ক্রীড়া ডেস্ক
আরব আমিরাত ও ওমানে আয়োজিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভুলে যেতে চাইবে বাংলাদেশ। আসরে সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের ভরাডুরির শুরুটা হয়েছিল স্কটল্যান্ডকে দিয়ে। মাসকাটে নিজেদের প্রথম ম্যাচে স্কটিশদের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছিল রাসেল ডমিঙ্গোর দল।
বেশ কয়েকজন অপেশাদার ক্রিকেটার নিয়ে গড়া স্কটল্যান্ডের বিপক্ষে ওই হারের ক্ষত হয়তো এখনো বয়ে বেড়াচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। তবে ছেলেদের ক্ষতে আজ কিছুটা হলেও বুঝি প্রলেপ পড়ল মেয়েদের সাফল্যে।
মাহমুদউল্লাহরা না পারলেও স্কটল্যান্ডের বিপক্ষে ঠিকই পেরেছে বাংলাদেশ নারী দল। কমনওয়েলথ গেমসের বাছাই পর্বে আজ স্কটিশদের ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
পাঁচ দলের বাছাই পর্বে টানা তিন জয়ে পয়েন্ট তালিকার দুইয়ে থেকে অঘোষিত ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। আগামীকাল সকালে শীর্ষ দল শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলার মেয়েরা। এই ম্যাচের জয়ী দল পাবে বার্মিংহামে মূল পর্ব খেলার টিকিট।
কুয়ালালামপুরের কিনরারা একডেমি ওভালে আজ স্কটল্যান্ডের দেওয়া ৭৮ রানের মামুলি লক্ষ্যটা ২৮ বল অক্ষত রেখে ছুঁয়ে ফেলেছে বাংলাদেশ।
ইনিংসের প্রথম বলেই শামীমা সুলতানা (০) স্টাম্পড হলেও আর কোনো ক্ষতি হতে দেননি মুর্শিদা খাতুন ও ফারজানা হক। দ্বিতীয় উইকেটে ৭৮ রানের জুটি গড়ে দলকে লক্ষ্যে পৌঁছে দেন তাঁরা।
মুর্শিদা পেয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি। আর ২০ অপরাজিত ছিলেন প্রথম বাংলাদেশি হিসেবে ১০০০ টি-টোয়েন্টি রানের মাইলফলক স্পর্শ করা ফারজানা।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলিং তোপে পড়েন স্কটল্যান্ডের মেয়েরা। সালমা খাতুনদের দারুণ বোলিংয়ে ১২ রানে উইকেট হারান তাঁরা। তৃতীয় উইকেটে সারাহ ব্রাইস ও ক্যাটি ম্যাকগিল প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু অষ্টম ওভারে নাহিদা আক্তার এ জুটি ভাঙতেই মড়ক লাগে স্কটিশদের ইনিংসে। ৫০/ ২ থেকে ৭৭ রানেই ‘প্যাকেট’ তারা।
ব্রাইস আর ম্যাকগিল ছাড়া আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। বাকিদের রান ফোন ডিজিটের মতো—৫,২, ২,৫, ৪,২, ৪,০, ০ *!
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সালমা, নাহিদা, সুরাইয়া আজমিন ও সানজিদা আক্তার মেঘলা। ফিফটি করে বাংলাদেশকে জেতানো মুর্শিদার হাতে উঠেছে ম্যাচ-সেরার পুরস্কার।
সংক্ষিপ্ত স্কোর
স্কটল্যান্ড
১৭.৩ ওভারে ৭৭ অলআউট
সারাহ ২৯, ম্যাকগিল ২২
সালমা ২/৯, মেঘলা ২/১১
বাংলাদেশ
১৫.২ ওভারে ৭৮/১
মুর্শিদা ৫০ *, ফারজানা ২০ *
ক্যাথরিন ১/১২
ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মুর্শিদা (বাংলাদেশ)
আরব আমিরাত ও ওমানে আয়োজিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভুলে যেতে চাইবে বাংলাদেশ। আসরে সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের ভরাডুরির শুরুটা হয়েছিল স্কটল্যান্ডকে দিয়ে। মাসকাটে নিজেদের প্রথম ম্যাচে স্কটিশদের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছিল রাসেল ডমিঙ্গোর দল।
বেশ কয়েকজন অপেশাদার ক্রিকেটার নিয়ে গড়া স্কটল্যান্ডের বিপক্ষে ওই হারের ক্ষত হয়তো এখনো বয়ে বেড়াচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। তবে ছেলেদের ক্ষতে আজ কিছুটা হলেও বুঝি প্রলেপ পড়ল মেয়েদের সাফল্যে।
মাহমুদউল্লাহরা না পারলেও স্কটল্যান্ডের বিপক্ষে ঠিকই পেরেছে বাংলাদেশ নারী দল। কমনওয়েলথ গেমসের বাছাই পর্বে আজ স্কটিশদের ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
পাঁচ দলের বাছাই পর্বে টানা তিন জয়ে পয়েন্ট তালিকার দুইয়ে থেকে অঘোষিত ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। আগামীকাল সকালে শীর্ষ দল শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলার মেয়েরা। এই ম্যাচের জয়ী দল পাবে বার্মিংহামে মূল পর্ব খেলার টিকিট।
কুয়ালালামপুরের কিনরারা একডেমি ওভালে আজ স্কটল্যান্ডের দেওয়া ৭৮ রানের মামুলি লক্ষ্যটা ২৮ বল অক্ষত রেখে ছুঁয়ে ফেলেছে বাংলাদেশ।
ইনিংসের প্রথম বলেই শামীমা সুলতানা (০) স্টাম্পড হলেও আর কোনো ক্ষতি হতে দেননি মুর্শিদা খাতুন ও ফারজানা হক। দ্বিতীয় উইকেটে ৭৮ রানের জুটি গড়ে দলকে লক্ষ্যে পৌঁছে দেন তাঁরা।
মুর্শিদা পেয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি। আর ২০ অপরাজিত ছিলেন প্রথম বাংলাদেশি হিসেবে ১০০০ টি-টোয়েন্টি রানের মাইলফলক স্পর্শ করা ফারজানা।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলিং তোপে পড়েন স্কটল্যান্ডের মেয়েরা। সালমা খাতুনদের দারুণ বোলিংয়ে ১২ রানে উইকেট হারান তাঁরা। তৃতীয় উইকেটে সারাহ ব্রাইস ও ক্যাটি ম্যাকগিল প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু অষ্টম ওভারে নাহিদা আক্তার এ জুটি ভাঙতেই মড়ক লাগে স্কটিশদের ইনিংসে। ৫০/ ২ থেকে ৭৭ রানেই ‘প্যাকেট’ তারা।
ব্রাইস আর ম্যাকগিল ছাড়া আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। বাকিদের রান ফোন ডিজিটের মতো—৫,২, ২,৫, ৪,২, ৪,০, ০ *!
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সালমা, নাহিদা, সুরাইয়া আজমিন ও সানজিদা আক্তার মেঘলা। ফিফটি করে বাংলাদেশকে জেতানো মুর্শিদার হাতে উঠেছে ম্যাচ-সেরার পুরস্কার।
সংক্ষিপ্ত স্কোর
স্কটল্যান্ড
১৭.৩ ওভারে ৭৭ অলআউট
সারাহ ২৯, ম্যাকগিল ২২
সালমা ২/৯, মেঘলা ২/১১
বাংলাদেশ
১৫.২ ওভারে ৭৮/১
মুর্শিদা ৫০ *, ফারজানা ২০ *
ক্যাথরিন ১/১২
ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মুর্শিদা (বাংলাদেশ)
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
১ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
১ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
২ ঘণ্টা আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
২ ঘণ্টা আগে