আরব আমিরাত ও ওমানে আয়োজিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভুলে যেতে চাইবে বাংলাদেশ। আসরে সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের ভরাডুরির শুরুটা হয়েছিল স্কটল্যান্ডকে দিয়ে। মাসকাটে নিজেদের প্রথম ম্যাচে স্কটিশদের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছিল রাসেল ডমিঙ্গোর দল।
বেশ কয়েকজন অপেশাদার ক্রিকেটার নিয়ে গড়া স্কটল্যান্ডের বিপক্ষে ওই হারের ক্ষত হয়তো এখনো বয়ে বেড়াচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। তবে ছেলেদের ক্ষতে আজ কিছুটা হলেও বুঝি প্রলেপ পড়ল মেয়েদের সাফল্যে।
মাহমুদউল্লাহরা না পারলেও স্কটল্যান্ডের বিপক্ষে ঠিকই পেরেছে বাংলাদেশ নারী দল। কমনওয়েলথ গেমসের বাছাই পর্বে আজ স্কটিশদের ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
পাঁচ দলের বাছাই পর্বে টানা তিন জয়ে পয়েন্ট তালিকার দুইয়ে থেকে অঘোষিত ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। আগামীকাল সকালে শীর্ষ দল শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলার মেয়েরা। এই ম্যাচের জয়ী দল পাবে বার্মিংহামে মূল পর্ব খেলার টিকিট।
কুয়ালালামপুরের কিনরারা একডেমি ওভালে আজ স্কটল্যান্ডের দেওয়া ৭৮ রানের মামুলি লক্ষ্যটা ২৮ বল অক্ষত রেখে ছুঁয়ে ফেলেছে বাংলাদেশ।
ইনিংসের প্রথম বলেই শামীমা সুলতানা (০) স্টাম্পড হলেও আর কোনো ক্ষতি হতে দেননি মুর্শিদা খাতুন ও ফারজানা হক। দ্বিতীয় উইকেটে ৭৮ রানের জুটি গড়ে দলকে লক্ষ্যে পৌঁছে দেন তাঁরা।
মুর্শিদা পেয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি। আর ২০ অপরাজিত ছিলেন প্রথম বাংলাদেশি হিসেবে ১০০০ টি-টোয়েন্টি রানের মাইলফলক স্পর্শ করা ফারজানা।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলিং তোপে পড়েন স্কটল্যান্ডের মেয়েরা। সালমা খাতুনদের দারুণ বোলিংয়ে ১২ রানে উইকেট হারান তাঁরা। তৃতীয় উইকেটে সারাহ ব্রাইস ও ক্যাটি ম্যাকগিল প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু অষ্টম ওভারে নাহিদা আক্তার এ জুটি ভাঙতেই মড়ক লাগে স্কটিশদের ইনিংসে। ৫০/ ২ থেকে ৭৭ রানেই ‘প্যাকেট’ তারা।
ব্রাইস আর ম্যাকগিল ছাড়া আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। বাকিদের রান ফোন ডিজিটের মতো—৫,২, ২,৫, ৪,২, ৪,০, ০ *!
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সালমা, নাহিদা, সুরাইয়া আজমিন ও সানজিদা আক্তার মেঘলা। ফিফটি করে বাংলাদেশকে জেতানো মুর্শিদার হাতে উঠেছে ম্যাচ-সেরার পুরস্কার।
সংক্ষিপ্ত স্কোর
স্কটল্যান্ড
১৭.৩ ওভারে ৭৭ অলআউট
সারাহ ২৯, ম্যাকগিল ২২
সালমা ২/৯, মেঘলা ২/১১
বাংলাদেশ
১৫.২ ওভারে ৭৮/১
মুর্শিদা ৫০ *, ফারজানা ২০ *
ক্যাথরিন ১/১২
ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মুর্শিদা (বাংলাদেশ)
আরব আমিরাত ও ওমানে আয়োজিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভুলে যেতে চাইবে বাংলাদেশ। আসরে সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের ভরাডুরির শুরুটা হয়েছিল স্কটল্যান্ডকে দিয়ে। মাসকাটে নিজেদের প্রথম ম্যাচে স্কটিশদের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছিল রাসেল ডমিঙ্গোর দল।
বেশ কয়েকজন অপেশাদার ক্রিকেটার নিয়ে গড়া স্কটল্যান্ডের বিপক্ষে ওই হারের ক্ষত হয়তো এখনো বয়ে বেড়াচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। তবে ছেলেদের ক্ষতে আজ কিছুটা হলেও বুঝি প্রলেপ পড়ল মেয়েদের সাফল্যে।
মাহমুদউল্লাহরা না পারলেও স্কটল্যান্ডের বিপক্ষে ঠিকই পেরেছে বাংলাদেশ নারী দল। কমনওয়েলথ গেমসের বাছাই পর্বে আজ স্কটিশদের ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
পাঁচ দলের বাছাই পর্বে টানা তিন জয়ে পয়েন্ট তালিকার দুইয়ে থেকে অঘোষিত ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। আগামীকাল সকালে শীর্ষ দল শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলার মেয়েরা। এই ম্যাচের জয়ী দল পাবে বার্মিংহামে মূল পর্ব খেলার টিকিট।
কুয়ালালামপুরের কিনরারা একডেমি ওভালে আজ স্কটল্যান্ডের দেওয়া ৭৮ রানের মামুলি লক্ষ্যটা ২৮ বল অক্ষত রেখে ছুঁয়ে ফেলেছে বাংলাদেশ।
ইনিংসের প্রথম বলেই শামীমা সুলতানা (০) স্টাম্পড হলেও আর কোনো ক্ষতি হতে দেননি মুর্শিদা খাতুন ও ফারজানা হক। দ্বিতীয় উইকেটে ৭৮ রানের জুটি গড়ে দলকে লক্ষ্যে পৌঁছে দেন তাঁরা।
মুর্শিদা পেয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি। আর ২০ অপরাজিত ছিলেন প্রথম বাংলাদেশি হিসেবে ১০০০ টি-টোয়েন্টি রানের মাইলফলক স্পর্শ করা ফারজানা।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলিং তোপে পড়েন স্কটল্যান্ডের মেয়েরা। সালমা খাতুনদের দারুণ বোলিংয়ে ১২ রানে উইকেট হারান তাঁরা। তৃতীয় উইকেটে সারাহ ব্রাইস ও ক্যাটি ম্যাকগিল প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু অষ্টম ওভারে নাহিদা আক্তার এ জুটি ভাঙতেই মড়ক লাগে স্কটিশদের ইনিংসে। ৫০/ ২ থেকে ৭৭ রানেই ‘প্যাকেট’ তারা।
ব্রাইস আর ম্যাকগিল ছাড়া আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। বাকিদের রান ফোন ডিজিটের মতো—৫,২, ২,৫, ৪,২, ৪,০, ০ *!
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সালমা, নাহিদা, সুরাইয়া আজমিন ও সানজিদা আক্তার মেঘলা। ফিফটি করে বাংলাদেশকে জেতানো মুর্শিদার হাতে উঠেছে ম্যাচ-সেরার পুরস্কার।
সংক্ষিপ্ত স্কোর
স্কটল্যান্ড
১৭.৩ ওভারে ৭৭ অলআউট
সারাহ ২৯, ম্যাকগিল ২২
সালমা ২/৯, মেঘলা ২/১১
বাংলাদেশ
১৫.২ ওভারে ৭৮/১
মুর্শিদা ৫০ *, ফারজানা ২০ *
ক্যাথরিন ১/১২
ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মুর্শিদা (বাংলাদেশ)
অধিনায়ক হিসেবে গত ২১০ দিনে পাঁচটি আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। এর মধ্যে শুধু শেষ দুই মাসেই চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় এসেছে দুটি সিরিজে। এখন আপাতত কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন লিটনরা।
৫ ঘণ্টা আগেএশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
৭ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
৮ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
৮ ঘণ্টা আগে