছে তারা। বিশ্বকাপ শেষে আজ দেশে ফিরছে বাংলাদেশ দল।
আজ ভোর ৬টায় বাংলাদেশ বিমানের একটা ফ্লাইটে ভারতের পুনে থেকেই রওনা দেওয়ার কথা ছিল লিটন-মিরাজদের। সকাল ৯টার দিকে দেশে এসে পৌঁছানোর কথা ছিল তাঁদের। তবে ফ্লাইটে এক ঘণ্টা বিলম্ব হয়েছে বাংলাদেশ দলের, যার ফলে এক-দেড় ঘণ্টা পরেই দেশে এসে পৌঁছাল তাদের বিমানটি।
বিসিবি সূত্র জানিয়েছে, আপাতত দেশে ফিরে বাংলাদেশ দলের ক্রিকেটাররা কদিন বিশ্রামে থাকবেন। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে এ মাসের শেষ দিকে প্রস্তুতি শুরু করবেন তাঁরা। তবে চণ্ডিকা হাথুরুসিংহে ছাড়া বাকি কোচিং স্টাফরা যাচ্ছেন কদিনের ছুটিতে। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের বাংলাদেশ অধ্যায় শেষ হয়েছে ভারত থেকেই।
বিশ্বকাপ শেষে ২১ নভেম্বর নিউজিল্যান্ডের টেস্ট দল আসবে বাংলাদেশে। ২৩ ও ২৪ নভেম্বর দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ২৮ নভেম্বর সিলেটে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম টেস্ট। মিরপুরে শেষ টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর।
পুনেতে গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে হেরে ২০২৩ বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ দল। গত কয়েক ওয়ানডে বিশ্বকাপ বিবেচনায় এবার একদমই ভালো কাটেনি তাদের। রাউন্ড রবিন লিগে ৯ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছে তারা। বিশ্বকাপ শেষে আজ দেশে ফিরছে বাংলাদেশ দল।
আজ ভোর ৬টায় বাংলাদেশ বিমানের একটা ফ্লাইটে ভারতের পুনে থেকেই রওনা দেওয়ার কথা ছিল লিটন-মিরাজদের। সকাল ৯টার দিকে দেশে এসে পৌঁছানোর কথা ছিল তাঁদের। তবে ফ্লাইটে এক ঘণ্টা বিলম্ব হয়েছে বাংলাদেশ দলের, যার ফলে এক-দেড় ঘণ্টা পরেই দেশে এসে পৌঁছাল তাদের বিমানটি।
বিসিবি সূত্র জানিয়েছে, আপাতত দেশে ফিরে বাংলাদেশ দলের ক্রিকেটাররা কদিন বিশ্রামে থাকবেন। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে এ মাসের শেষ দিকে প্রস্তুতি শুরু করবেন তাঁরা। তবে চণ্ডিকা হাথুরুসিংহে ছাড়া বাকি কোচিং স্টাফরা যাচ্ছেন কদিনের ছুটিতে। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের বাংলাদেশ অধ্যায় শেষ হয়েছে ভারত থেকেই।
বিশ্বকাপ শেষে ২১ নভেম্বর নিউজিল্যান্ডের টেস্ট দল আসবে বাংলাদেশে। ২৩ ও ২৪ নভেম্বর দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ২৮ নভেম্বর সিলেটে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম টেস্ট। মিরপুরে শেষ টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর।
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। ৬ ধাপ পিছিয়ে ১৫ নম্বরে অবস্থান সংযুক্ত আরব আমিরাতের। এই দলের বিপক্ষে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজে দুই লক্ষ্য বাংলাদেশের।
৬ ঘণ্টা আগেভারত-পাকিস্তান সামরিক সংঘাতের প্রভাব ক্রিকেটে কতটা পড়েছে, সেটা তো কারও অজানা নয়। আইপিএল, পিএসএল দুটি টুর্নামেন্টই বাধ্য হয়ে স্থগিত করা হয়েছিল। ভারত-পাকিস্তানের এই দুই ফ্র্যাঞ্চাইজি লিগ যখন মাঠে গড়াচ্ছে আবার, তখন ঘটছে নানা ঘটনা।
৭ ঘণ্টা আগেসাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেয়েছে বাংলাদেশ। আজ সেমিফাইনালে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে ভারত।
৭ ঘণ্টা আগেরেকর্ড গড়ার চেয়ে সহজ কাজ হয়তো ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে নেই। মাঠের ফুটবল তো বটেই। অন্যান্য ক্ষেত্রেও তিনি গড়ে চলেছেন রেকর্ড। টানা তিনবার সর্বোচ্চ উপার্জন করা ক্রীড়াবিদ হলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
৮ ঘণ্টা আগে